Ajker Patrika

এবার ৪০ বল ডট খেলার লক্ষ্য বাংলাদেশ কোচের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এবার ৪০ বল ডট খেলার লক্ষ্য বাংলাদেশ কোচের

ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি শেষে সংবাদ সম্মেলনে অতিরিক্ত ডট বল খেলা বেশ বিরক্তি দেখা গেছে নিগার সুলতানা জ্যোতির কথায়। গতকাল সব মিলিয়ে ৬১ বল ডট খেলেছেন বাংলাদেশের ব্যাটাররা। হাতে উইকেট থাকলেও তাই দলীয় স্কোর ১১৪ রানের বেশি হয়নি। 

যে স্কোর ৭ উইকেট হাতে রেখে খুব সহজেই তাড়া করে ফেলেন ভারতের মেয়েরা। আগামীকাল সিরিজ নির্ধারণী ম্যাচের আগে বাংলাদেশের পরিকল্পনায় যত কম ডট বল খেলা যায়। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের কোচ হাসান তিলেকরত্নে জানিয়েছেন, আজ দলের অনুশীলনে এ নিয়ে কথা বলেছেন তাঁরা। ডট বল ক্রমাগত কমিয়ে আনার লক্ষ্যের কথা জানিয়ে তিনি বলেছেন, ‘আজ আমরা দলের মিটিংয়ে ব্যাটিং কীভাবে আরও উন্নতি করা যায় এ নিয়ে আলোচনা করেছি। গতকাল আমরা ৬১ বল ডট খেলেছি। সংখ্যাটা অনেক বড়। আমরা লক্ষ্য স্থির করেছি, সর্বোচ্চ ৪০ বল ডট খেলব। শুরুতে ২১টি কমিয়ে আনতে হবে। উন্নতির জন্য শেখার বিকল্প নেই।’ 

হারলেও প্রথম ম্যাচ থেকে ইতিবাচক ব্যাপার পাওয়ার কথা জানিয়েছেন হাসান। তাঁর মতে, পাওয়ার প্লেতে বেশ আশা জাগানিয়া শুরু ছিল বাংলাদেশের। যদিও শেষ পর্যন্ত ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি মিডলঅর্ডার ব্যাটাররা। হাসান বলেছেন, ‘যদিও আমরা ম্যাচটা হেরেছি, কিন্তু এখানে কিছু ইতিবাচক ব্যাপার আছে। বিশেষ করে প্রথম ৬ ওভারে আমরা ৩৪ রান তুলেছি। আপনারা দেখেছেন স্বর্ণা কতটা ভালো ব্যাটিং করতে পারে। দুর্ভাগ্যজনকভাবে, আমরা দুটো ক্যাচ মিস করেছি। আমরা ৬১ বলের মতো ডট খেলেছি। আমরা এই ভুলগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করছি। আশা করি, আগামীকাল ভালোভাবে ঘুরে দাঁড়াতে পারব।’ 

একদিন আগে পরে বাংলাদেশের পুরুষ ও নারী দুই দলই হেরেছে। তবে এটাকে খারাপ সময়ের বেশি কিছু দেখতে রাজি নন হাসান। তিনি বলেছেন, ‘এটা অনিশ্চয়তার খেলা। একদিন জিতবেন, একদিন হারবেন। এটাই নিয়ম। আপনার পদ্ধতি যদি ঠিক থাকে, তাহলে ফল আজ না হোক কাল আসবে। এটা একটা খারাপ দিন ছিল।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত