ক্রীড়া ডেস্ক
আগের দিন রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে ইতিহাস গড়েছিল বাংলা। ঝাড়খন্ডের বিপক্ষে প্রথম ইনিংসে প্রথম ৯ ব্যাটারের ফিফটিতে রেকর্ডের খাতায় নাম তোলে বাংলা। ২৫০ বছরের প্রথম শ্রেণির ইতিহাসে এমন কিছু আগে ঘটেনি।
এবার প্রথম শ্রেণির ইতিহাসে বিশ্ব রেকর্ড গড়ল রঞ্জি ট্রফির আরেক দল মুম্বাই। কোয়ার্টার ফাইনালে আজ উত্তরাখন্ডকে তারা হারিয়েছে ৭২৫ রানে।
কর্ণাটক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের চতুর্থ দিন ৭৯৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামে উত্তরাখন্ড। মাত্র ৬৯ রানেই শেষ হয় তাদের ইনিংস। মুম্বাইয়ের জেতে ৭২৫ রানের এভারেস্টসম ব্যবধানে। প্রথম শ্রেণির ক্রিকেটে সবচেয়ে বড় জয়ের আগের রেকর্ডটি ছিল ৬৮৫ রানের। ১৯২৯-৩০ মৌসুমে অষ্ট্রেলিয়ার শেফিল্ড শিল্ডে কুইন্সল্যান্ডকে ৬৮৫ রানে হারিয়েছিল নিউ সাউথ ওয়েলস।
সে ম্যাচটি মনে থাকবে স্যার ডন ব্র্যাডম্যানের কারণে। নিউ সাউথ ওয়েলসের হয়ে ক্যারিয়ারসেরা ৪৫২ রানের ইনিংস খেলেছিলেন ব্র্যাডম্যান।
এ তালিকার তৃতীয় ঘটনাটি ১৯২৮ সালে। ব্রিসবেন টেস্টে ইংল্যান্ডের কাছে ৬৭৫ রানে হেরেছিল অস্ট্রেলিয়া।
রঞ্জি ট্রফির বিশ্ব রেকর্ড গড়া ম্যাচের প্রথম ইনিংসে ৮ উইকেটে ৬৪৭ রান করে মুম্বাই। উত্তরাখন্ডের গুটিয়ে যায় ১১৪ রানে।
দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ২৬১ রান তুলে ইনিংসের সমাপ্তি ঘোষণা করে মুম্বাই। ৭৯৪ রানের লক্ষ্য ব্যাটিংয়ে নেমে ২৮ ওভারের মধ্যে শেষ হয় উত্তরাখন্ডের ইনিংস। সর্বোচ্চ ২৫ রান আসে কিপার-ব্যাটার শিবম খুরানার ব্যাট থেকে। শূন্য রানে ফিরেছেন পাঁচজন।
মুম্বাইয়ের হয়ে ধাওয়ান কুলকার্নি, শামস মুলানি ও তানুশ কোটিয়ান ৩টি করে উইকেট নেন।
আগের দিন রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে ইতিহাস গড়েছিল বাংলা। ঝাড়খন্ডের বিপক্ষে প্রথম ইনিংসে প্রথম ৯ ব্যাটারের ফিফটিতে রেকর্ডের খাতায় নাম তোলে বাংলা। ২৫০ বছরের প্রথম শ্রেণির ইতিহাসে এমন কিছু আগে ঘটেনি।
এবার প্রথম শ্রেণির ইতিহাসে বিশ্ব রেকর্ড গড়ল রঞ্জি ট্রফির আরেক দল মুম্বাই। কোয়ার্টার ফাইনালে আজ উত্তরাখন্ডকে তারা হারিয়েছে ৭২৫ রানে।
কর্ণাটক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের চতুর্থ দিন ৭৯৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামে উত্তরাখন্ড। মাত্র ৬৯ রানেই শেষ হয় তাদের ইনিংস। মুম্বাইয়ের জেতে ৭২৫ রানের এভারেস্টসম ব্যবধানে। প্রথম শ্রেণির ক্রিকেটে সবচেয়ে বড় জয়ের আগের রেকর্ডটি ছিল ৬৮৫ রানের। ১৯২৯-৩০ মৌসুমে অষ্ট্রেলিয়ার শেফিল্ড শিল্ডে কুইন্সল্যান্ডকে ৬৮৫ রানে হারিয়েছিল নিউ সাউথ ওয়েলস।
সে ম্যাচটি মনে থাকবে স্যার ডন ব্র্যাডম্যানের কারণে। নিউ সাউথ ওয়েলসের হয়ে ক্যারিয়ারসেরা ৪৫২ রানের ইনিংস খেলেছিলেন ব্র্যাডম্যান।
এ তালিকার তৃতীয় ঘটনাটি ১৯২৮ সালে। ব্রিসবেন টেস্টে ইংল্যান্ডের কাছে ৬৭৫ রানে হেরেছিল অস্ট্রেলিয়া।
রঞ্জি ট্রফির বিশ্ব রেকর্ড গড়া ম্যাচের প্রথম ইনিংসে ৮ উইকেটে ৬৪৭ রান করে মুম্বাই। উত্তরাখন্ডের গুটিয়ে যায় ১১৪ রানে।
দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ২৬১ রান তুলে ইনিংসের সমাপ্তি ঘোষণা করে মুম্বাই। ৭৯৪ রানের লক্ষ্য ব্যাটিংয়ে নেমে ২৮ ওভারের মধ্যে শেষ হয় উত্তরাখন্ডের ইনিংস। সর্বোচ্চ ২৫ রান আসে কিপার-ব্যাটার শিবম খুরানার ব্যাট থেকে। শূন্য রানে ফিরেছেন পাঁচজন।
মুম্বাইয়ের হয়ে ধাওয়ান কুলকার্নি, শামস মুলানি ও তানুশ কোটিয়ান ৩টি করে উইকেট নেন।
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির প্রথম সেমিফাইনালে আজ দেখা হচ্ছে অস্ট্রেলিয়া-ভারতের। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৩টায় ম্যাচটি শুরু হবে। সবশেষ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ভারতকে তাদেরই মাঠে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া।
২ মিনিট আগেচ্যাম্পিয়নস ট্রফিতে ভালো খেলতে পারেনি বাংলাদেশ। এর আগে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে হয়েছে ধবলধোলাই। তবে এসব ব্যর্থতা পেছনে ফেলে আসছে এপ্রিলে সিরিজ খেলার সুযোগ ক্রিকেট দলের সামনে। দুই টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে।
৫ মিনিট আগেএক মাসের ব্যবধানে আবার মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ ও আতলেতিকো মাদ্রিদ। এবার মঞ্চটা অবশ্য ভিন্ন, তবে সেখানে রিয়ালেরই ‘রাজত্ব’ চলে। আতলেতিকো চেষ্টা কম করেনি, কিন্তু রিয়ালের দাম্ভিকতার সামনে নিজেদের অস্তিত্ব খুঁজে পেতে হিমশিম খেতে হয়েছে তাদের।
২৫ মিনিট আগেওয়ানডে র্যাঙ্কিংয়ের এক নম্বর দল ভারত। দুই নম্বর অস্ট্রেলিয়া। এক আর দুইয়ের লড়াই সাধারণত আশা করা হয় ফাইনালে। কিন্তু এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে শীর্ষ দুই দলের সাক্ষাৎ হয়ে যাচ্ছে সেমিফাইনালে। আজ সেই সেমিফাইনাল।
৩১ মিনিট আগে