ক্রীড়া ডেস্ক
আফগানিস্তানের ইতিহাসে এটাই প্রথম চ্যাম্পিয়নস ট্রফি। আইসিসির এই ইভেন্টে বাজেভাবেই শুরুটা করল আফগানরা। দক্ষিণ আফ্রিকার কাছে পাত্তা পায়নি হাশমাতুল্লাহ শাহিদীর আফগানিস্তান। আফগানদের এমন বড় ব্যবধানে হারের লজ্জা ১০ বছর আগে দিয়েছিল বাংলাদেশ।
করাচি ন্যাশনাল স্টেডিয়ামে গতকাল টস জিতে প্রথমে ব্যাটিং নিয়ে দক্ষিণ আফ্রিকা করেছে ৬ উইকেটে ৩১৫ রান। ৩১৬ রানের পাহাড়সমান লক্ষ্যে নামা আফগানিস্তান অলআউট হয়েছে ৪৩.৩ ওভারে ২০৮ রানে। রহমত শাহর ৯০ রান ছাড়া আর কোনো আফগান ব্যাটারের ২০ রানের ইনিংসও ছিল না। ১০৭ রানে হেরে আইসিসির ওয়ানডে টুর্নামেন্টে ১০০ বা তার বেশি রানে পাঁচবার হারের রেকর্ড গড়ল আফগানিস্তান। আফগানদের এর আগের চারটি বিব্রতকর হারের ঘটনা ওয়ানডে বিশ্বকাপে ঘটেছে। যার মধ্যে রয়েছে বাংলাদেশও। ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে ক্যানবেরার ম্যানুকা ওভালে আফগানদের ১০৫ রানে হারিয়েছিল মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বাধীন বাংলাদেশ।
আফগানিস্তানের ওয়ানডে বিশ্বকাপে অভিষেক হয়েছে ২০১৫ সালে। সেবার পার্থে অস্ট্রেলিয়ার কাছে ২৭৫ রানে হেরেছিল আফগানরা। যা এখন পর্যন্ত আইসিসির ওয়ানডে টুর্নামেন্টে আফগানদের সবচেয়ে বেশি রানে হারের রেকর্ড। এশিয়ার দলটির ১০০ বা তার বেশি রানে পরাজয়ের বিব্রতকর অন্য দুই ঘটনা রয়েছে ২০১৯ ও ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে। ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডের কাছে ১৫০ রানে হেরেছিল আফগানিস্তান। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে আফগানদের ১৪৯ রানে হারিয়েছিল নিউজিল্যান্ড। আফগানিস্তান-নিউজিল্যান্ড ম্যাচটি হয়েছিল চেন্নাইয়ে।
২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে এখন পর্যন্ত পাঁচ সেঞ্চুরি রয়েছে। যার মধ্যে করাচিতে পাকিস্তানের বিপক্ষেই নিউজিল্যান্ডের দুই ব্যাটার টম লাথাম ও উইল ইয়াং সেঞ্চুরি করেছেন। এরপর দুবাইয়ে ভারতের বিপক্ষে সেঞ্চুরি করেছেন বাংলাদেশের তাওহীদ হৃদয়। এই ম্যাচেই হৃদয়ের সেঞ্চুরি ম্লান করে ম্যাচ জেতানো সেঞ্চুরি করেন ভারতের শুবমান গিল। গতকাল করাচিতে রায়ান রিকেলটন ১০৬ বলে ১০৩ রানের ইনিংস খেলে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন। আর রহমত ৯০ রানে আউট হয়ে আফগানিস্তানের ইতিহাসে ষষ্ঠবার ওয়ানডেতে নার্ভাস নাইন্টিতে কাটা পড়লেন। ছয়বারের মধ্যে দুটিই আফগান এই ব্যাটারের।
কত রানে হার | প্রতিপক্ষ | ভেন্যু | টুর্নামেন্ট |
---|---|---|---|
২৭৫ | অস্ট্রেলিয়া | পার্থ | ২০১৫ ওয়ানডে বিশ্বকাপ |
১৫০ | ইংল্যান্ড | ম্যানচেস্টার | ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ |
১৪৯ | নিউজিল্যান্ড | চেন্নাই | ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ |
১০৭ | দক্ষিণ আফ্রিকা | করাচি | ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি |
১০৫ | বাংলাদেশ | ক্যানবেরা | ২০১৫ ওয়ানডে বিশ্বকাপ |
আফগানিস্তানের ইতিহাসে এটাই প্রথম চ্যাম্পিয়নস ট্রফি। আইসিসির এই ইভেন্টে বাজেভাবেই শুরুটা করল আফগানরা। দক্ষিণ আফ্রিকার কাছে পাত্তা পায়নি হাশমাতুল্লাহ শাহিদীর আফগানিস্তান। আফগানদের এমন বড় ব্যবধানে হারের লজ্জা ১০ বছর আগে দিয়েছিল বাংলাদেশ।
করাচি ন্যাশনাল স্টেডিয়ামে গতকাল টস জিতে প্রথমে ব্যাটিং নিয়ে দক্ষিণ আফ্রিকা করেছে ৬ উইকেটে ৩১৫ রান। ৩১৬ রানের পাহাড়সমান লক্ষ্যে নামা আফগানিস্তান অলআউট হয়েছে ৪৩.৩ ওভারে ২০৮ রানে। রহমত শাহর ৯০ রান ছাড়া আর কোনো আফগান ব্যাটারের ২০ রানের ইনিংসও ছিল না। ১০৭ রানে হেরে আইসিসির ওয়ানডে টুর্নামেন্টে ১০০ বা তার বেশি রানে পাঁচবার হারের রেকর্ড গড়ল আফগানিস্তান। আফগানদের এর আগের চারটি বিব্রতকর হারের ঘটনা ওয়ানডে বিশ্বকাপে ঘটেছে। যার মধ্যে রয়েছে বাংলাদেশও। ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে ক্যানবেরার ম্যানুকা ওভালে আফগানদের ১০৫ রানে হারিয়েছিল মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বাধীন বাংলাদেশ।
