আইসিসির ২০২৪-২০৩১ চক্রে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির দায়িত্ব পেয়েছে পাকিস্তান। পাকিস্তানে টুর্নামেন্টটি চূড়ান্ত হওয়ার পরই ভারত সেখানে খেলতে যাবে কি না সেই প্রশ্ন উঠছে জোরেশোরে। রাজনৈতিক বৈরিতায় লম্বা সময় ধরে দুই দেশের সম্পর্কে দারুণভাবে ছেদ পড়েছে।
ব্যাপারটা নিয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্তে যেতে চান না অনুরাগ ঠাকুর। তবে ভারতীয় দলকে পাকিস্তানে খেলতে যাওয়ার অনুমতি নাও দিতে পারে কেন্দ্রীয় সরকার। ভারতের ক্রীড়ামন্ত্রী অনুরাগ জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা ভালো করে খতিয়ে দেখার পরেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে।
দ্বিপক্ষীয় সিরিজ না খেললেও আইসিসি ইভেন্টে দেখা হয় দুই দলের। তবে সেটা তো বেশির ভাগ ক্ষেত্রেই নিরপেক্ষ ভেন্যুতে। সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তান সফর বাতিল করেছিল নিউজিল্যান্ড আর ইংল্যান্ড। একেবারে পাকিস্তানে গিয়ে খেলাটা যে কঠিন সেটা ইঙ্গিত করে অনুরাগ বলেছেন, ‘অনেক দেশ সাম্প্রতিক অতীতে পাকিস্তান সফর বাতিল করেছে। সেখানকার পরিস্থিতি এখনো স্বাভাবিক নয়। আগে ক্রিকেট দলের ওপর হামলা হয়েছে। ওখানকার নিরাপত্তাই সব থেকে বড় চিন্তার কারণ।’
হাতে যেহেতু সময় আছে আরও ভেবে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন অনুরাগ। বলেছেন, ‘ভারত সরকাররে স্বরাষ্ট্রমন্ত্রনালয় আগেও জানিয়েছে, এই ধরনের বড় প্রতিযোগিতার ক্ষেত্রে অনেক কিছু ভাবতে হয়। ফলে যখন সময় আসবে তখন পরিস্থিতি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’
পাকিস্তানে শেষ বার আইসিসির কোনো প্রতিযোগিতা হয়েছিল ১৯৯৬ সালের বিশ্বকাপে। সেবার পাকিস্তানের সঙ্গে স্বাগতিক হিসেবে ছিল ভারত ও শ্রীলঙ্কা। তবে ২০০৮ সালে এশিয়া কাপে পাকিস্তানে খেলতে যায়নি ভারত। পাকিস্তানে দুই দেশের শেষ দ্বিপক্ষীয় সিরিজ হয়েছিল ২০০৫-০৬ সালে।
আইসিসির ২০২৪-২০৩১ চক্রে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির দায়িত্ব পেয়েছে পাকিস্তান। পাকিস্তানে টুর্নামেন্টটি চূড়ান্ত হওয়ার পরই ভারত সেখানে খেলতে যাবে কি না সেই প্রশ্ন উঠছে জোরেশোরে। রাজনৈতিক বৈরিতায় লম্বা সময় ধরে দুই দেশের সম্পর্কে দারুণভাবে ছেদ পড়েছে।
ব্যাপারটা নিয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্তে যেতে চান না অনুরাগ ঠাকুর। তবে ভারতীয় দলকে পাকিস্তানে খেলতে যাওয়ার অনুমতি নাও দিতে পারে কেন্দ্রীয় সরকার। ভারতের ক্রীড়ামন্ত্রী অনুরাগ জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা ভালো করে খতিয়ে দেখার পরেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে।
দ্বিপক্ষীয় সিরিজ না খেললেও আইসিসি ইভেন্টে দেখা হয় দুই দলের। তবে সেটা তো বেশির ভাগ ক্ষেত্রেই নিরপেক্ষ ভেন্যুতে। সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তান সফর বাতিল করেছিল নিউজিল্যান্ড আর ইংল্যান্ড। একেবারে পাকিস্তানে গিয়ে খেলাটা যে কঠিন সেটা ইঙ্গিত করে অনুরাগ বলেছেন, ‘অনেক দেশ সাম্প্রতিক অতীতে পাকিস্তান সফর বাতিল করেছে। সেখানকার পরিস্থিতি এখনো স্বাভাবিক নয়। আগে ক্রিকেট দলের ওপর হামলা হয়েছে। ওখানকার নিরাপত্তাই সব থেকে বড় চিন্তার কারণ।’
হাতে যেহেতু সময় আছে আরও ভেবে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন অনুরাগ। বলেছেন, ‘ভারত সরকাররে স্বরাষ্ট্রমন্ত্রনালয় আগেও জানিয়েছে, এই ধরনের বড় প্রতিযোগিতার ক্ষেত্রে অনেক কিছু ভাবতে হয়। ফলে যখন সময় আসবে তখন পরিস্থিতি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’
পাকিস্তানে শেষ বার আইসিসির কোনো প্রতিযোগিতা হয়েছিল ১৯৯৬ সালের বিশ্বকাপে। সেবার পাকিস্তানের সঙ্গে স্বাগতিক হিসেবে ছিল ভারত ও শ্রীলঙ্কা। তবে ২০০৮ সালে এশিয়া কাপে পাকিস্তানে খেলতে যায়নি ভারত। পাকিস্তানে দুই দেশের শেষ দ্বিপক্ষীয় সিরিজ হয়েছিল ২০০৫-০৬ সালে।
আন্দ্রে রাসেল একটা ব্যাট উপহার দিয়েছিলেন টিম ডেভিডকে। সেই ব্যাট দিয়েই ওয়েস্ট ইন্ডিজকে রীতিমতো খুন করলেন! গত বছর নভেম্বরের পর অস্ট্রেলিয়ার হয়ে টি-টোয়েন্টি সংস্করণে ব্যাট করতে নামলেন ডেভিড। পরের ঘটনা উঠে গেছে রেকর্ড বইয়ে। মাত্র ৩৭ বলে তুলে নিয়েছেন সেঞ্চুরি। ১৬ বলে করেছেন ফিফটি। অস্ট্রেলিয়ার হয়ে...
২৫ মিনিট আগেওল্ড ট্রাফোর্ড টেস্টে জো রুটের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে বড় সংগ্রহের দিকে ইংল্যান্ড। তৃতীয় দিন শেষে ৭ উইকেটে ৫৪৪ রান তাদের। ১৮৬ রানের লিড নিয়ে আজ ৪র্থ দিন আবারও ব্যাটিংয়ে নামবে তারা। বিকেল ৪টায় শুরু হবে খেলা। সরাসরি সনি টেন ১ ও ৫ খেলা সম্প্রচার করবে।
১ ঘণ্টা আগেটানা দুটি সিরিজ জয়; শ্রীলঙ্কার পর এবার পাকিস্তান। দুই সিরিজ মিলিয়ে চার ম্যাচে জয়। এই ধারাবাহিক সাফল্যে আত্মবিশ্বাস বেড়েছে বাংলাদেশ দলের, এই কথা বলছেন অধিনায়ক লিটন দাসসহ দলের অন্য সদস্যরা। তবে এই আত্মবিশ্বাস কতটা কাজে দেবে দলের এবং এটা কি সত্যি না কৃত্রিম, এ নিয়ে যখন আলোচনা, তখন লিটনদের সামনে...
২ ঘণ্টা আগেশচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা—গাণিতিক হিসেবে ৬০.২৮ শতাংশ! ক্যারিয়ারের শুরুতে এমন সম্ভাবনা জাগিয়ে অনেকেই হারিয়ে গেছেন কিংবা অনেক আগেই থেমে যায় তাঁদের ক্যারিয়ার। কিন্তু জো রুট একদমই ভিন্ন। শচীনকে ছাড়িয়ে টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে দারুণভাবে ছুটছেন ইংলিশ এ ব্যাটার। পরিসং
১৫ ঘণ্টা আগে