Ajker Patrika

একটা জয়ই সবকিছু বদলে দেবে, বিশ্বাস মোসাদ্দেকের 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
একটা জয়ই সবকিছু বদলে দেবে, বিশ্বাস মোসাদ্দেকের 

ত্রিদেশীয় সিরিজে টানা চার হার। আজ বিশ্বকাপ প্রস্তুতি মিশনও শুরু হলো হারে। টানা হারের মধ্যে থাকলে যেটা হয়, মানসিকভাবেও পিছিয়ে পড়ছে বাংলাদেশ। জয়ের আত্মবিশ্বাস দিনকে দিন তলানিতে ঠেকছে। এই মুহূর্তে তাই হন্যে হয়ে একটা জয়ের সন্ধান করছে বাংলাদেশ। 

বাংলাদেশ দলের বিশ্বাস, একটা জয়ই পারবে পুরো দলের চেহারা বদলে দিতে। দলের এই বিশ্বাসের কথা জানিয়েছেন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। আফগানিস্তানের কাছে বিধ্বস্ত হওয়ার পর দলের প্রতিনিধি হয়ে কথা বলেন মোসাদ্দেক। দল মানসিকভাবে পিছিয়ে কি না এমন প্রশ্নে তিনি বলেন, 'এটাতে মানসিকভাবে পিছিয়ে যাওয়ার কিছু নেই। আমাদের একটা জয়ের মুহূর্ত দরকার। জয় এলেই আমি মনে করি পুরো দলের চেহারা বদলে যাবে। সেই বিশ্বাসটা আমার মনে হয় সবার মধ্যে থাকা উচিত।' 

মানসিকভাবে পিছিয়ে পড়ার কথা মোসাদ্দেক সরাসরি স্বীকার না করলেও এড়িয়ে যেতে পারেননি। আরেকটি হারের পর দলের অবস্থা জানাতে গিয়ে ঠিকই সেটা ফুটে উঠেছে। প্রস্তুতি ম্যাচের হারে দলের অবস্থা নিয়ে মোসাদ্দেক বলেন, 'আমরা শেষ যে সিরিজটা (ত্রিদেশীয় সিরিজ) খেলে আসলাম সেখানে জিততে পারেনি। এখানে এসে প্রথম প্রস্তুতি ম্যাচেও হারলাম। হারতে থাকলে অনেক সমস্যাই বের হয়ে আসে। যদি আমরা ইতিবাচক কিছু চিন্তা করতে যাই, সেটা এই ম্যাচে ছিল না। কিন্তু এর আগের সিরিজটাতে (ত্রিদেশীয় সিরিজ) ইতিবাচক কিছু ছিল। দল হিসেবে আমি মনে করি আমরা উন্নতি করছি।' 

এই সংস্করণে ব্যাটিং বেশি ভোগাচ্ছে বাংলাদেশকে। আজ আফগান ম্যাচেও যেমন। একপর্যায়ে ৪৭ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। শেষ পর্যন্ত টেনেটুনে ৯৮ রানে থামে ইনিংস। বাংলাদেশ দলের দায়িত্ব নিয়ে দলে ইমপ্যাক্ট ক্রিকেটারের গুরুত্বের কথা বলেছিলেন শ্রীধরন শ্রীরাম। এখন পর্যন্ত সেটা দেখাতে ব্যর্থ ক্রিকেটাররা। পরিকল্পনা বাস্তবায়ন করতে না পারায় এমনটা হচ্ছে বলে মনে করেন মোসাদ্দেক, 'ইমপ্যাক্ট বা এক্সজিকিউশন-এগুলো আসলে খারাপ কিছু না। ক্রিকেটে অবশ্যই এগুলো খুব ভালো কথা, যদি আমরা তা বাস্তবায়ন করতে পারি। যেহেতু আমরা বাস্তবায়ন করতে পারছি না তাই আমরা দল হিসেবে ভালো করতে পারছি না। টি-টোয়েন্টিতে ম্যাচে যদি ২০ রানে ৪ উইকেট পড়ে যায় সে জায়গা থেকে ম্যাচে ফেরা খুব কঠিন। এই জায়গাতে যদি আমরা পরিকল্পনা বাস্তবায়ন করতে পারি, দল হিসেবে ভালো করব।'

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত