আগের দিন রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে ইতিহাস গড়েছিল বাংলা। ঝাড়খন্ডের বিপক্ষে প্রথম ইনিংসে প্রথম ৯ ব্যাটারের ফিফটিতে রেকর্ডের খাতায় নাম তোলে বাংলা। ২৫০ বছরের প্রথম শ্রেণির ইতিহাসে এমন কিছু আগে ঘটেনি।
এবার প্রথম শ্রেণির ইতিহাসে বিশ্ব রেকর্ড গড়ল রঞ্জি ট্রফির আরেক দল মুম্বাই। কোয়ার্টার ফাইনালে আজ উত্তরাখন্ডকে তারা হারিয়েছে ৭২৫ রানে।
কর্ণাটক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের চতুর্থ দিন ৭৯৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামে উত্তরাখন্ড। মাত্র ৬৯ রানেই শেষ হয় তাদের ইনিংস। মুম্বাইয়ের জেতে ৭২৫ রানের এভারেস্টসম ব্যবধানে। প্রথম শ্রেণির ক্রিকেটে সবচেয়ে বড় জয়ের আগের রেকর্ডটি ছিল ৬৮৫ রানের। ১৯২৯-৩০ মৌসুমে অষ্ট্রেলিয়ার শেফিল্ড শিল্ডে কুইন্সল্যান্ডকে ৬৮৫ রানে হারিয়েছিল নিউ সাউথ ওয়েলস।
সে ম্যাচটি মনে থাকবে স্যার ডন ব্র্যাডম্যানের কারণে। নিউ সাউথ ওয়েলসের হয়ে ক্যারিয়ারসেরা ৪৫২ রানের ইনিংস খেলেছিলেন ব্র্যাডম্যান।
এ তালিকার তৃতীয় ঘটনাটি ১৯২৮ সালে। ব্রিসবেন টেস্টে ইংল্যান্ডের কাছে ৬৭৫ রানে হেরেছিল অস্ট্রেলিয়া।
রঞ্জি ট্রফির বিশ্ব রেকর্ড গড়া ম্যাচের প্রথম ইনিংসে ৮ উইকেটে ৬৪৭ রান করে মুম্বাই। উত্তরাখন্ডের গুটিয়ে যায় ১১৪ রানে।
দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ২৬১ রান তুলে ইনিংসের সমাপ্তি ঘোষণা করে মুম্বাই। ৭৯৪ রানের লক্ষ্য ব্যাটিংয়ে নেমে ২৮ ওভারের মধ্যে শেষ হয় উত্তরাখন্ডের ইনিংস। সর্বোচ্চ ২৫ রান আসে কিপার-ব্যাটার শিবম খুরানার ব্যাট থেকে। শূন্য রানে ফিরেছেন পাঁচজন।
মুম্বাইয়ের হয়ে ধাওয়ান কুলকার্নি, শামস মুলানি ও তানুশ কোটিয়ান ৩টি করে উইকেট নেন।
আগের দিন রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে ইতিহাস গড়েছিল বাংলা। ঝাড়খন্ডের বিপক্ষে প্রথম ইনিংসে প্রথম ৯ ব্যাটারের ফিফটিতে রেকর্ডের খাতায় নাম তোলে বাংলা। ২৫০ বছরের প্রথম শ্রেণির ইতিহাসে এমন কিছু আগে ঘটেনি।
এবার প্রথম শ্রেণির ইতিহাসে বিশ্ব রেকর্ড গড়ল রঞ্জি ট্রফির আরেক দল মুম্বাই। কোয়ার্টার ফাইনালে আজ উত্তরাখন্ডকে তারা হারিয়েছে ৭২৫ রানে।
কর্ণাটক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের চতুর্থ দিন ৭৯৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামে উত্তরাখন্ড। মাত্র ৬৯ রানেই শেষ হয় তাদের ইনিংস। মুম্বাইয়ের জেতে ৭২৫ রানের এভারেস্টসম ব্যবধানে। প্রথম শ্রেণির ক্রিকেটে সবচেয়ে বড় জয়ের আগের রেকর্ডটি ছিল ৬৮৫ রানের। ১৯২৯-৩০ মৌসুমে অষ্ট্রেলিয়ার শেফিল্ড শিল্ডে কুইন্সল্যান্ডকে ৬৮৫ রানে হারিয়েছিল নিউ সাউথ ওয়েলস।
সে ম্যাচটি মনে থাকবে স্যার ডন ব্র্যাডম্যানের কারণে। নিউ সাউথ ওয়েলসের হয়ে ক্যারিয়ারসেরা ৪৫২ রানের ইনিংস খেলেছিলেন ব্র্যাডম্যান।
এ তালিকার তৃতীয় ঘটনাটি ১৯২৮ সালে। ব্রিসবেন টেস্টে ইংল্যান্ডের কাছে ৬৭৫ রানে হেরেছিল অস্ট্রেলিয়া।
রঞ্জি ট্রফির বিশ্ব রেকর্ড গড়া ম্যাচের প্রথম ইনিংসে ৮ উইকেটে ৬৪৭ রান করে মুম্বাই। উত্তরাখন্ডের গুটিয়ে যায় ১১৪ রানে।
দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ২৬১ রান তুলে ইনিংসের সমাপ্তি ঘোষণা করে মুম্বাই। ৭৯৪ রানের লক্ষ্য ব্যাটিংয়ে নেমে ২৮ ওভারের মধ্যে শেষ হয় উত্তরাখন্ডের ইনিংস। সর্বোচ্চ ২৫ রান আসে কিপার-ব্যাটার শিবম খুরানার ব্যাট থেকে। শূন্য রানে ফিরেছেন পাঁচজন।
মুম্বাইয়ের হয়ে ধাওয়ান কুলকার্নি, শামস মুলানি ও তানুশ কোটিয়ান ৩টি করে উইকেট নেন।
ক্রিকেটে জিম্বাবুয়ে পার করছে দুঃসময়। কিন্তু প্রতিপক্ষ বাংলাদেশ হলে তারাও যেন হালে পানি পায়। সিলেট টেস্টে প্রথম দুই দিনই দাপট দেখিয়েছে জিম্বাবুয়ে। প্রথম ইনিংসে লিড নেয় তারা ৮২ রানের। দ্বিতীয় দিন শেষে ৫৭ রানে ১ উইকেট বাংলাদেশের।
৪ ঘণ্টা আগেসিলেট টেস্টে দ্বিতীয় দিন শেষে কিছুটা স্বস্তি বাংলাদেশ শিবিরে। যদিও এখনো পিছিয়ে আছে ২৫ রানে। ৮২ রানের লিড মাথায় নিয়ে দ্বিতীয় ইনিংসের শুরুতেই মাত্র ১৩ রানে কাটা পড়েছেন ওপেনার সাদমান ইসলাম। তবে দিন শেষে মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হকের ব্যাটে অপরাজিত ৪৪ রানের জুটিতে স্বপ্ন দেখছে বাংলাদেশ দল।
৫ ঘণ্টা আগেটেস্টে প্রথম দিনটা বেশ গুরুত্বপূর্ণ। সিলেট টেস্টে প্রথম দিনটাই ভালো যায়নি বাংলাদেশের। ফলে আজ দ্বিতীয় দিনও তারা শেষ করেছে পিছিয়ে থেকে। তবে মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত ঘূর্ণি জাদু ও শেষ বিকেলে মাহমুদুল হাসান জয়-মুমিনুল হকের ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ানোর আশা দেখছে স্বাগতিকেরা।
৬ ঘণ্টা আগেসিলেট টেস্টে দ্বিতীয় দিন শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে ১ উইকেট হারিয়ে ৫৭ রান তুলেছে বাংলাদেশ। ২৫ রানে পিছিয়ে থেকে কাল আবারও ব্যাটিংয়ে নামবে স্বাগতিকেরা। মুমিনুল হক ১৫ ও মাহমুদুল হাসান জয় ২৮ রানে অপরাজিত আছেন। দ্বিতীয় ইনিংসেও ওপেনিং জুটি বড় হয়নি বাংলাদেশের। ইনিংসের চতুর্থ ওভারে দলীয় ১৩ রানে ফেরেন সাদমান
৭ ঘণ্টা আগে