ক্রীড়া ডেস্ক
দুর্দান্ত পেস আক্রমণে শুরুতেই ভারতের ব্যাটিং লাইনআপ কাঁপিয়ে দেন। তবে চেন্নাই টেস্টের প্রথম দিনটি পুরোপুরি বাংলাদেশি পেসারের হতে দেননি রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা। দারুণ জুটিতে দুজনে গড়েছেন রেকর্ড। এ ছাড়া আরও কিছু রেকর্ড ও হয়েছে আজ। দেখে নেওয়া যাক সেসব—
৪
টেস্টে ৮ নম্বরে ব্যাটিংয়ে নেমে অশ্বিনের সেঞ্চুরির সংখ্যা। ব্যাটিং পজিশনে ৮ বা তার নিচে নেমে সর্বোচ্চ সেঞ্চুরিতে তাঁর ওপরে আছেন শুধু ড্যানিয়েল ভেট্টরি (৫)।
৫
চিপুকে এ নিয়ে টেস্টে পাঁচবার ৫ উইকেট ও দুই সেঞ্চুরি পেলেন অশ্বিন। এক ভেন্যুতে একাধিক সেঞ্চুরি ও পাঁচবার ৫ উইকেট পাওয়া দ্বিতীয় ভারতীয় ও সব মিলিয়ে পঞ্চম ক্রিকেটার তিনি।
৬
এ বছর টেস্টে শুবমান গিলের ডাক সংখ্যা। এক পঞ্চিকাবর্ষে তিন বা তার বেশি ডাক মারা ষষ্ঠ ভারতীয় হিসেবে এই লজ্জার রেকর্ড গড়লেন তিনি।
৪২
চেন্নাইয়ে ৯০ বছরের টেস্ট ইতিহাসে ৪২ বছর পর দ্বিতীয় অধিনায়ক হিসেবে টস জিতে ফিল্ডিং নিলেন নাজমুল হোসেন শান্ত। এর আগে সবশেষে অধিনায়ক হিসেবে ১৯৮২ সালে এমন সাহস দেখিয়েছিলেন ইংল্যান্ডের কিথ ফ্লেচার।
১৯৫
সপ্তম উইকেটে অশ্বিন-জাদেজার জুটি। টেস্টে প্রথম দিনে সাত বা তার চেয়ে নিচের উইকেটে এটিই এখন সর্বোচ্চ জুটির রান। এর আগেরটি কীর্তিটি ছিল নিউজিল্যান্ডের জেসি রাইডার ও ড্যানিয়েল ভেট্টরির। ২০০৯ সালে হ্যামিল্টনে ভারতের বিপক্ষে ১৮৬ রান করেছিলেন দুজনে।
৪/৫৮
চেন্নাই টেস্টে হাসানের বোলিং। ২০০০ সালের পর ভারতে টেস্টের প্রথম দিনে ৪ উইকেট পাওয়া দ্বিতীয় বোলার তিনি। ২০০৮ সালৈ আহমেদাবাদে ডেল স্টেইন ২৩ রানে নিয়েছিলেন ৫ উইকেট।
দুর্দান্ত পেস আক্রমণে শুরুতেই ভারতের ব্যাটিং লাইনআপ কাঁপিয়ে দেন। তবে চেন্নাই টেস্টের প্রথম দিনটি পুরোপুরি বাংলাদেশি পেসারের হতে দেননি রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা। দারুণ জুটিতে দুজনে গড়েছেন রেকর্ড। এ ছাড়া আরও কিছু রেকর্ড ও হয়েছে আজ। দেখে নেওয়া যাক সেসব—
৪
টেস্টে ৮ নম্বরে ব্যাটিংয়ে নেমে অশ্বিনের সেঞ্চুরির সংখ্যা। ব্যাটিং পজিশনে ৮ বা তার নিচে নেমে সর্বোচ্চ সেঞ্চুরিতে তাঁর ওপরে আছেন শুধু ড্যানিয়েল ভেট্টরি (৫)।
৫
চিপুকে এ নিয়ে টেস্টে পাঁচবার ৫ উইকেট ও দুই সেঞ্চুরি পেলেন অশ্বিন। এক ভেন্যুতে একাধিক সেঞ্চুরি ও পাঁচবার ৫ উইকেট পাওয়া দ্বিতীয় ভারতীয় ও সব মিলিয়ে পঞ্চম ক্রিকেটার তিনি।
৬
এ বছর টেস্টে শুবমান গিলের ডাক সংখ্যা। এক পঞ্চিকাবর্ষে তিন বা তার বেশি ডাক মারা ষষ্ঠ ভারতীয় হিসেবে এই লজ্জার রেকর্ড গড়লেন তিনি।
৪২
চেন্নাইয়ে ৯০ বছরের টেস্ট ইতিহাসে ৪২ বছর পর দ্বিতীয় অধিনায়ক হিসেবে টস জিতে ফিল্ডিং নিলেন নাজমুল হোসেন শান্ত। এর আগে সবশেষে অধিনায়ক হিসেবে ১৯৮২ সালে এমন সাহস দেখিয়েছিলেন ইংল্যান্ডের কিথ ফ্লেচার।
১৯৫
সপ্তম উইকেটে অশ্বিন-জাদেজার জুটি। টেস্টে প্রথম দিনে সাত বা তার চেয়ে নিচের উইকেটে এটিই এখন সর্বোচ্চ জুটির রান। এর আগেরটি কীর্তিটি ছিল নিউজিল্যান্ডের জেসি রাইডার ও ড্যানিয়েল ভেট্টরির। ২০০৯ সালে হ্যামিল্টনে ভারতের বিপক্ষে ১৮৬ রান করেছিলেন দুজনে।
৪/৫৮
চেন্নাই টেস্টে হাসানের বোলিং। ২০০০ সালের পর ভারতে টেস্টের প্রথম দিনে ৪ উইকেট পাওয়া দ্বিতীয় বোলার তিনি। ২০০৮ সালৈ আহমেদাবাদে ডেল স্টেইন ২৩ রানে নিয়েছিলেন ৫ উইকেট।
বিপিএলের প্লে-অফের একটি জায়গা নিয়ে লড়াই চলছিল দুর্বার রাজশাহী ও খুলনা টাইগার্সের সঙ্গে। তবে বাঁচা-মরার লড়াইয়ে লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে উড়িয়ে প্লে-অফের শেষ টিকিটটা নিশ্চিত করল খুলনাই। মহা গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মেহেদী হাসান মিরাজের অলরাউন্ড পারফরম্যান
৪৩ মিনিট আগেদ্বিতীয় দিনের খেলা শেষেই পরাজয় চোখ রাঙাচ্ছিল শ্রীলঙ্কাকে। বৃষ্টি-আশীর্বাদে তৃতীয় দিন ম্যাচের মীমাংসা না হলেও আজ ইনিংস এবং ২৪২ রানে হেরেছে শ্রীলঙ্কা। দেশটির টেস্ট ইতিহাসে ইনিংস ব্যবধানে এটাই সবচেয়ে বড় হার। আর শ্রীলঙ্কার বিপক্ষে এটাই সবচেয়ে বড় জয় অস্ট্রেলিয়ার।
১ ঘণ্টা আগেরাজপুত্র ফিরে এসেছেন। সাও পাওলোর সান্তোস শহরে মানুষের ব্যতিব্যস্ততা বেড়ে গেছে। ভারী বর্ষণ উপেক্ষা করে শহরের মানুষ জড়ো হতে থাকে সান্তোসের মাঠ ভিলা বেলমিরোয়। রাজপত্রকে বরণ করে নিতে হবে যে! সেই রাজপুত্র নেইমার।
২ ঘণ্টা আগেচলমান বিপিএলে ফিক্সিং ইস্যুতে ক্রিকেটার এনামুল হক বিজয়কে নিয়ে দেশত্যাগে নিষেধাজ্ঞার গুঞ্জনে সরগরম দেশের ক্রিকেটাঙ্গন। গণমাধ্যমে এ নিয়ে ছড়ানো নানা খবরের প্রেক্ষিতে আজকের পত্রিকাকে দেওয়া প্রতিক্রিয়ায় বিজয় বিষয়টি সরাসরি অস্বীকার করেছেন এবং নিজের অবস্থান পরিষ্কার করেছেন।
২ ঘণ্টা আগে