Ajker Patrika

টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেলেন জ্যোতিরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২২, ০১: ০১
Thumbnail image

জিতলেই আগামী বছর দক্ষিণ আফ্রিকায় টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকেট কাটবে বাংলাদেশ নারী দল—এমন ম্যাচে আবুধাবিতে থাইল্যান্ডকে ১১ রানে হারিয়েছে লাল-সবুজের মেয়েরা। এই জয়ে ফাইনাল নিশ্চিতের সঙ্গে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের টিকেটও কেটে রাখল নিগার সুলতানা জ্যোতি দল।

আগামী ২৫ সেপ্টেম্বর আবুধাবিতে আয়ারল্যান্ড নারী দলের বিপক্ষে ফাইনালের লড়াইয়ে নামবে বাংলাদেশ। ফাইনালে ওঠার লড়াইটা সহজ ছিল না বাংলাদেশের। টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৩ রানের বেশি তুলতে পারেনি বাংলাদেশ। এদিন ইনিংস বড় করতে পারেননি বাংলাদেশের কোনো ব্যাটার।

দলের পক্ষে সর্বোচ্চ ২৮ রানের অপরাজিত ইনিংস খেলেন রুমানা আহমেদ। ২৪ বলের ইনিংসে দুটি চার ও একটি ছয় মারেন এই মিডলঅর্ডার ব্যাটার। ওপেনার মুর্শিদা খাতুনের ব্যাট থেকে আসে ২৪ রান। এজন্য অবশ্য ৩৫ বল খেলেন মুর্শিদা। তাঁর ইনিংসে ছিল দুটি চারের মার। কিছুটা ধীরগতির সূচনা এনে দেওয়া ওপেনিং জুটি থেকে বাংলাদেশ পায় ৩৪ রান। ১১ রানে আউট হন ওপেনার ফারজানা হক। তিনে নেমে সুবিধা করতে পারেননি অধিনায়ক জ্যোতি। ২৪ বলে ১৭ রান করেন তিনি। শেষ দিকে ঋতু মনির ১০ বলে ১৭ রানের দ্রুত গতির ইনিংসে লড়াকু পুঁজি পায় বাংলাদেশ। 

লক্ষ্য তাড়া করতে কখনো ম্যাচের নিয়ন্ত্রন নিতে পারেনি থাই মেয়েরা। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১০২ রানে থামে তাদের ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ ৬৪ রান করেন তিনে নামা নাথাকান চানথাম। ৫১ বলের ইনিংসে ৪ চার ও ৩টি ছক্কা মারেন চানথাম। সঙ্গী হিসেবে কোনো সতীর্থকে না পাওয়ায় কাজে আসেনি তাঁর ইনিংসটি।

বাংলাদেশ-থাইল্যান্ড ম্যাচের আগে প্রথম সেমিফাইনালে মাঠে নামে জিম্বাবুয়ে নারী দল ও আয়ারল্যান্ড নারী দল। জিম্বাবুয়ে মেয়েদের ৪ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে আইরিশরা। একই সঙ্গে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে নিজেদের জায়গা নিশ্চিত করেছে আয়ারল্যান্ড মেয়েরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত