নিজস্ব প্রতিবেদক, ঢাকা
২০২২ কাতার বিশ্বকাপের সময় বাংলাদেশের ফুটবল উন্মাদনা ভালো করে দেখার সৌভাগ্য হয়েছিল আর্জেন্টিনার। আর্জেন্টিনার ম্যাচের সময় বাংলাদেশের ভক্ত-সমর্থকদের উচ্ছ্বাস বেশ ফলাও করে সামাজিকমাধ্যমে প্রচার করেন আর্জেন্টাইনরা। লিওনেল মেসিরা সেই বিশ্বকাপ জেতার পর তাদের বিভিন্ন ঘরোয়া টুর্নামেন্টে বাংলাদেশকে উপস্থাপন করে দারুণভাবে।
বিশ্বকাপ জয়ের পর গত বছরের জুলাইয়ে বাংলাদেশে ঘুরে গেছেন গোল্ডেন গ্লাভস প্রাপ্ত আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। বাংলাদেশ সফরে এসে মুগ্ধতা ছড়িয়েছেন তিনি। মেসি-মার্তিনেজদের দেশের রাষ্ট্রদূত মার্সেলো সি সেসা এবার এসেছেন বাংলাদেশ সফরে। সচিবালয়ে আজ দুপুরে বাংলাদেশের যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সি সেসা। পাপন ও সি সেসার মধ্যে হয় অনেক আলাপ-আলোচনা। সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের পাপন বলেন, ‘ফুটবলে তারা বিশ্ব চ্যাম্পিয়ন। অনেক ঐতিহ্য তাদের। আমরা তাদের কাছ থেকে কোচ নিতে পারি। আমাদের ছেলে-মেয়েরা সেখানে গিয়ে প্রশিক্ষণ নিতে পারে। হকিতে আমাদের সম্ভাবনা রয়েছে। আবার তারাও হকিতে বিশ্ব মানের। হকি নিয়ে তাদেরও আগ্রহ আছে। আমরা তাদের কী দিতে পারি আবার তাদেরকে আমরা কী দিতে পারি—এসব ব্যাপারে বিস্তারিত তথ্য একে অন্যকে দেব।’
ফুটবল ও ক্রিকেট—দুই খেলায় বাংলাদেশ ও আর্জেন্টিনার তুলনা করলে ক্রিকেটে এগিয়ে থাকবে বাংলাদেশ। বাংলাদেশ টেস্ট মর্যাদা পেলেও আর্জেন্টিনা আইসিসির সহযোগী সদস্য। বাংলাদেশের কাছে আর্জেন্টিনা ক্রিকেটের পাশাপাশি হকি নিয়ে আগ্রহ প্রকাশ করেছে বলে জানান পাপন। যুব ও ক্রীড়ামন্ত্রী বলেন, ‘তারা আমাদের কাছে ক্রিকেটের সহযোগিতা চেয়েছে। আমি তাদের নিশ্চয়তা দিয়েছি কিউরেটর থেকে শুরু করে যা প্রয়োজন—আমরা দিতে প্রস্তুত। প্রয়োজনে আমাদের ক্রিকেটাররাও সেখানে গিয়ে খেলবে। ক্রিকেটের পাশাপাশি তারা কাবাডি নিয়েও আগ্রহ প্রকাশ করেছে। বাংলাদেশের জাতীয় খেলায় তারা একবার অংশ নিয়েছিল। কাবাডিতেও সাহায্য করতে পারি।’
২০২২ কাতার বিশ্বকাপের সময় বাংলাদেশের ফুটবল উন্মাদনা ভালো করে দেখার সৌভাগ্য হয়েছিল আর্জেন্টিনার। আর্জেন্টিনার ম্যাচের সময় বাংলাদেশের ভক্ত-সমর্থকদের উচ্ছ্বাস বেশ ফলাও করে সামাজিকমাধ্যমে প্রচার করেন আর্জেন্টাইনরা। লিওনেল মেসিরা সেই বিশ্বকাপ জেতার পর তাদের বিভিন্ন ঘরোয়া টুর্নামেন্টে বাংলাদেশকে উপস্থাপন করে দারুণভাবে।
বিশ্বকাপ জয়ের পর গত বছরের জুলাইয়ে বাংলাদেশে ঘুরে গেছেন গোল্ডেন গ্লাভস প্রাপ্ত আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। বাংলাদেশ সফরে এসে মুগ্ধতা ছড়িয়েছেন তিনি। মেসি-মার্তিনেজদের দেশের রাষ্ট্রদূত মার্সেলো সি সেসা এবার এসেছেন বাংলাদেশ সফরে। সচিবালয়ে আজ দুপুরে বাংলাদেশের যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সি সেসা। পাপন ও সি সেসার মধ্যে হয় অনেক আলাপ-আলোচনা। সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের পাপন বলেন, ‘ফুটবলে তারা বিশ্ব চ্যাম্পিয়ন। অনেক ঐতিহ্য তাদের। আমরা তাদের কাছ থেকে কোচ নিতে পারি। আমাদের ছেলে-মেয়েরা সেখানে গিয়ে প্রশিক্ষণ নিতে পারে। হকিতে আমাদের সম্ভাবনা রয়েছে। আবার তারাও হকিতে বিশ্ব মানের। হকি নিয়ে তাদেরও আগ্রহ আছে। আমরা তাদের কী দিতে পারি আবার তাদেরকে আমরা কী দিতে পারি—এসব ব্যাপারে বিস্তারিত তথ্য একে অন্যকে দেব।’
ফুটবল ও ক্রিকেট—দুই খেলায় বাংলাদেশ ও আর্জেন্টিনার তুলনা করলে ক্রিকেটে এগিয়ে থাকবে বাংলাদেশ। বাংলাদেশ টেস্ট মর্যাদা পেলেও আর্জেন্টিনা আইসিসির সহযোগী সদস্য। বাংলাদেশের কাছে আর্জেন্টিনা ক্রিকেটের পাশাপাশি হকি নিয়ে আগ্রহ প্রকাশ করেছে বলে জানান পাপন। যুব ও ক্রীড়ামন্ত্রী বলেন, ‘তারা আমাদের কাছে ক্রিকেটের সহযোগিতা চেয়েছে। আমি তাদের নিশ্চয়তা দিয়েছি কিউরেটর থেকে শুরু করে যা প্রয়োজন—আমরা দিতে প্রস্তুত। প্রয়োজনে আমাদের ক্রিকেটাররাও সেখানে গিয়ে খেলবে। ক্রিকেটের পাশাপাশি তারা কাবাডি নিয়েও আগ্রহ প্রকাশ করেছে। বাংলাদেশের জাতীয় খেলায় তারা একবার অংশ নিয়েছিল। কাবাডিতেও সাহায্য করতে পারি।’
দক্ষিণ আফ্রিকাকে হারিয়েই জিম্বাবুয়েতে অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় ওয়ানডে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ। পরের ম্যাচে হারিয়েছিল স্বাগতিক জিম্বাবুয়েকে। কিন্তু এই জয়ের ধারা আর গতকাল ধরে রাখতে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৫ উইকেটে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গেছে বাংলাদেশ।
৩৭ মিনিট আগেজাতীয় বক্সিংয়ে আজ ছিল শেষদিন। মেয়েদের ৫২ কেজি ওজন শ্রেণির ফাইনালের দিকেই নজর ছিল বেশি। যেখানে জাতীয় ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকারের বোন আফরা খন্দকারকে হারিয়ে সোনা জিতেছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী বক্সার জিনাত ফেরদৌস।
২ ঘণ্টা আগেপ্রায় এক বছর ধরে জাতীয় দলের বাইরে সাকিব আল হাসান। রাজনৈতিক কারণে দেশেও ফিরতে পারছেন না। ফলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অধীনে কোনো ঘরোয়া কিংবা আন্তর্জাতিক ম্যাচেও খেলা হচ্ছে না তাঁর। নিজে না খেললেও সতীর্থদের খেলা দেখছেন, সুযোগ পেলে দিচ্ছেন পরামর্শও।
৩ ঘণ্টা আগেপাওয়ার হিটিং কোচ হিসেবে জুলিয়ান রস উডের খ্যাতি রয়েছে। বিশেষ করে, বর্তমানে সীমিত ওভারের ক্রিকেটে ডেথ ওভারে হার্ড হিটিং করতে যে টেকনিক দরকার, সেটা এখন শ্রীলঙ্কার ক্রিকেটারদের শেখাচ্ছেন উড। শিগগিরই এই পাওয়ার হিটিং কোচ বাংলাদেশে আসবেন বলে শোনা যাচ্ছে।
৪ ঘণ্টা আগে