Ajker Patrika

পাকিস্তান শাহিনসের বিপক্ষে বিসিবি এইচপির রোমাঞ্চকর জয়

আপডেট : ২৯ জুলাই ২০২৪, ১৪: ১৪
পাকিস্তান শাহিনসের বিপক্ষে বিসিবি এইচপির রোমাঞ্চকর জয়

হারতে হারতে জিতল বিসিবি এইচপি দল। পাকিস্তান শাহিনসের বিপক্ষে চার দিনের ম্যাচের শেষ দিনের রোমাঞ্চে ৫ রানের জয় পেয়েছে বিসিবি এইচপি। ব্যাটে-বলে আলো ছড়িয়ে এইচপির জয়ে বড় অবদান রেখেছেন মাহমুদুল হাসান জয়।

ডারউইনে আজ পাকিস্তান শাহিনসকে হারাতে বিসিবি এইচপির লাগত ৬ উইকেট। অন্যদিকে ১৬০ রানের লক্ষ্যে মাঠে নেমেছিল পাকিস্তান। ওপেনার হাসিব উল্লাহর সঙ্গে ইরফান খানের জুটিতে দিনের শুরুটা ভালোই করেছিল শাহিনস। এইচপিকে ব্রেকথ্রু এনে দেন রেজাউর রহমান। ওপেনার শাহিনসের ৫১ রানের ইনিংস থামে রেজাউরের বলে বোল্ড হয়ে।

হাসিবের উইকেট পতনের পর লোয়ার মিডল অর্ডারদের দৃঢ়তায় জয়ের দিকে ছুটছিল পাকিস্তান। ষষ্ঠ উইকেটের জুটিতে ৬৫ রান তোলে তারা। দলীয় ২২১ রানে তৈয়ব তাহিরকে ফেরান জয়। থিতু হয়ে যাওয়া আরেক ব্যাটার ওমর বিন ইউসুফও পরাস্ত হন জয়ের কাছেই।

অষ্টম উইকেট জুটিতে এইচিপির বোলারদের রীতিমতো ধৈর্যের পরীক্ষা নিতে থাকেন মোহাম্মদ আলী  ও খুররাম শাহজাদ। তাদের ৫৭ রানের জুটিতে একসময় মনে হচ্ছিল ম্যাচ থেকেই ছিটকে গেছে এইচপি। আবারও ত্রাতা হয়ে দলকে উদ্ধার করেন জয়। এই জুটি ভাঙার পর আর তেমন অপেক্ষা করতে হয়নি জয়দের। শেষ ৪ রানে ৩ উইকেটের পতনে চার দিনের এই ম্যাচে জয় ছিনিয়ে নেয় বিসিবির এইচপি দল।

এর আগে প্রথম ইনিংসে জয় ও আইচ মোল্লার ফিফটিতে এইচপি করে ২৫৪ রান আর শাহিনস থামে ১৭৯ রানে। প্রথম ইনিংসে ৭৫ রানে লিড পাওয়া এইচপি দ্বিতীয় ইনিংসে ২১০ রান করলে পাকিস্তান শাহিনসের লক্ষ্য দাঁড়ায় ২৯৬ রান। প্রথম ম্যাচে ১৪৮ রানের বড় জয় পাওয়া পাকিস্তান শাহিনস অলআউট হয় ২৯০ রানে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টেলিগ্রামে সংগঠিত হচ্ছে আ.লীগ, হাসিনার সঙ্গে কথা বলতে টাকা নিচ্ছেন ওবায়দুল কাদের

আগামী ১১ দিন নৈরাজ্যের আশঙ্কা, ঠেকাতে এসপিদের এসবির চিঠি

প্রাথমিকে পাঠদান: বাইরের ২০ কাজের চাপে শিক্ষক

প্রেস কাউন্সিলের সদস্য হলেন মাহফুজ আনাম, নূরুল কবীরসহ ১২ জন

‘চাঁদা না পেয়ে’ ১০ দোকানে তালা, জামায়াত নেতা ও বিএনপির কর্মীসহ গ্রেপ্তার ৪

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত