তিনটি ফিফটি হলেও ব্যাটাররা তেমন কোনো ঝড় তুলতে পারেননি। ৮ নম্বরে ব্যাটিংয়ে নেমে মিচেল স্যান্টনার খেলেছেন ১৭ বলে ৩৬ রানের অপরাজিত এক ঝোড়ো ইনিংস। ইনিংসে ছিল দুটি ছক্কা ও তিনটি চারের বাউন্ডারি। এর সৌজন্যে তিন শ ছাড়ানো স্কোর পায় নিউজিল্যান্ড।
বোলিংয়ে—নতুন বলে পেস বোলাররা নিয়েছিলেন শুধু এক উইকেট। ষষ্ঠ ওভারে বিক্রমজিৎ সিংকে বোল্ড করেন ম্যাট হেনরি। এর পরে ৪৫ ওভারের আগ পর্যন্ত আর কোনো উইকেট পায়নি নিউজিল্যান্ডের কঠিন পেস ব্যাটারি। মাঝের ওভারে নেদারল্যান্ডসের ব্যাটারদের একাই ভুগিয়েছেন মিচেল স্যান্টনার।
১০ ওভারে ৫৯ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন এই বাঁহাতি স্পিনার। এর মধ্যে ছিল দুই টপ অর্ডার ম্যাক্স ও’ডাউড-কলিন অ্যাকারমান, মিডল অর্ডার ব্যাটার ও অধিনায়ক স্কট এডওয়ার্ডস, রল্ফ ফন ডার মারউই ও রায়ান কেইনের উইকেট। স্যান্টনারের ওয়ানডে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ৫ উইকেট এটি। ৬৯ রানের ইনিংস খেলে বাধা হয়ে ওঠা আকারম্যানকেও ফিরিয়েছেন তিনি।
ব্যাটিং-বোলিংয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে ম্যাচ সেরার পুরস্কারও হাতে তুলেছেন স্যান্টনার। বিশ্বকাপে দুই ম্যাচে তাঁর ঝুলিতে জমা হলো ৭ উইকেট। এ পর্যন্ত সর্বোচ্চ উইকেটশিকারি স্যান্টনারই। তবে জয়ের কৃতিত্ব সব সতীর্থকেই দিয়েছেন তিনি। ম্যাচসেরার পুরস্কার নিতে গিয়ে স্যান্টনার বলেছেন, ‘খুব খারাপ না, ব্যাট হাতে ছেলেদের কৃতিত্ব রয়েছে, তারা দলকে একটি ভালো অবস্থানে নিয়ে গেছে। মাঝখানে কিছুটা নড়বড়ে ছিল। কিন্তু শেষে আমরা ৩২০ পেরোনো ভালো স্কোর পেয়েছি। রাতে বল কিছুটা স্কিড করছিল। কিন্তু আমরা ভালো বোলিং করেছি। আজকের রাতটা ভালো ছিল, অনেক পেয়েছি। তবে আমি সেরা বোলিং করিনি, তবু পুরস্কার পেয়ে খুশি।’
তিনটি ফিফটি হলেও ব্যাটাররা তেমন কোনো ঝড় তুলতে পারেননি। ৮ নম্বরে ব্যাটিংয়ে নেমে মিচেল স্যান্টনার খেলেছেন ১৭ বলে ৩৬ রানের অপরাজিত এক ঝোড়ো ইনিংস। ইনিংসে ছিল দুটি ছক্কা ও তিনটি চারের বাউন্ডারি। এর সৌজন্যে তিন শ ছাড়ানো স্কোর পায় নিউজিল্যান্ড।
বোলিংয়ে—নতুন বলে পেস বোলাররা নিয়েছিলেন শুধু এক উইকেট। ষষ্ঠ ওভারে বিক্রমজিৎ সিংকে বোল্ড করেন ম্যাট হেনরি। এর পরে ৪৫ ওভারের আগ পর্যন্ত আর কোনো উইকেট পায়নি নিউজিল্যান্ডের কঠিন পেস ব্যাটারি। মাঝের ওভারে নেদারল্যান্ডসের ব্যাটারদের একাই ভুগিয়েছেন মিচেল স্যান্টনার।
