Ajker Patrika

টেস্টে ফিরেই করোনায় আক্রান্ত অস্ট্রেলিয়ান ক্রিকেটার

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৩, ১০: ৫৫
টেস্টে ফিরেই করোনায় আক্রান্ত অস্ট্রেলিয়ান ক্রিকেটার

প্রায় পাঁচ বছর পর টেস্ট দলে ফিরেই দুঃসংবাদ শুনলেন ম্যাট রেনশ। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) আজ শুরু হওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় টেস্টে করোনায় আক্রান্ত হলেন অস্ট্রেলিয়ার এই ব্যাটার। 

জাতীয় সংগীতের সময় রেনশকে আলাদা রাখা হয়েছিল। করোনা পজেটিভ হলেও এই ম্যাচ খেলবেন অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ব্যাটার। ক্রিকেট অস্ট্রেলিয়ার এক মুখপাত্র বলেন, ‘সিডনিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় টেস্ট শুরুর আগে অস্ট্রেলিয়ান ব্যাটার ম্যাট রেনশ অসুস্থ বোধ করছিল। তাকে স্কোয়াড থেকে আলাদা করা হয়েছে। রেনশ এরপর র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টে (র‍্যাট) পজেটিভ হয়েছে। সে এই ম্যাচে খেলবে।’

কোভিড সাবস্টিটিউট ফিল্ডার হিসেবে জরুরি ভিত্তিতে পিটার হ্যান্ডসকম্বের নাম অস্ট্রেলিয়া দলে তালিকাভুক্ত করা হয়েছিল। বিগ ব্যাশে মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলা হ্যান্ডসকম্ব এখনো সিডনিতে এসে পৌঁছাননি। 

২০১৬ থেকে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন রেনশ। অস্ট্রেলিয়ার হয়ে শুধু টেস্টই খেলছেন এই ব্যাটার। এখন পর্যন্ত ১২টি টেস্ট খেলেছেন তিনি। ৩৩.৪৭ গড়ে করেছেন ৬৩৬ রান। ১ সেঞ্চুরির সঙ্গে করেছেন ৩ ফিফটি। সাদা পোশাকে সর্বশেষ খেলেছিলেন ২০১৮-এর মার্চে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। সেই টেস্টে দুই ইনিংস মিলিয়ে ১৩ রান করেছিলেন অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ব্যাটার। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত