নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে
ওয়ানডে সিরিজ জিতে টি-টোয়েন্টি সিরিজ হারের ‘প্রতিশোধ’ নেওয়ার সুযোগ বাংলাদেশ দলের। অন্যদিকে লঙ্কানদের বাঁচাতে হবে সিরিজ। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ দ্বিতীয় ওয়ানডেতে ম্যাচে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক কুশল মেন্ডিস।
দ্বিতীয় ওয়ানডের একাদশে কোনো পরিবর্তন নেই বাংলাদেশের। বিপরীতে লঙ্কানরা এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে। মাহেশ তিকশানাকে বাদ দিয়ে নিয়েছে দুনিত ভেল্লালাগেকে।
প্রথম ওয়ানডের মতো বাংলাদেশের একাদশে তিন পেসার ও দুই স্পিনার। তাসকিন আহমেদ, শরীফুল ইসলামের সঙ্গে পেস আক্রমণে তানজিম হাসান সাকিব রয়েছেন। তিন পেসারই দুর্দান্ত বোলিং করেছেন প্রথম ম্যাচে। স্পিনে মেহেদী হাসান মিরাজের সঙ্গী তাইজুল ইসলাম।
শ্রীলঙ্কাও তিন পেসার ও দুই স্পিনার নিয়ে একাদশ গড়েছে। তিন পেসার দিলশান মাদুশঙ্কা, লাহিরু কুমারা ও প্রমোদ মাদুশানের সঙ্গে আছেন আরেক অলরাউন্ডার জানিত লিয়ানাগে। স্পিন আক্রমণে ভেল্লালাগে ও ওয়ানিন্দু হাসারাঙ্গা রয়েছেন।
এই ম্যাচের আগে বাংলাদেশ দলের প্রেরণা ২০২১ সালে লঙ্কানদের বিপক্ষে ২-১ ব্যবধানে হোম সিরিজ জয়। সেবার মিরপুরে প্রথম দুই ম্যাচে হারিয়ে লঙ্কানদের বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জেতার স্বাদ পায় বাংলাদেশ দল। এবার চট্টগ্রামে প্রথম ওয়ানডে জিতে এগিয়ে বাংলাদেশ, আজ দ্বিতীয় ম্যাচে জিতলেই আরেকটি সিরিজ জয় যুক্ত হবে অর্জনের তালিকায়। নিয়মিত অধিনায়ক হিসেবে শান্তর সুযোগ ছন্দ ধরে রেখে নিজের প্রথম ওয়ানডে সিরিজ জয়ের।
দুই দলের আগের ৯টি ওয়ানডে সিরিজে লঙ্কানদের জয় ৬টিতে। ২টি সিরিজ সমতায় আর ১টি সিরিজে জিতেছে বাংলাদেশ। নিজেদের ইতিহাসে দ্বিতীয়বার শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিততে আগে কুশল মেন্ডিসকে থামাতে হবে স্বাগতিক বোলারদের। ভয়ংকর চারিত আসালাঙ্কা আর পাতুম নিশাঙ্কার উইকেটও নিতে হবে দ্রুত। দক্ষতার সঙ্গে মুশফিকদের মোকাবিলা করতে হবে হাসারাঙ্গার ঘূর্ণি-জাদু।
বাংলাদেশের একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব
শ্রীলঙ্কার একাদশ: কুশল মেন্ডিস (অধিনায়ক ও উইকেটকিপার), চারিথ আসালাঙ্কা (সহ-অধিনায়ক), আভিষ্কা ফার্নান্দো, পাথুম নিশাঙ্কা, সাদিরা সামারাবিক্রমা, জানিত লিয়ানাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিত ভেল্লালাগে, দিলশান মাদুশঙ্কা, লাহিরু কুমারা, প্রমোদ মাদুশান
ওয়ানডে সিরিজ জিতে টি-টোয়েন্টি সিরিজ হারের ‘প্রতিশোধ’ নেওয়ার সুযোগ বাংলাদেশ দলের। অন্যদিকে লঙ্কানদের বাঁচাতে হবে সিরিজ। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ দ্বিতীয় ওয়ানডেতে ম্যাচে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক কুশল মেন্ডিস।
দ্বিতীয় ওয়ানডের একাদশে কোনো পরিবর্তন নেই বাংলাদেশের। বিপরীতে লঙ্কানরা এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে। মাহেশ তিকশানাকে বাদ দিয়ে নিয়েছে দুনিত ভেল্লালাগেকে।
প্রথম ওয়ানডের মতো বাংলাদেশের একাদশে তিন পেসার ও দুই স্পিনার। তাসকিন আহমেদ, শরীফুল ইসলামের সঙ্গে পেস আক্রমণে তানজিম হাসান সাকিব রয়েছেন। তিন পেসারই দুর্দান্ত বোলিং করেছেন প্রথম ম্যাচে। স্পিনে মেহেদী হাসান মিরাজের সঙ্গী তাইজুল ইসলাম।
শ্রীলঙ্কাও তিন পেসার ও দুই স্পিনার নিয়ে একাদশ গড়েছে। তিন পেসার দিলশান মাদুশঙ্কা, লাহিরু কুমারা ও প্রমোদ মাদুশানের সঙ্গে আছেন আরেক অলরাউন্ডার জানিত লিয়ানাগে। স্পিন আক্রমণে ভেল্লালাগে ও ওয়ানিন্দু হাসারাঙ্গা রয়েছেন।
এই ম্যাচের আগে বাংলাদেশ দলের প্রেরণা ২০২১ সালে লঙ্কানদের বিপক্ষে ২-১ ব্যবধানে হোম সিরিজ জয়। সেবার মিরপুরে প্রথম দুই ম্যাচে হারিয়ে লঙ্কানদের বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জেতার স্বাদ পায় বাংলাদেশ দল। এবার চট্টগ্রামে প্রথম ওয়ানডে জিতে এগিয়ে বাংলাদেশ, আজ দ্বিতীয় ম্যাচে জিতলেই আরেকটি সিরিজ জয় যুক্ত হবে অর্জনের তালিকায়। নিয়মিত অধিনায়ক হিসেবে শান্তর সুযোগ ছন্দ ধরে রেখে নিজের প্রথম ওয়ানডে সিরিজ জয়ের।
দুই দলের আগের ৯টি ওয়ানডে সিরিজে লঙ্কানদের জয় ৬টিতে। ২টি সিরিজ সমতায় আর ১টি সিরিজে জিতেছে বাংলাদেশ। নিজেদের ইতিহাসে দ্বিতীয়বার শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিততে আগে কুশল মেন্ডিসকে থামাতে হবে স্বাগতিক বোলারদের। ভয়ংকর চারিত আসালাঙ্কা আর পাতুম নিশাঙ্কার উইকেটও নিতে হবে দ্রুত। দক্ষতার সঙ্গে মুশফিকদের মোকাবিলা করতে হবে হাসারাঙ্গার ঘূর্ণি-জাদু।
বাংলাদেশের একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব
শ্রীলঙ্কার একাদশ: কুশল মেন্ডিস (অধিনায়ক ও উইকেটকিপার), চারিথ আসালাঙ্কা (সহ-অধিনায়ক), আভিষ্কা ফার্নান্দো, পাথুম নিশাঙ্কা, সাদিরা সামারাবিক্রমা, জানিত লিয়ানাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিত ভেল্লালাগে, দিলশান মাদুশঙ্কা, লাহিরু কুমারা, প্রমোদ মাদুশান
ফ্লোরিডার লডারহিলে গতকাল জেসন হোল্ডারের শেষ বলের বাউন্ডারিতে ওয়েস্ট ইন্ডিজ টানা ৯ হারের পর জয়ের দেখা পেয়েছিল। তাতে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের আশা তৈরি হয়েছিল উইন্ডিজের। সেই জয়ের রেশ কাটতে না কাটতেই ফের যখন মাঠে নামল উইন্ডিজ, এবার তারা মাঠ ছাড়ল হারের হতাশা নিয়েই।
৫ মিনিট আগেমিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের কিউরেটর হিসেবে গামিনি ডি সিলভাকে নিয়ে আলোচনা-সমালোচনার শেষ নেই। মিরপুরের উইকেটকে ‘মাইনফিল্ডে পরিণত করে বাংলাদেশ দল শক্তিশালী দলের বিপক্ষে মাঝে মধ্যে সাফল্য পেলেও তাতে যতটা না প্রশংসা, তার চেয়ে বেশি নিন্দিত-সমালোচিত হয়েছেন গামিনি।
২৩ মিনিট আগেকোচ হিসেবে মোহাম্মদ আশরাফুল যাত্রা শুরু করেছেন গত বছর। তবে এনসিএল বা জাতীয় লিগের কোচ হলেন প্রথমবার। সেপ্টেম্বরে এনসিএল টি-টোয়েন্টি দিয়ে বরিশালের প্রধান কোচ হিসেবে কাজ শুরু করবেন তিনি।
৩৪ মিনিট আগেরাতে কি ঘুম হবে ইংল্যান্ড দলের। চতুর্থ দিন এমন একটা পর্যায়ে গিয়ে শেষ হয়েছে তাতে ঘুম না হওয়ারই কথা। বৃষ্টির বাগ্ড়ায় ওভাল টেস্টের রোমাঞ্চ গিয়ে ঠেকল শেষ দিনে। ভারতের সিরিজ নাকি ইংল্যান্ডের জয়—এই প্রশ্ন নিয়ে শুরু হবে কালকের খেলা।
১১ ঘণ্টা আগে