Ajker Patrika

র‍্যাঙ্কিংয়েও বাংলাদেশের মেয়েদের লাফ

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ২০: ৫৭
র‍্যাঙ্কিংয়েও বাংলাদেশের মেয়েদের লাফ

বাংলাদেশের ৫২ তম বিজয়ের দিনে বিজয়ের হাসি এনে দিয়েছিলেন মুর্শিদা খাতুন। ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে প্রথমবার তাদের মাটিতেই হারোনোর ইতিহাস তৈরি হয়েছিল তাঁর ব্যাটেই। তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে ১১৯ রানের জয়ের ম্যাচে ৯১ রান করেছিলেন তিনি। 

বাংলাদেশকে জয়ে এনে দেওয়ার পুরস্কার সেদিন ইস্ট লন্ডনে হাতে-নাতে পেয়েছিলেন মুর্শিদা। ম্যাচসেরার পর এবার আরও বড় পুরস্কার পেয়েছেন বাঁহাতি নারী ব্যাটার। ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিংয়ে উঠে এসেছেন তিনি। আজ আইসিসির সর্বশেষ প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে ২৩ ধাপ উন্নতি হয়েছে তাঁর। ৫২ নম্বরে আছেন ২৪ বছর বয়সী ব্যাটার। 

মুর্শিদার ক্যারিয়ার সেরা হলেও বাংলাদেশের নারী ব্যাটারদের মধ্যে তাঁর ওপরে আছেন তিনজন। ৪৭ নম্বরে থাকা রুমানা আহমেদের বিপরীতে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি আছেন ২৭ নম্বরে। আর বাংলাদেশের হয়ে সবার শীর্ষে আছেন ১৫ নম্বরে থাকা ফারজানা হক পিংকি। সব মিলিয়ে ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন ইংল্যান্ডের নাটালি সিভার-ব্রান্ট। 

মুর্শিদার মতো ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিং অর্জন করেছেন বোলার নাহিদা আক্তারও। শুধু নিজের নয় এই সংস্করণে বাংলাদেশেরই সেরা তিনি। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে কিছুদিন আগে মাসসেরার স্বীকৃতি পাওয়া নাহিদার ২ ধাপ উন্নতি হয়েছে। বর্তমানে ১২ তম স্থানে রয়েছেন বাঁহাতি এই স্পিনার। প্রোটিয়াদের বিপক্ষে জয়ের ম্যাচে ৩ উইকেট নিয়েছিলেন তিনি। 

নাহিদার পরেই বোলিংয়ে আছেন সালমা খাতুন। ২০ নম্বরে থাকা সালমার পরে শীর্ষ ৫০-এ আছেন বাংলাদেশের রুমানা আহমেদ ও জাহানারা আলম। ৩২ নম্বরে থাকা রুমানার পরের স্থানটিই জাহানারার। তিনজনের কেউই অবশ্য দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান সিরিজে নেই। সব মিলিয়ে বোলিংয়ে শীর্ষে আছেন ইংল্যান্ডের বাঁহাতি স্পিনার সোফি একলস্টোন। আর অলরাউন্ডারে এক নম্বরে আছেন অস্ট্রেলিয়ার অ্যাশলি গার্ডনার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত