Ajker Patrika

পাকিস্তানে খেলতে যাবে কি না বিবেচনা করবে ভারত সরকার

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১৯ নভেম্বর ২০২১, ১১: ৫৬
Thumbnail image

আইসিসির ২০২৪-২০৩১ চক্রে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির দায়িত্ব পেয়েছে পাকিস্তান। পাকিস্তানে টুর্নামেন্টটি চূড়ান্ত হওয়ার পরই ভারত সেখানে খেলতে যাবে কি না সেই প্রশ্ন উঠছে জোরেশোরে। রাজনৈতিক বৈরিতায় লম্বা সময় ধরে দুই দেশের সম্পর্কে দারুণভাবে ছেদ পড়েছে। 

ব্যাপারটা নিয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্তে যেতে চান না অনুরাগ ঠাকুর। তবে ভারতীয় দলকে পাকিস্তানে খেলতে যাওয়ার অনুমতি নাও দিতে পারে কেন্দ্রীয় সরকার। ভারতের ক্রীড়ামন্ত্রী অনুরাগ জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা ভালো করে খতিয়ে দেখার পরেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে। 

দ্বিপক্ষীয় সিরিজ না খেললেও আইসিসি ইভেন্টে দেখা হয় দুই দলের। তবে সেটা তো বেশির ভাগ ক্ষেত্রেই নিরপেক্ষ ভেন্যুতে। সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তান সফর বাতিল করেছিল নিউজিল্যান্ড আর ইংল্যান্ড। একেবারে পাকিস্তানে গিয়ে খেলাটা যে কঠিন সেটা ইঙ্গিত করে অনুরাগ বলেছেন, ‘অনেক দেশ সাম্প্রতিক অতীতে পাকিস্তান সফর বাতিল করেছে। সেখানকার পরিস্থিতি এখনো স্বাভাবিক নয়। আগে ক্রিকেট দলের ওপর হামলা হয়েছে। ওখানকার নিরাপত্তাই সব থেকে বড় চিন্তার কারণ।’ 

হাতে যেহেতু সময় আছে আরও ভেবে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন অনুরাগ। বলেছেন, ‘ভারত সরকাররে স্বরাষ্ট্রমন্ত্রনালয় আগেও জানিয়েছে, এই ধরনের বড় প্রতিযোগিতার ক্ষেত্রে অনেক কিছু ভাবতে হয়। ফলে যখন সময় আসবে তখন পরিস্থিতি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’ 

পাকিস্তানে শেষ বার আইসিসির কোনো প্রতিযোগিতা হয়েছিল ১৯৯৬ সালের বিশ্বকাপে। সেবার পাকিস্তানের সঙ্গে স্বাগতিক হিসেবে ছিল ভারত ও শ্রীলঙ্কা। তবে ২০০৮ সালে এশিয়া কাপে পাকিস্তানে খেলতে যায়নি ভারত। পাকিস্তানে দুই দেশের শেষ দ্বিপক্ষীয় সিরিজ হয়েছিল ২০০৫-০৬ সালে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত