Ajker Patrika

বাংলার পর এবার বিশ্ব রেকর্ড গড়ল মুম্বাই

বাংলার পর এবার বিশ্ব রেকর্ড গড়ল মুম্বাই

আগের দিন রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে ইতিহাস গড়েছিল বাংলা। ঝাড়খন্ডের বিপক্ষে প্রথম ইনিংসে প্রথম ৯ ব্যাটারের ফিফটিতে রেকর্ডের খাতায় নাম তোলে বাংলা। ২৫০ বছরের প্রথম শ্রেণির ইতিহাসে এমন কিছু আগে ঘটেনি।

এবার প্রথম শ্রেণির ইতিহাসে বিশ্ব রেকর্ড গড়ল রঞ্জি ট্রফির আরেক দল মুম্বাই। কোয়ার্টার ফাইনালে আজ উত্তরাখন্ডকে তারা হারিয়েছে ৭২৫ রানে।

কর্ণাটক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের চতুর্থ দিন ৭৯৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামে উত্তরাখন্ড। মাত্র ৬৯ রানেই শেষ হয় তাদের ইনিংস। মুম্বাইয়ের জেতে ৭২৫ রানের এভারেস্টসম ব্যবধানে। প্রথম শ্রেণির ক্রিকেটে সবচেয়ে বড় জয়ের আগের রেকর্ডটি ছিল ৬৮৫ রানের। ১৯২৯-৩০ মৌসুমে অষ্ট্রেলিয়ার শেফিল্ড শিল্ডে কুইন্সল্যান্ডকে ৬৮৫ রানে হারিয়েছিল নিউ সাউথ ওয়েলস। 

সে ম্যাচটি মনে থাকবে স্যার ডন ব্র্যাডম্যানের কারণে। নিউ সাউথ ওয়েলসের হয়ে ক্যারিয়ারসেরা ৪৫২ রানের ইনিংস খেলেছিলেন ব্র্যাডম্যান। 

বিশ্ব রেকর্ড গড়েছে মুম্বাই দলএ তালিকার তৃতীয় ঘটনাটি ১৯২৮ সালে। ব্রিসবেন টেস্টে ইংল্যান্ডের কাছে ৬৭৫ রানে হেরেছিল অস্ট্রেলিয়া। 

রঞ্জি ট্রফির বিশ্ব রেকর্ড গড়া ম্যাচের প্রথম ইনিংসে ৮ উইকেটে ৬৪৭ রান করে মুম্বাই। উত্তরাখন্ডের গুটিয়ে যায় ১১৪ রানে। 

দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ২৬১ রান তুলে ইনিংসের সমাপ্তি ঘোষণা করে মুম্বাই। ৭৯৪ রানের লক্ষ্য ব্যাটিংয়ে নেমে ২৮ ওভারের মধ্যে শেষ হয় উত্তরাখন্ডের ইনিংস। সর্বোচ্চ ২৫ রান আসে কিপার-ব্যাটার শিবম খুরানার ব্যাট থেকে। শূন্য রানে ফিরেছেন পাঁচজন। 

মুম্বাইয়ের হয়ে ধাওয়ান কুলকার্নি, শামস মুলানি ও তানুশ কোটিয়ান ৩টি করে উইকেট নেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত