Ajker Patrika

কবে বিশ্বকাপের দল ঘোষণা করবে বিসিবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০২ মে ২০২৪, ১৬: ১৬
কবে বিশ্বকাপের দল ঘোষণা করবে বিসিবি

এবারও সবার আগে অভিনব উপায়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। তারপর দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, আফগানিস্তানও দল দিয়েছে। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দল ঘোষণা করবে কবে? 

২০২৩ ওয়ানডে বিশ্বকাপে সবার শেষে দল ঘোষণা করেছিল বিসিবি। তামিম ইকবালের থাকা না থাকা, মাহমুদউল্লাহ রিয়াদকে দলের বাইরে রাখা—গুরুত্বপূর্ণ এই দুই ইস্যুতে বিসিবি অপেক্ষা করেছিল শেষ দিন পর্যন্ত। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে অন্তত এ রকম কোনো জটিলতা নেই বিসিবির নির্বাচকদের। কাল বিকেএসপিতে প্রিমিয়ার লিগের ম্যাচ চলার ফাঁকে যথেষ্ট আলোচনা হলো বিশ্বকাপের দল নিয়ে। 

এক নির্বাচক কাল মোবাইল ফোনে জানালেন, বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণাই দেবেন না তাঁরা। নিয়ম অনুযায়ী আইসিসিকে দল পাঠিয়ে দেবে বিসিবি। এবার খুব একটা কাটাছেঁড়া হয়নি, নেই কোনো পজিশন নিয়ে দ্বিধাদ্বন্দ্ব, তবু দল ঘোষণায় সমস্যা কোথায়? প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বললেন, ‘আমাদের কাজ হলো দল গোছানো। আমরা সেটি করেছি। বিসিবিকে দেওয়া হয়েছে। কিন্তু সেটা ঘোষণা করা যাবে কি না প্রকাশ্যে, এটা বিসিবির সিদ্ধান্ত। তাদের কাছ থেকে যদি নির্দেশনা আসে, তাহলে সেটা ভিন্ন ব্যাপার।’ 

আরেক নির্বাচক আবদুর রাজ্জাক বললেন, ‘এটা আইসিসি চেয়েছিল, এই দলটা পাঠানো হবে। ওটা তো চূড়ান্ত দল না। যেহেতু এখনো পরিবর্তনের সময় আছে ২৪ মে পর্যন্ত। এখন ঘোষণা নয়, আইসিসির নিয়ম অনুযায়ী প্রাথমিক দলটা তাদের পাঠানো হবে।’ 

বিশ্বকাপের চূড়ান্ত দলই ঘোষণা করতে চায় বিসিবি। ছবি: এএফপিএ ব্যাপারে ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস বললেন, ‘এটা তো চূড়ান্ত দল নয়। আমাদের আরও কয়েকজন ক্রিকেটার চোটে পড়েছে। শেষ পর্যন্ত কী হয়, এটা দেখতে হবে। অফিশিয়ালি এখন ঘোষণা হবে না। এখনো সময় আছে। তবে প্রাথমিক দল আজ (গতকাল) রাত ১২টার মধ্যেই পাঠিয়ে দেওয়ার কথা।’ 

জানা গেছে, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদও চোট কাটিয়ে জিম্বাবুয়ে সিরিজের দলে ফেরা অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনকে রাখা হয়েছে ১৫ সদস্যের বিশ্বকাপ দলে। নির্বাচকেরা জানিয়েছেন, সাইফউদ্দিন-সৌম্য এখনো পুরোপুরি ফিট নন, তাঁদেরও শেষ পর্যন্ত দেখা হবে। সৌম্যের অবস্থা জানতে সপ্তাহখানেক পর আবারও পরীক্ষা হবে। 

কয়েকজন খেলোয়াড়ের ফিটনেস ইস্যুর কথা চিন্তা করে পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন ধ্রুবদের আপাতত রিজার্ভে রাখা হয়েছে। যদি কেউ চোটে পড়েন কিংবা ফিট হতে না পারেন, তখন তাঁদের থেকে কেউ সুযোগ পাবেন। 

রাজ্জাক বললেন, ‘জিম্বাবুয়ে সিরিজে যারা খেলবে, এরাই তো (যাবে)। এর বাইরে আমাদের টি-টোয়েন্টির খেলোয়াড় কোথায়?’ আর লিপু বললেন, ‘আমার ব্যক্তিগতভাবে মনে হয়, যুক্তরাষ্ট্রের দলটাই হবে বিশ্বকাপ দল। পরিবর্তন আসার সম্ভাবনা খুব একটা নেই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তামিম কি তাহলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হবেন

রাজনৈতিক দলের কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ, হেফাজতে সেনা কর্মকর্তা

পিআর পদ্ধতিতেই হবে ১০০ আসনের উচ্চকক্ষ, ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত

নারীর ‘বগলের গন্ধ’ পুরুষের মানসিক চাপ কমায়, তবে কি মানুষেরও আছে ফেরোমোন!

বাংলাদেশি পণ্যে ভারতের চেয়ে কম শুল্কের ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত