অয়ন রায়, ঢাকা
২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির আগেই অনেক তারকা ক্রিকেটার ‘নাই’ হয়ে গেছেন! বেশির ভাগই চোটে পড়ে ছিটকে গেছেন। অনেকে আবার ব্যক্তিগত কারণ দেখিয়ে টুর্নামেন্ট থেকে সরে গেছেন। টুর্নামেন্টের আগে নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও পরিবর্তন আনতে বাধ্য হয়েছে অনেক দল।
চ্যাম্পিয়নস ট্রফির আট দলের মধ্যে ওয়ানডে ম্যাচের হিসাবে সবচেয়ে অভিজ্ঞ ভারত। টুর্নামেন্টের দলে থাকা ১৫ ক্রিকেটারের ম্যাচ গড় করলে ভারতের ৯২.৬। বাংলাদেশ দলের ম্যাচ খেলার গড় ৬৭.৬৭। টুর্নামেন্টের আট দলের মধ্যে বাংলাদেশ থাকবে দুইয়ে। সবচেয়ে তরুণ স্কোয়াড পাকিস্তানের, তাদের গড়ে ৩৭.৬৭টি ওয়ানডে খেলার অভিজ্ঞতা। অস্ট্রেলিয়ার ম্যাচ সংখ্যার গড় ৪৮.৮৭। পাকিস্তান, অস্ট্রেলিয়া—এই দুই দলই শুধু গড়ে ৫০-এর কম ম্যাচ খেলেছে।
এ তালিকায় ভারত সবচেয়ে বেশি হওয়ার কারণ, তাদের দুই অভিজ্ঞ ক্রিকেটার রোহিত শর্মা ও বিরাট কোহলি। এখন পর্যন্ত ২৯৭টি ওয়ানডে খেলেছেন কোহলি। এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে যাওয়া ক্রিকেটারের মধ্যে সর্বোচ্চ ওয়ানডে খেলা ক্রিকেটার তিনিই। ভারতীয় অধিনায়ক রোহিত খেলেছেন ২৬৮টি ওয়ানডে।
বাংলাদেশের মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, সৌম্য সরকার, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ—এই ৬ ক্রিকেটার ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফির দলে ছিলেন, এবারও আছেন। তাসকিন, মোস্তাফিজ ছাড়া বাকি চার ক্রিকেটারই এক শর বেশি ওয়ানডে খেলেছেন। বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ ২৭২টি ওয়ানডে খেলেছেন মুশফিক। মাহমুদউল্লাহ খেলেছেন ২৩৮টি ওয়ানডে। এই টুর্নামেন্টের অন্যতম অভিজ্ঞ দল বাংলাদেশ। দুবাই-রাওয়ালপিন্ডির কন্ডিশনে নিয়মিত খেলার অভিজ্ঞতাও তাদের আছে।
বাংলাদেশ অভিজ্ঞতার দিক থেকে দুইয়ে থাকলেও দলটির সাম্প্রতিক ওয়ানডে রেকর্ড ভালো নয়। ওয়ানডে সংস্করণে হওয়া সবশেষ আইসিসি ইভেন্ট ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ভরাডুবি হয়েছে শান্তদের। অ্যাঞ্জেলো ম্যাথুসকে করা সাকিব আল হাসানের টাইমড আউট বিতর্কের ঘটনার সঙ্গে সে ম্যাচে সাকিব অসাধারণ না খেললে চ্যাম্পিয়নস ট্রফি খেলাও কঠিন হতো বাংলাদেশের। এমনকি যে ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নস ট্রফিতেই নেই, তাদের কাছে বাংলাদেশ হয়েছে ধবলধোলাই। বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স স্বীকার করে নিয়েছেন, চ্যাম্পিয়নস ট্রফিতে সেরা প্রস্তুতি নিতে পারেনি বাংলাদেশ। তবে শান্ত কদিন আগে সংবাদ সম্মেলনে জানিয়েছেন, তাঁরা টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে যাচ্ছেন।
অস্ট্রেলিয়ার গড় ৫০-এর নিচে হওয়ার কারণ, শেষ মুহূর্তে তাদের পাঁচ পরিবর্তন। চোটে পড়ায় মিচেল মার্শ, প্যাট কামিন্স, জশ হ্যাজলউড ছিটকে গেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে গেছেন মিচেল স্টার্ক। আর মার্কাস স্টয়নিস ওয়ানডে থেকেই নিয়েছেন অবসর। নিয়মিত অধিনায়ক কামিন্সের জায়গায় স্মিথ এখন চ্যাম্পিয়নস ট্রফিতে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন।
প্রথমবারের মতো চ্যাম্পিয়নস ট্রফি খেলতে যাওয়া আফগানিস্তানের ম্যাচের গড় ৫৩.৬৭। মোহাম্মদ নবী, রশিদ খান, রহমত শাহ গড়ে ১০০-এর বেশি ওয়ানডে খেলেছেন। নিউজিল্যান্ড স্কোয়াডের ক্রিকেটাররা গড়ে খেলেছেন ৫৬.৭৩ ম্যাচ, ইংল্যান্ড দলের খেলোয়াড়েরা গড়ে খেলেছেন ৫১.২ ওয়ানডে আর দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞতা গড়ে ৫১টি ওয়ানডে খেলার।
ভারত চ্যাম্পিয়নস ট্রফিতে যাওয়ার আগে ইংল্যান্ডকে ওয়ানডে সিরিজে ধবলধোলাই করে বার্তা দিয়ে রেখেছে। তবে এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে সবচেয়ে অভিজ্ঞ ভারত হলেও জসপ্রীত বুমরার মতো জাদুকরী বোলার মিস করছে টুর্নামেন্ট। আর অস্ট্রেলিয়া চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে যাওয়ার আগে ওয়ানডে সিরিজে ধবলধোলাই হয়েছে শ্রীলঙ্কার কাছে। অথচ এই লঙ্কানরা আইসিসির ইভেন্টে দর্শক। অবশ্য আইসিসি ইভেন্টের রাজা অস্ট্রেলিয়া তুলনামূলক খর্বশক্তির দল হয়েও যে চমকে দেবে না, সেটা কী করে বলা যায়!
নিউজিল্যান্ড তো চ্যাম্পিয়নস ট্রফির আগে সব কটি বক্সে টিকচিহ্ন দিয়ে রেখেছে। ত্রিদেশীয় সিরিজের অপর দুই দল পাকিস্তান, দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে জিতেছে শিরোপা। যে করাচিতে পরশু পাকিস্তানকে হারিয়ে নিউজিল্যান্ড শিরোপা জিতল, সেই ভেন্যুতে এই দুই দল ১৯ ফেব্রুয়ারি চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে।
২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির আগেই অনেক তারকা ক্রিকেটার ‘নাই’ হয়ে গেছেন! বেশির ভাগই চোটে পড়ে ছিটকে গেছেন। অনেকে আবার ব্যক্তিগত কারণ দেখিয়ে টুর্নামেন্ট থেকে সরে গেছেন। টুর্নামেন্টের আগে নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও পরিবর্তন আনতে বাধ্য হয়েছে অনেক দল।
চ্যাম্পিয়নস ট্রফির আট দলের মধ্যে ওয়ানডে ম্যাচের হিসাবে সবচেয়ে অভিজ্ঞ ভারত। টুর্নামেন্টের দলে থাকা ১৫ ক্রিকেটারের ম্যাচ গড় করলে ভারতের ৯২.৬। বাংলাদেশ দলের ম্যাচ খেলার গড় ৬৭.৬৭। টুর্নামেন্টের আট দলের মধ্যে বাংলাদেশ থাকবে দুইয়ে। সবচেয়ে তরুণ স্কোয়াড পাকিস্তানের, তাদের গড়ে ৩৭.৬৭টি ওয়ানডে খেলার অভিজ্ঞতা। অস্ট্রেলিয়ার ম্যাচ সংখ্যার গড় ৪৮.৮৭। পাকিস্তান, অস্ট্রেলিয়া—এই দুই দলই শুধু গড়ে ৫০-এর কম ম্যাচ খেলেছে।
এ তালিকায় ভারত সবচেয়ে বেশি হওয়ার কারণ, তাদের দুই অভিজ্ঞ ক্রিকেটার রোহিত শর্মা ও বিরাট কোহলি। এখন পর্যন্ত ২৯৭টি ওয়ানডে খেলেছেন কোহলি। এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে যাওয়া ক্রিকেটারের মধ্যে সর্বোচ্চ ওয়ানডে খেলা ক্রিকেটার তিনিই। ভারতীয় অধিনায়ক রোহিত খেলেছেন ২৬৮টি ওয়ানডে।
বাংলাদেশের মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, সৌম্য সরকার, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ—এই ৬ ক্রিকেটার ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফির দলে ছিলেন, এবারও আছেন। তাসকিন, মোস্তাফিজ ছাড়া বাকি চার ক্রিকেটারই এক শর বেশি ওয়ানডে খেলেছেন। বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ ২৭২টি ওয়ানডে খেলেছেন মুশফিক। মাহমুদউল্লাহ খেলেছেন ২৩৮টি ওয়ানডে। এই টুর্নামেন্টের অন্যতম অভিজ্ঞ দল বাংলাদেশ। দুবাই-রাওয়ালপিন্ডির কন্ডিশনে নিয়মিত খেলার অভিজ্ঞতাও তাদের আছে।
বাংলাদেশ অভিজ্ঞতার দিক থেকে দুইয়ে থাকলেও দলটির সাম্প্রতিক ওয়ানডে রেকর্ড ভালো নয়। ওয়ানডে সংস্করণে হওয়া সবশেষ আইসিসি ইভেন্ট ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ভরাডুবি হয়েছে শান্তদের। অ্যাঞ্জেলো ম্যাথুসকে করা সাকিব আল হাসানের টাইমড আউট বিতর্কের ঘটনার সঙ্গে সে ম্যাচে সাকিব অসাধারণ না খেললে চ্যাম্পিয়নস ট্রফি খেলাও কঠিন হতো বাংলাদেশের। এমনকি যে ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নস ট্রফিতেই নেই, তাদের কাছে বাংলাদেশ হয়েছে ধবলধোলাই। বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স স্বীকার করে নিয়েছেন, চ্যাম্পিয়নস ট্রফিতে সেরা প্রস্তুতি নিতে পারেনি বাংলাদেশ। তবে শান্ত কদিন আগে সংবাদ সম্মেলনে জানিয়েছেন, তাঁরা টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে যাচ্ছেন।
অস্ট্রেলিয়ার গড় ৫০-এর নিচে হওয়ার কারণ, শেষ মুহূর্তে তাদের পাঁচ পরিবর্তন। চোটে পড়ায় মিচেল মার্শ, প্যাট কামিন্স, জশ হ্যাজলউড ছিটকে গেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে গেছেন মিচেল স্টার্ক। আর মার্কাস স্টয়নিস ওয়ানডে থেকেই নিয়েছেন অবসর। নিয়মিত অধিনায়ক কামিন্সের জায়গায় স্মিথ এখন চ্যাম্পিয়নস ট্রফিতে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন।
প্রথমবারের মতো চ্যাম্পিয়নস ট্রফি খেলতে যাওয়া আফগানিস্তানের ম্যাচের গড় ৫৩.৬৭। মোহাম্মদ নবী, রশিদ খান, রহমত শাহ গড়ে ১০০-এর বেশি ওয়ানডে খেলেছেন। নিউজিল্যান্ড স্কোয়াডের ক্রিকেটাররা গড়ে খেলেছেন ৫৬.৭৩ ম্যাচ, ইংল্যান্ড দলের খেলোয়াড়েরা গড়ে খেলেছেন ৫১.২ ওয়ানডে আর দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞতা গড়ে ৫১টি ওয়ানডে খেলার।
ভারত চ্যাম্পিয়নস ট্রফিতে যাওয়ার আগে ইংল্যান্ডকে ওয়ানডে সিরিজে ধবলধোলাই করে বার্তা দিয়ে রেখেছে। তবে এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে সবচেয়ে অভিজ্ঞ ভারত হলেও জসপ্রীত বুমরার মতো জাদুকরী বোলার মিস করছে টুর্নামেন্ট। আর অস্ট্রেলিয়া চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে যাওয়ার আগে ওয়ানডে সিরিজে ধবলধোলাই হয়েছে শ্রীলঙ্কার কাছে। অথচ এই লঙ্কানরা আইসিসির ইভেন্টে দর্শক। অবশ্য আইসিসি ইভেন্টের রাজা অস্ট্রেলিয়া তুলনামূলক খর্বশক্তির দল হয়েও যে চমকে দেবে না, সেটা কী করে বলা যায়!
নিউজিল্যান্ড তো চ্যাম্পিয়নস ট্রফির আগে সব কটি বক্সে টিকচিহ্ন দিয়ে রেখেছে। ত্রিদেশীয় সিরিজের অপর দুই দল পাকিস্তান, দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে জিতেছে শিরোপা। যে করাচিতে পরশু পাকিস্তানকে হারিয়ে নিউজিল্যান্ড শিরোপা জিতল, সেই ভেন্যুতে এই দুই দল ১৯ ফেব্রুয়ারি চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে।
ক্রিকেটে জিম্বাবুয়ে পার করছে দুঃসময়। কিন্তু প্রতিপক্ষ বাংলাদেশ হলে তারাও যেন হালে পানি পায়। সিলেট টেস্টে প্রথম দুই দিনই দাপট দেখিয়েছে জিম্বাবুয়ে। প্রথম ইনিংসে লিড নেয় তারা ৮২ রানের। দ্বিতীয় দিন শেষে ৫৭ রানে ১ উইকেট বাংলাদেশের।
৯ ঘণ্টা আগেসিলেট টেস্টে দ্বিতীয় দিন শেষে কিছুটা স্বস্তি বাংলাদেশ শিবিরে। যদিও এখনো পিছিয়ে আছে ২৫ রানে। ৮২ রানের লিড মাথায় নিয়ে দ্বিতীয় ইনিংসের শুরুতেই মাত্র ১৩ রানে কাটা পড়েছেন ওপেনার সাদমান ইসলাম। তবে দিন শেষে মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হকের ব্যাটে অপরাজিত ৪৪ রানের জুটিতে স্বপ্ন দেখছে বাংলাদেশ দল।
১০ ঘণ্টা আগেটেস্টে প্রথম দিনটা বেশ গুরুত্বপূর্ণ। সিলেট টেস্টে প্রথম দিনটাই ভালো যায়নি বাংলাদেশের। ফলে আজ দ্বিতীয় দিনও তারা শেষ করেছে পিছিয়ে থেকে। তবে মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত ঘূর্ণি জাদু ও শেষ বিকেলে মাহমুদুল হাসান জয়-মুমিনুল হকের ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ানোর আশা দেখছে স্বাগতিকেরা।
১১ ঘণ্টা আগেসিলেট টেস্টে দ্বিতীয় দিন শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে ১ উইকেট হারিয়ে ৫৭ রান তুলেছে বাংলাদেশ। ২৫ রানে পিছিয়ে থেকে কাল আবারও ব্যাটিংয়ে নামবে স্বাগতিকেরা। মুমিনুল হক ১৫ ও মাহমুদুল হাসান জয় ২৮ রানে অপরাজিত আছেন। দ্বিতীয় ইনিংসেও ওপেনিং জুটি বড় হয়নি বাংলাদেশের। ইনিংসের চতুর্থ ওভারে দলীয় ১৩ রানে ফেরেন সাদমান
১২ ঘণ্টা আগে