Ajker Patrika

বড় শাস্তি থেকে বাঁচলেন সাকিবেরা

নিজস্ব প্রতিবেদক
বড় শাস্তি থেকে বাঁচলেন সাকিবেরা

ঢাকা: মোহামেডানের অধিনায়ক সাকিব আল হাসানের জৈব সুরক্ষাবলয় ভাঙা নিয়ে গত কদিন ধরে বেশ আলোচনা–সমালোচনা হয়েছে। তবে ঘটনাটিকে বেশি দূর টানল না বিসিবি ও সিসিডিএম। শুনানিতে দুঃখ প্রকাশ করায় কোনো শাস্তির মুখে পড়তে হলো না সাকিব ও মোহামেডান ক্লাবকে।

শাস্তি দেওয়া না হলেও মোহামেডানকে কঠোরভাবে সতর্ক করে দেওয়া হয়েছে। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি হলে কঠোর শাস্তির মুখে পড়তে হবে ক্লাবটিকে।

জৈব সুরক্ষাবলয় ভাঙার ঘটনাটি আরও কয়েক দিন আগের। ৪ জুন মিরপুরের ইনডোরে অনুশীলনে করতে এসেছিলেন সাকিব। যদিও সেদিন মোহামেডানের অনুশীলন ছিল না। সতীর্থ রুয়েল আহমেদসহ কয়েকজন নেট বোলার নিয়ে অনুশীলন সারেন এই বাঁহাতি অলরাউন্ডার। কিন্তু সাকিবের ব্যাটিং অনুশীলনের সময় সাদা শার্ট পরা এক তরুণ মাঠে ঢুকে পড়েন। ওই তরুণ সাকিবের সঙ্গে সেলফি তোলার চেষ্টা করেন। তাঁকে অবশ্য দ্রুত সরিয়ে নেওয়া হয়।

বিসিবি ও সিসিডিএম এ ঘটনায় তদন্তে নামে। জৈব সুরক্ষাবলয় ভাঙার প্রমাণও পায় তারা। যার পরিপ্রেক্ষিতে কাল ভার্চুয়াল শুনানি করে সিসিডিএম। সিসিডিএমের চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ, ঢাকা লিগের প্রযুক্তিগত কমিটির প্রধান মোহাম্মদ জালাল ইউনুস এবং বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরীর উপস্থিতিতে আয়োজিত এ শুনানিতে মোহামেডানের অধিনায়ক সাকিবসহ কর্মকর্তারা অংশ নেন।

শুনানিতে মোহামেডান টিম ম্যানেজমেন্ট অনুশীলনে অনিচ্ছাকৃতভাবে জৈব সুরক্ষাবলয় লঙ্ঘন হয়েছে বলে স্বীকার করে। বিষয়টি নিশ্চিত করে সিসিডিএমের চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ বলেছেন, ‘এ ঘটনায় তারা (মোহামেডান) দুঃখপ্রকাশ করেছে এবং ভবিষ্যতে এ ধরনের ভুল আর হবে না বলে আমাদের আশ্বাস দিয়েছে। আমরা বিষয়টি বিবেচনায় নিয়েছি এবং ভবিষ্যতে এমন লঙ্ঘনের ঘটনা ঘটলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছি।’

মোহামেডানের ঘটনার পর সুরক্ষা নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন কাজী ইনাম আহমেদ। তিনি বলেন, ‘জৈব সুরক্ষাবলয়ের বিষয়ে কোনো আপস নয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত