Ajker Patrika

সাকিবের বিপক্ষে কেন শুয়ে পড়লেন বাবর

আপডেট : ৩১ আগস্ট ২০২৪, ১৭: ৪৮
সাকিবের বিপক্ষে কেন শুয়ে পড়লেন বাবর

একই ভেন্যুতে খেলা বলেই কি না আগের ম্যাচের ঘোর থেকে বের হতে পারেনি পাকিস্তান। রাওয়ালপিন্ডিতে আজ দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে বাবর আজমকে দেখে তেমনটাই মনে হয়েছে। সাকিব আল হাসান বল হাত থেকে ছাড়তে না ছাড়তেই শুয়ে পড়লেন বাবর। 

রাওয়ালপিন্ডিতে আজ পাকিস্তানের প্রথম ইনিংসের ৪৮তম ওভারের ঘটনা। ওভারের পঞ্চম বলে বাবর সুইপ করার প্রস্তুতি নেন। বোলিং ছাড়ার মুহূর্তে কী মনে করে যেন থামলেন সাকিব আল হাসান। বাংলাদেশের তারকা অলরাউন্ডার যেন বাবরের অ্যাকশন দেখেই বুঝতে পেরে এমনটা করেন। অ্যাকশনে চলে যাওয়া বাবর পিচে ব্যাট ছুঁয়ে শুয়ে পড়লেন। পাকিস্তানি এই ব্যাটার হয়তো প্রথম টেস্টে তাঁর সতীর্থ মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার কথা মনে করেন। রাওয়ালপিন্ডিতেই প্রথম টেস্টে সাকিব বল ছুড়তে যাবেন এই মুহূর্তে রিজওয়ান থেমে গিয়েছিলেন। তখন সাকিব রিজওয়ানের মাথার ওপর দিয়ে বল ছুড়ে মেরেছিলেন।

পিচে আজ শুয়ে পড়ার কিছুক্ষণ পর সাকিবের বলেই আউট হয়েছেন বাবর। ৫৪তম ওভারের দ্বিতীয় বলটা সাকিব অনেক নিচু করে ছাড়েন। ক্রস ব্যাটে ব্যাকফুটে বাবর খেলতে গেলে প্যাডে লেগে যায়। বাংলাদেশ এলবিডব্লিউর আবেদন করলে আম্পায়ার আঙুল তুলে দেন। নন–স্ট্রাইকে থাকা মোহাম্মদ রিজওয়ানের মাথায় হাত উঠে গেছে। ৭৭ বলে ২ চারে ৩৭ রান করে আউট হয়েছেন বাবর।    

বৃষ্টি বাগড়ায় রাওয়ালপিন্ডিতে গতকাল প্রথম দিনের খেলাই হয়নি। দ্বিতীয় দিনে আজ শুরু হয়েছে ম্যাচ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তান ৬১ ওভারে ৫ উইকেটে ১৯৫ রান করেছে। রিজওয়ান ও সালমান আলী আগা ২৬ ও ৪ রানে ব্যাটিং করছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত