Ajker Patrika

আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে সর্বোচ্চ ৩ বাংলাদেশি

আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ১৭: ১৯
আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে সর্বোচ্চ ৩ বাংলাদেশি

আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছিলেন মোস্তাফিজুর রহমান। আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলেও আছেন এই বাঁহাতি পেসার। তাঁর সঙ্গে আছেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। বর্ষসেরা ওয়ানডে দলে সর্বোচ্চ তিনজন বাংলাদেশের। পাকিস্তান, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও আয়ারল্যান্ডের আছেন দুজন করে।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বর্ষসেরা ওয়ানডে দলের তালিকা প্রকাশ করেছে আইসিসি। দলের অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে পাকিস্তানের বাবর আজমকে। দুই ওপেনার পল স্টার্লিং আর ইয়ানেমান মালানের পর তিনে ব্যাট করবেন বাবর। চারে নামবেন তাঁরই স্বদেশী ফখর জামান।

ব্যাটিংয়ে দারুণ একটা বছর কাটানো দক্ষিণ আফ্রিকান রাসি ফন ডার ডুসেনকে ব্যাটিং অর্ডারের পাঁচে ও অলরাউন্ডার হিসেবে সাকিবকে ছয়ে রাখা হয়েছে। ২০২১ সালে নয়টি ওয়ানডে খেলেছেন সাকিব। যেখানে ব্যাট হাতে ৩৯.৫৭ গড়ে করেছেন ২৭৭ রান। এ ছাড়াও বাঁহাতি স্পিনে শিকার করেছেন ১৭ উইকেট।

 উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে এরপরই আছেন আরেক বাংলাদেশি মুশফিকুর রহিম। গত বছর সাকিবের সমান নয় ম্যাচ খেলে ৫৮.১৪ গড়ে ৪০৭ রান করেছেন মুশফিক। দলে বাংলাদেশ পেসার মোস্তাফিজের সঙ্গে আছেন শ্রীলঙ্কান দুশমন্থ চামিরা। ২০২১ সালে মোট ১০ ওয়ানডেতে ৫.০৩ ইকোনমিতে ১৮ উইকেট শিকার করেছেন মোস্তাফিজ।

দুই পেসারের সঙ্গে একাদশে দুজন স্পিনার রাখা হয়েছে। শ্রীলঙ্কান লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গার সঙ্গে আইরিশ অফ স্পিনার সিমি সিং। 
 
আইসিসির বর্ষসেরা ওয়ানডে দল:
পল স্টার্লিং, ইয়ানেমান মালান, বাবর আজম (অধিনায়ক), ফখর জামান, রাসি ফন ডার ডুসেন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, মোস্তাফিজুর রহমান, সিমি সিং ও দুশমন্থ চামিরা।

আইসিসি বর্ষসেরা সম্পর্কিত আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সাবেক ছাত্রলীগ নেতা চবির হল শাখা শিবিরের সভাপতি

মাতৃত্বকালীন ভাতার তালিকায় অবিবাহিত মেয়ে, টাকা যায় মেম্বারের জামাতার মোবাইলে

বান্দরবানে এনসিপি নেতা সারজিসকে অবাঞ্ছিত ঘোষণা

গোপালগঞ্জে এনসিপির কর্মসূচি ঘিরে সহিংসতায় নিহতদের ময়নাতদন্ত কেন হয়নি, ব্যাখ্যা দিল হাসপাতাল কর্তৃপক্ষ

‘ক্ষমা না চাইলে এনসিপিকে ফেনীতে ঢুকতে দেওয়া হবে না’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত