Ajker Patrika

এক সপ্তাহের মধ্যে বোর্ড সভা ডেকেছেন নতুন বিসিবি সভাপতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৭ আগস্ট ২০২৪, ১৬: ৪৩
এক সপ্তাহের মধ্যে বোর্ড সভা ডেকেছেন নতুন বিসিবি সভাপতি

দায়িত্ব নেওয়ার এক সপ্তাহের মধ্যে পরিচালনা পর্ষদের সভা ডেকেছেন বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ।বোর্ড সভা হবে পরশু বেলা ৩টায়। ফারুকের সভাপতিত্বে নতুন বোর্ড সভায় গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে শোনা যাচ্ছে।

প্রথম ক্রিকেটার হিসেবে বিসিবির সভাপতি ফারুক হয়েছেন ২১ আগস্ট। জরুরি সেই সভা হয়েছিল সচিবালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে। নতুন সভাপতির নেতৃত্বে এবারের বোর্ড সভা বিসিবির কার্যালয়েই হচ্ছে। বিসিবি সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলনে আওয়ামী সরকারের পতনের পর ইসমাইল হায়দার মল্লিক, নাঈমুর রহমান দুর্জয়সহ আত্মগোপনে থাকা বোর্ড পরিচালকেরা পদত্যাগ করতে পারেন কিংবা সামনে জায়গাও হারাতে পারেন। কারণ, টানা তিন বোর্ড সভায় অনুপস্থিত থাকলে ফারুক জরুরি ভিত্তিতে বোর্ড সভা ডাকবেন অনুপস্থিত পরিচালকদের জন্য। জরুরি সভায়ও যোগ না দিলে পরিচালকের পদ এমনি বাতিল হয়ে যাবে।

মল্লিক, দুর্জয়ের পাশাপাশি পদ হারানোর ঝুঁকিতে আছেন ওবেদ রশীদ নিজাম, এনায়েত হোসেন সিরাজ, গাজী গোলাম মর্তুজা, শফিউর রহমান চৌধুরী নাদেল, আ জ ম নাসিরদের মতো বোর্ড পরিচালকেরাও। তাতে আগামীকালের বোর্ড সভায় পরিচালকদের উপস্থিত থাকা একরকম বাধ্যতামূলক। নাসির এর আগে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ছিলেন।   

বিসিবির গত সপ্তাহের জরুরি সভায় নাজমুল হাসান পাপন ই-মেইলে নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দেন। সেই সভায়ও দেখা যায়নি বিসিবির অনেক বোর্ড পরিচালককে। জরুরি বোর্ড সভায় ফারুক বিসিবির ১৫তম সভাপতি হওয়ার পর নাজমুল আবেদীন ফাহিম বোর্ড পরিচালক হয়েছে। কোন গঠনতন্ত্র মেনে বিসিবিতে ফারুক-ফাহিমরা এসেছেন, সেটার ব্যাখ্যাও পরে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত