Ajker Patrika

বাংলাদেশের বিপক্ষে ৫০০ রান করতে চায় আফগানরা

আপডেট : ১৪ জুন ২০২৩, ২২: ১৫
বাংলাদেশের বিপক্ষে ৫০০ রান করতে চায় আফগানরা

আফগানিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টের প্রথম দিনটা দারুণ কাটিয়েছে বাংলাদেশ। পুরো ৯০ ওভার না খেললেও সাড়ে তিন শর বেশি রান করে লিটন দাসের বাংলাদেশ। এখান থেকেই ঘুরে দাঁড়াতে আত্মবিশ্বাসী আফগান প্রধান কোচ জনাথন ট্রট।

টস জিতে আজ বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান। বোলিং নিয়েও বাংলাদেশের ব্যাটারদের তেমন একটা পরীক্ষা নিতে পারেননি সফরকারীরা। ৭৯ ওভার ব্যাটিং করে ৫ উইকেটে ৩৬২ রানে প্রথম দিনের খেলা শেষ করে বাংলাদেশ। দ্বিতীয় দিন খুব দ্রুতই স্বাগতিকদের অলআউট করে নিজেদের (আফগানিস্তান) রানের পাহাড় গড়ার স্বপ্ন দেখছেন ট্রট। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আফগান প্রধান কোচ বলেন, ‘১০ রানে ৫ উইকেট নিয়ে এরপর ৫০০ রান করব। লাঞ্চের আগে তাদের (বাংলাদেশ) অলআউট করলে ভালোই হবে। এক ওভারের জন্য আমরা আবারও নতুন বল পাব। আশা করি, নিজাত ও অন্য বোলাররা আগামীকাল ভালো বোলিং করবে।’ 

দ্বিতীয় ওভারে ৬ রানেই ভেঙে যায় বাংলাদেশের উদ্বোধনী জুটি। এরপর দ্বিতীয় উইকেটে নাজমুল হাসান শান্ত ও মাহমুদুল হাসান জয়ের ২১২ রানের জুটিতে চাপ কাটিয়ে ওঠে স্বাগতিকেরা। ৭৬ রান করা জয়ের বিদায়ের পর সাময়িক সময়ের জন্য ম্যাচে ফেরে আফগানরা। ২১৮ থেকে ২৯০-৭২ রান তুলতেই বাংলাদেশ হারায় জয়, মুমিনুল হক, শান্ত ও লিটনের উইকেট। আর ষষ্ঠ উইকেটে ৭২ রানের অবিচ্ছেদ্য জুটি গড়ে প্রথম দিনের খেলা শেষ করেন মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ। প্রথম দিন ভালো বোলিং না হওয়ার আক্ষেপ ট্রটের, ‘আমরা ভালো বোলিং করতে পারিনি। যথেষ্ট নিখুঁত হয়নি বোলিং। টেস্টে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আপনাকে নিখুঁত হতে হবে। প্রতিপক্ষকে চাপে রাখতে পারিনি। সাময়িক সময়ে ভালো করলেও তা যথেষ্ট ছিল না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত