Ajker Patrika

আর্জেন্টিনার রাষ্ট্রদূতের কাছে কী চাইলেন পাপন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ এপ্রিল ২০২৪, ২০: ৪৬
আর্জেন্টিনার রাষ্ট্রদূতের কাছে কী চাইলেন পাপন

২০২২ কাতার বিশ্বকাপের সময় বাংলাদেশের ফুটবল উন্মাদনা ভালো করে দেখার সৌভাগ্য হয়েছিল আর্জেন্টিনার। আর্জেন্টিনার ম্যাচের সময় বাংলাদেশের ভক্ত-সমর্থকদের উচ্ছ্বাস বেশ ফলাও করে সামাজিকমাধ্যমে প্রচার করেন আর্জেন্টাইনরা। লিওনেল মেসিরা সেই বিশ্বকাপ জেতার পর তাদের বিভিন্ন ঘরোয়া টুর্নামেন্টে বাংলাদেশকে উপস্থাপন করে দারুণভাবে।

বিশ্বকাপ জয়ের পর গত বছরের জুলাইয়ে বাংলাদেশে ঘুরে গেছেন গোল্ডেন গ্লাভস প্রাপ্ত আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। বাংলাদেশ সফরে এসে মুগ্ধতা ছড়িয়েছেন তিনি। মেসি-মার্তিনেজদের দেশের রাষ্ট্রদূত মার্সেলো সি সেসা এবার এসেছেন বাংলাদেশ সফরে। সচিবালয়ে আজ দুপুরে বাংলাদেশের যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সি সেসা। পাপন ও সি সেসার মধ্যে হয় অনেক আলাপ-আলোচনা। সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের পাপন বলেন, ‘ফুটবলে তারা বিশ্ব চ্যাম্পিয়ন। অনেক ঐতিহ্য তাদের। আমরা তাদের কাছ থেকে কোচ নিতে পারি। আমাদের ছেলে-মেয়েরা সেখানে গিয়ে প্রশিক্ষণ নিতে পারে। হকিতে আমাদের সম্ভাবনা রয়েছে। আবার তারাও হকিতে বিশ্ব মানের। হকি নিয়ে তাদেরও আগ্রহ আছে। আমরা তাদের কী দিতে পারি আবার তাদেরকে আমরা কী দিতে পারি—এসব ব্যাপারে বিস্তারিত তথ্য একে অন্যকে দেব।’

ফুটবল ও ক্রিকেট—দুই খেলায় বাংলাদেশ ও আর্জেন্টিনার তুলনা করলে ক্রিকেটে এগিয়ে থাকবে বাংলাদেশ। বাংলাদেশ টেস্ট মর্যাদা পেলেও আর্জেন্টিনা আইসিসির সহযোগী সদস্য। বাংলাদেশের কাছে আর্জেন্টিনা ক্রিকেটের পাশাপাশি হকি নিয়ে আগ্রহ প্রকাশ করেছে বলে জানান পাপন। যুব ও ক্রীড়ামন্ত্রী বলেন, ‘তারা আমাদের কাছে ক্রিকেটের সহযোগিতা চেয়েছে। আমি তাদের নিশ্চয়তা দিয়েছি কিউরেটর থেকে শুরু করে যা প্রয়োজন—আমরা দিতে প্রস্তুত। প্রয়োজনে আমাদের ক্রিকেটাররাও সেখানে গিয়ে খেলবে। ক্রিকেটের পাশাপাশি তারা কাবাডি নিয়েও আগ্রহ প্রকাশ করেছে। বাংলাদেশের জাতীয় খেলায় তারা একবার অংশ নিয়েছিল। কাবাডিতেও সাহায্য করতে পারি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তামিম কি তাহলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হবেন

রাজনৈতিক দলের কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ, হেফাজতে সেনা কর্মকর্তা

পিআর পদ্ধতিতেই হবে ১০০ আসনের উচ্চকক্ষ, ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত

নারীর ‘বগলের গন্ধ’ পুরুষের মানসিক চাপ কমায়, তবে কি মানুষেরও আছে ফেরোমোন!

বাংলাদেশি পণ্যে ভারতের চেয়ে কম শুল্কের ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত