ক্রীড়া ডেস্ক
আফগানিস্তানের ইতিহাসে এটাই প্রথম চ্যাম্পিয়নস ট্রফি। আইসিসির এই ইভেন্টে বাজেভাবেই শুরুটা করল আফগানরা। দক্ষিণ আফ্রিকার কাছে পাত্তা পায়নি হাশমাতুল্লাহ শাহিদীর আফগানিস্তান। আফগানদের এমন বড় ব্যবধানে হারের লজ্জা ১০ বছর আগে দিয়েছিল বাংলাদেশ।
করাচি ন্যাশনাল স্টেডিয়ামে গতকাল টস জিতে প্রথমে ব্যাটিং নিয়ে দক্ষিণ আফ্রিকা করেছে ৬ উইকেটে ৩১৫ রান। ৩১৬ রানের পাহাড়সমান লক্ষ্যে নামা আফগানিস্তান অলআউট হয়েছে ৪৩.৩ ওভারে ২০৮ রানে। রহমত শাহর ৯০ রান ছাড়া আর কোনো আফগান ব্যাটারের ২০ রানের ইনিংসও ছিল না। ১০৭ রানে হেরে আইসিসির ওয়ানডে টুর্নামেন্টে ১০০ বা তার বেশি রানে পাঁচবার হারের রেকর্ড গড়ল আফগানিস্তান। আফগানদের এর আগের চারটি বিব্রতকর হারের ঘটনা ওয়ানডে বিশ্বকাপে ঘটেছে। যার মধ্যে রয়েছে বাংলাদেশও। ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে ক্যানবেরার ম্যানুকা ওভালে আফগানদের ১০৫ রানে হারিয়েছিল মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বাধীন বাংলাদেশ।
আফগানিস্তানের ওয়ানডে বিশ্বকাপে অভিষেক হয়েছে ২০১৫ সালে। সেবার পার্থে অস্ট্রেলিয়ার কাছে ২৭৫ রানে হেরেছিল আফগানরা। যা এখন পর্যন্ত আইসিসির ওয়ানডে টুর্নামেন্টে আফগানদের সবচেয়ে বেশি রানে হারের রেকর্ড। এশিয়ার দলটির ১০০ বা তার বেশি রানে পরাজয়ের বিব্রতকর অন্য দুই ঘটনা রয়েছে ২০১৯ ও ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে। ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডের কাছে ১৫০ রানে হেরেছিল আফগানিস্তান। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে আফগানদের ১৪৯ রানে হারিয়েছিল নিউজিল্যান্ড। আফগানিস্তান-নিউজিল্যান্ড ম্যাচটি হয়েছিল চেন্নাইয়ে।
২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে এখন পর্যন্ত পাঁচ সেঞ্চুরি রয়েছে। যার মধ্যে করাচিতে পাকিস্তানের বিপক্ষেই নিউজিল্যান্ডের দুই ব্যাটার টম লাথাম ও উইল ইয়াং সেঞ্চুরি করেছেন। এরপর দুবাইয়ে ভারতের বিপক্ষে সেঞ্চুরি করেছেন বাংলাদেশের তাওহীদ হৃদয়। এই ম্যাচেই হৃদয়ের সেঞ্চুরি ম্লান করে ম্যাচ জেতানো সেঞ্চুরি করেন ভারতের শুবমান গিল। গতকাল করাচিতে রায়ান রিকেলটন ১০৬ বলে ১০৩ রানের ইনিংস খেলে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন। আর রহমত ৯০ রানে আউট হয়ে আফগানিস্তানের ইতিহাসে ষষ্ঠবার ওয়ানডেতে নার্ভাস নাইন্টিতে কাটা পড়লেন। ছয়বারের মধ্যে দুটিই আফগান এই ব্যাটারের।
কত রানে হার | প্রতিপক্ষ | ভেন্যু | টুর্নামেন্ট |
---|---|---|---|
২৭৫ | অস্ট্রেলিয়া | পার্থ | ২০১৫ ওয়ানডে বিশ্বকাপ |
১৫০ | ইংল্যান্ড | ম্যানচেস্টার | ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ |
১৪৯ | নিউজিল্যান্ড | চেন্নাই | ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ |
১০৭ | দক্ষিণ আফ্রিকা | করাচি | ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি |
১০৫ | বাংলাদেশ | ক্যানবেরা | ২০১৫ ওয়ানডে বিশ্বকাপ |
আফগানিস্তানের ইতিহাসে এটাই প্রথম চ্যাম্পিয়নস ট্রফি। আইসিসির এই ইভেন্টে বাজেভাবেই শুরুটা করল আফগানরা। দক্ষিণ আফ্রিকার কাছে পাত্তা পায়নি হাশমাতুল্লাহ শাহিদীর আফগানিস্তান। আফগানদের এমন বড় ব্যবধানে হারের লজ্জা ১০ বছর আগে দিয়েছিল বাংলাদেশ।
করাচি ন্যাশনাল স্টেডিয়ামে গতকাল টস জিতে প্রথমে ব্যাটিং নিয়ে দক্ষিণ আফ্রিকা করেছে ৬ উইকেটে ৩১৫ রান। ৩১৬ রানের পাহাড়সমান লক্ষ্যে নামা আফগানিস্তান অলআউট হয়েছে ৪৩.৩ ওভারে ২০৮ রানে। রহমত শাহর ৯০ রান ছাড়া আর কোনো আফগান ব্যাটারের ২০ রানের ইনিংসও ছিল না। ১০৭ রানে হেরে আইসিসির ওয়ানডে টুর্নামেন্টে ১০০ বা তার বেশি রানে পাঁচবার হারের রেকর্ড গড়ল আফগানিস্তান। আফগানদের এর আগের চারটি বিব্রতকর হারের ঘটনা ওয়ানডে বিশ্বকাপে ঘটেছে। যার মধ্যে রয়েছে বাংলাদেশও। ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে ক্যানবেরার ম্যানুকা ওভালে আফগানদের ১০৫ রানে হারিয়েছিল মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বাধীন বাংলাদেশ।
আফগানিস্তানের ওয়ানডে বিশ্বকাপে অভিষেক হয়েছে ২০১৫ সালে। সেবার পার্থে অস্ট্রেলিয়ার কাছে ২৭৫ রানে হেরেছিল আফগানরা। যা এখন পর্যন্ত আইসিসির ওয়ানডে টুর্নামেন্টে আফগানদের সবচেয়ে বেশি রানে হারের রেকর্ড। এশিয়ার দলটির ১০০ বা তার বেশি রানে পরাজয়ের বিব্রতকর অন্য দুই ঘটনা রয়েছে ২০১৯ ও ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে। ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডের কাছে ১৫০ রানে হেরেছিল আফগানিস্তান। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে আফগানদের ১৪৯ রানে হারিয়েছিল নিউজিল্যান্ড। আফগানিস্তান-নিউজিল্যান্ড ম্যাচটি হয়েছিল চেন্নাইয়ে।
২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে এখন পর্যন্ত পাঁচ সেঞ্চুরি রয়েছে। যার মধ্যে করাচিতে পাকিস্তানের বিপক্ষেই নিউজিল্যান্ডের দুই ব্যাটার টম লাথাম ও উইল ইয়াং সেঞ্চুরি করেছেন। এরপর দুবাইয়ে ভারতের বিপক্ষে সেঞ্চুরি করেছেন বাংলাদেশের তাওহীদ হৃদয়। এই ম্যাচেই হৃদয়ের সেঞ্চুরি ম্লান করে ম্যাচ জেতানো সেঞ্চুরি করেন ভারতের শুবমান গিল। গতকাল করাচিতে রায়ান রিকেলটন ১০৬ বলে ১০৩ রানের ইনিংস খেলে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন। আর রহমত ৯০ রানে আউট হয়ে আফগানিস্তানের ইতিহাসে ষষ্ঠবার ওয়ানডেতে নার্ভাস নাইন্টিতে কাটা পড়লেন। ছয়বারের মধ্যে দুটিই আফগান এই ব্যাটারের।
কত রানে হার | প্রতিপক্ষ | ভেন্যু | টুর্নামেন্ট |
---|---|---|---|
২৭৫ | অস্ট্রেলিয়া | পার্থ | ২০১৫ ওয়ানডে বিশ্বকাপ |
১৫০ | ইংল্যান্ড | ম্যানচেস্টার | ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ |
১৪৯ | নিউজিল্যান্ড | চেন্নাই | ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ |
১০৭ | দক্ষিণ আফ্রিকা | করাচি | ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি |
১০৫ | বাংলাদেশ | ক্যানবেরা | ২০১৫ ওয়ানডে বিশ্বকাপ |
দলের পারফরম্যান্স যেমনই হোক, কোচকে সব সময় থাকতে হয় তটস্থ। দল ভালো করলে যেমন হাততালি পাওয়া যায়, তেমনি বাজে পারফরম্যান্সে সব দোষ যেন কোচের ঘাড়ের ওপর গিয়ে পড়ে। বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন তা-ই মনে করেন।
২৫ মিনিট আগেনিউজিল্যান্ডের বিপক্ষে এখন পর্যন্ত জিম্বাবুয়ে ১৭ টেস্ট খেলেছে। যার মধ্যে কিউইরা জিতেছে ১১ ম্যাচ। বাকি ৬ টেস্ট ড্র হয়েছে। এবার জিম্বাবুয়ে নামছে ভিন্ন গল্প লেখার আশায়। বাংলাদেশ সময় আজ বেলা ২টায় শুরু হবে জিম্বাবুয়ে-নিউজিল্যান্ড সিরিজের প্রথম টেস্ট। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
১ ঘণ্টা আগেবাংলাদেশ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন হয়েছেন গত বছরের নভেম্বরে। তিনি এই পদে আসার পর আট মাসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) কত কিছুই তো ঘটেছে। ফারুক আহমেদের জায়গায় এ বছরের মে মাসে বিসিবির সভাপতি হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল।
১ ঘণ্টা আগেলুকা মদরিচ রিয়াল মাদ্রিদের জার্সি ছাড়ার পরই কে পরবেন ১০ নম্বর জার্সি—এই প্রশ্নটা ছিল অনেকেরই। অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান হলো গত রাতে। রিয়ালের ১০ নম্বর জার্সি এবার পরবেন তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে।
২ ঘণ্টা আগে