আফগানিস্তানের ওয়ানডে বিশ্বকাপে অভিষেক হয়েছে ২০১৫ সালে। সেবার পার্থে অস্ট্রেলিয়ার কাছে ২৭৫ রানে হেরেছিল আফগানরা। যা এখন পর্যন্ত আইসিসির ওয়ানডে টুর্নামেন্টে আফগানদের সবচেয়ে বেশি রানে হারের রেকর্ড। এশিয়ার দলটির ১০০ বা তার বেশি রানে পরাজয়ের বিব্রতকর অন্য দুই ঘটনা রয়েছে ২০১৯ ও ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে। ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডের কাছে ১৫০ রানে হেরেছিল আফগানিস্তান। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে আফগানদের ১৪৯ রানে হারিয়েছিল নিউজিল্যান্ড। আফগানিস্তান-নিউজিল্যান্ড ম্যাচটি হয়েছিল চেন্নাইয়ে।
২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে এখন পর্যন্ত পাঁচ সেঞ্চুরি রয়েছে। যার মধ্যে করাচিতে পাকিস্তানের বিপক্ষেই নিউজিল্যান্ডের দুই ব্যাটার টম লাথাম ও উইল ইয়াং সেঞ্চুরি করেছেন। এরপর দুবাইয়ে ভারতের বিপক্ষে সেঞ্চুরি করেছেন বাংলাদেশের তাওহীদ হৃদয়। এই ম্যাচেই হৃদয়ের সেঞ্চুরি ম্লান করে ম্যাচ জেতানো সেঞ্চুরি করেন ভারতের শুবমান গিল। গতকাল করাচিতে রায়ান রিকেলটন ১০৬ বলে ১০৩ রানের ইনিংস খেলে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন। আর রহমত ৯০ রানে আউট হয়ে আফগানিস্তানের ইতিহাসে ষষ্ঠবার ওয়ানডেতে নার্ভাস নাইন্টিতে কাটা পড়লেন। ছয়বারের মধ্যে দুটিই আফগান এই ব্যাটারের।
কত রানে হার | প্রতিপক্ষ | ভেন্যু | টুর্নামেন্ট |
---|---|---|---|
২৭৫ | অস্ট্রেলিয়া | পার্থ | ২০১৫ ওয়ানডে বিশ্বকাপ |
১৫০ | ইংল্যান্ড | ম্যানচেস্টার | ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ |
১৪৯ | নিউজিল্যান্ড | চেন্নাই | ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ |
১০৭ | দক্ষিণ আফ্রিকা | করাচি | ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি |
১০৫ | বাংলাদেশ | ক্যানবেরা | ২০১৫ ওয়ানডে বিশ্বকাপ |
চ্যাম্পিয়নস ট্রফির জন্য প্রথমে শক্তিশালী দলই ঘোষণা করেছিল অস্ট্রেলিয়া। কিন্তু ইনজুরি-অবসর মিলিয়ে স্কোয়াড থেকে সরে দাঁড়ান নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্সসহ পাঁচ তারকা। তাই ফেবারিটের তালিকা থেকে তাদের নাম মুছে দেন অনেকেই। কিন্তু ৫০ ওভারের টুর্নামেন্ট বলে কথা, চাইলেই কি আর অস্ট্রেলিয়াকে হিসেবের বাইরে ফেলা
৯ ঘণ্টা আগেব্যাটিং ধস বাংলাদেশ দলের কাছে নতুন আর কী! দুবাইয়ে চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে সেই একই দৃশ্য দেখা গেছে। নিমেষেই অদৃশ্য হয়ে গেল বাংলাদেশের টপ অর্ডার। ৩৫ রানে ৫ উইকেট হারানো বাংলাদেশের পরে মান বাঁচিয়েছে তাওহীদ হৃদয় আর জাকের আলীর অনবদ্য ব্যাটিং। তাতেও অবশ্য বড় স্কোর গড়া হয়নি। বাংলাদেশ
১২ ঘণ্টা আগে৫১ বছর পর ঘরের মাঠে কাবাডি টেস্ট সিরিজ খেলছে বাংলাদেশ। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে নেপালকে সেভাবে লড়াইয়ের সুযোগই দেয়নি মিজানুর রহমানের দল। পাঁচটি লোনাসহ ৫৩-২৯ পয়েন্ট ব্যবধানে জিতে ম্যাট ছাড়ে তারা।
১২ ঘণ্টা আগেলাহোরে হাইভোল্টেজ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে রানের ইতিহাস গড়ল ইংল্যান্ড। বেন ডাকেটের ক্যারিয়ারসেরা ইনিংসের সৌজন্যে আগে ব্যাটিং করে ৮ উইকেটে ৩৫১ রান তুলেছে তারা। চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসে/সর্বোচ্চ স্কোরও এটি। এত দিন সর্বোচ্চ দলীয় স্কোর ছিল ২০০৪ সালে যুক্তরাষ্ট্রের বিপক্ষে নিউজিল্যান্ডের করা ৩৪৭।
১৩ ঘণ্টা আগে