১০ ওভারে ৫৯ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন এই বাঁহাতি স্পিনার। এর মধ্যে ছিল দুই টপ অর্ডার ম্যাক্স ও’ডাউড-কলিন অ্যাকারমান, মিডল অর্ডার ব্যাটার ও অধিনায়ক স্কট এডওয়ার্ডস, রল্ফ ফন ডার মারউই ও রায়ান কেইনের উইকেট। স্যান্টনারের ওয়ানডে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ৫ উইকেট এটি। ৬৯ রানের ইনিংস খেলে বাধা হয়ে ওঠা আকারম্যানকেও ফিরিয়েছেন তিনি।
ব্যাটিং-বোলিংয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে ম্যাচ সেরার পুরস্কারও হাতে তুলেছেন স্যান্টনার। বিশ্বকাপে দুই ম্যাচে তাঁর ঝুলিতে জমা হলো ৭ উইকেট। এ পর্যন্ত সর্বোচ্চ উইকেটশিকারি স্যান্টনারই। তবে জয়ের কৃতিত্ব সব সতীর্থকেই দিয়েছেন তিনি। ম্যাচসেরার পুরস্কার নিতে গিয়ে স্যান্টনার বলেছেন, ‘খুব খারাপ না, ব্যাট হাতে ছেলেদের কৃতিত্ব রয়েছে, তারা দলকে একটি ভালো অবস্থানে নিয়ে গেছে। মাঝখানে কিছুটা নড়বড়ে ছিল। কিন্তু শেষে আমরা ৩২০ পেরোনো ভালো স্কোর পেয়েছি। রাতে বল কিছুটা স্কিড করছিল। কিন্তু আমরা ভালো বোলিং করেছি। আজকের রাতটা ভালো ছিল, অনেক পেয়েছি। তবে আমি সেরা বোলিং করিনি, তবু পুরস্কার পেয়ে খুশি।’
লিওনেল মেসির ম্যাচ মানেই যেন নিত্যনতুন রেকর্ড। ক্লাব ফুটবল, আন্তর্জাতিক ফুটবল—আর্জেন্টাইন তারকা ফুটবলার খেললেই রেকর্ড হয়ে যায়। দল, ব্যক্তিগত রেকর্ড ছাপিয়ে দর্শকেরও রেকর্ড দেখা যায়। কারণ, কিংবদন্তি মেসিকে দেখতেই স্টেডিয়ামে আসেন কয়েক হাজার দর্শক।
৩৮ মিনিট আগেচার বছর পর টেস্ট খেলতে নামছে বাংলাদেশ-জিম্বাবুয়ে। সিলেটে আজ শুরু হচ্ছে দুই ম্যাচের টেস্ট সিরিজ। প্রথম টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
১ ঘণ্টা আগেঅনুশীলন শেষে কাল টিম বাসে ওঠার আগে মুশফিকুর রহিম উইকেট একটু দেখে এলেন। সবুজাভ উইকেট দেখে ঢাকা থেকে উড়ে যাওয়া কিউরেটর গামিনি ডি সিলভার সঙ্গে হালকা রসিকতাও বুঝি করলেন বাংলাদেশ দলের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটার।
২ ঘণ্টা আগেপ্রবাসী ফুটবলারদের নিয়ে উন্মাদনার মাত্রা ধীরে ধীরে বাড়ছেই। বিশেষ করে হামজা চৌধুরীর অভিষেকের পর অনেক প্রবাসী ফুটবলার এখন আলোচনায়। কানাডা প্রবাসী সমিত সোমের পাশাপাশি এবার কিউবা মিচেলকে খেলানোর চেষ্টায় রয়েছে বাফুফে।
১২ ঘণ্টা আগে