স্পোর্টস ডেস্ক
আইপিএলে নিজের প্রথম ম্যাচটা ভালো যায়নি মোস্তাফিজুর রহমানের। তাঁর দলও ম্যাচটা জিততে পারেনি। কাল দারুণ বোলিংয়ে নিজেকে ফিরে পেয়েছেন। দিল্লির বিপক্ষে দলও পেয়েছে ২ উইকেটের অসাধারণ এক জয়।
প্রথম ম্যাচের হতাশা ভুলতে মোস্তাফিজুর রহমান নিশ্চয়ই এমন কিছুরই আশা করেছিলেন। দিল্লি ক্যাপিটালসের ইনিংসের সপ্তম ওভারে প্রথম বল হাতে পান ফিজ। বোলিংয়ে আসতে একটু সময় লাগলেও, উইকেটের সুবাস পেতে সময় নেন চার বল। প্রথম ওভারে ১ রান দিয়ে উইকেটও একটি। চার ওভার শেষে ফিজের বোলিং ফিগারটাও থেকেছে শুরুর মতোই জ্বলজ্বলে।
টস জিতে রাজস্থান রয়্যালস অধিনায়ক সাঞ্জু স্যামসন এদিনও ফিন্ডিং করার সিদ্ধান্ত নেন। বোলারদের ওপর আস্থার কথা জানিয়ে রেখেছিলেন টস করার সময়ই। একাদশে দুই বাঁহাতি পেসারের সঙ্গে নতুন করে আরেকজন বাঁহাতি পেসার জয়দেব উনাদকাটের অর্ন্তভুক্তি সে কারণেই। পাওয়ার প্লের ৬ ওভার শেষে ৩৬ রানে দিল্লির ৩ উইকেট নেই। স্যামসনের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করতে একে একে তিন উইকেটই নেন উনাদকাট।
সপ্তম ওভারে প্রথমবার বোলিং করতে আসেন মোস্তাফিজ। প্রথম বল থেকে ১ রান নিতে পারেন ঋশভ পন্ত। দ্বিতীয় ও তৃতীয় বলে উইকেটে মার্কাস স্টয়নিসের অস্বস্তি বুঝতে পারেন ফিজ। চর্তুথ বলে তাই ফিজের ট্রেডমার্ক কাটার। পঞ্চম বলে আবারও কাটার। এবার ফিজের কাটারে বোকা বনে যান এই অস্টেলিয়ান ব্যাটসম্যান। বল তুলে দেন কাভারের দিকে। শর্ট এক্সট্রা কাভার থেকে একটু পেছনে দৌড়ে স্টয়নিসকে তালুবন্দী করেন জস বাটলার। আগের ম্যাচে বাটলারের জন্য উইকেটবঞ্চিত ছিলেন। এদিন বাটলারকে একটা ধন্যবাদ দিতেই পারেন ফিজ!
গোলাপি জার্সিতে প্রথম উইকেটের জন্য ফিজকে ধন্যবাদ দিতে অবশ্য বেশি সময় নেয়নি রাজস্থান। সঙ্গে সঙ্গে ‘পয়লা তে পয়লা, এই তো চাই’ —টুইটে অভিনন্দন জানিয়ে দেয় রাজস্থান। প্রথম ওভার শেষে দেখার মতো ফিজের বোলিং বিশ্লেষণ: ১-০-১-১। ১২তম ওভারে নিজের দ্বিতীয় ওভার বোলিং করতে আসেন। শেষ বলে পান্তের কাছে চার খেয়ে এই ওভারে দেন ৮ রান।
নিজের তৃতীয় ওভার করতে আসেন ইনিংসের ১৭তম ওভারে। এই ওভারে দেন ৮ রান। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে দিল্লির স্কোর হয় ৬ উইকেটে ১০৭ রান। শেষ ওভার করতে আসেন ইনিংসের ১৯তম ওভারে। মোস্তাফিজের প্রথম বলে বাউন্ডারি মারেন টম কারান। দ্বিতীয় বলে দারুণ ডেলিভারিতে তাঁকে বোল্ড করেন ফিজ। এই ওভারে উইকেট পড়ে দুটি। এর মধ্যে রান আউটে কাঁটা পড়েন রবিচন্দ্রন অশ্বিন। চার ওভারে ২৯ রান দিয়ে ২ উইকেট পান বাঁহাতি এই পেসার। ডট দিয়েছেন ১১টি।
১৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১০ ওভারের মধ্যে ৫ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে রাজস্থান। প্রাথমিক বিপর্যয় সামাল দিয়ে দলকে জয়ের প্রান্তে নেওয়ার আগ মুহূর্তে ড্রেসিংরুমে ফেরেন ডেভিড মিলার। তার আগে ৪৩ বলে ৬২ রানের দুর্দান্ত ইনিংস উপহার দেন এই দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান। উইকেটে ক্রিস মরিস থাকায় রাজস্থানের জয়ের আশা তখনো মিটিমিটি জ্বলছিল। আগের ম্যাচে তাঁকে স্ট্রাইক না দেওয়ায় কথা উঠছিল। এবার পুরো দায়িত্বটাই তাঁর কাঁধে। শেষ ওভারে ১২ রানের সমীকরণটা তৃতীয়, চতুর্থ বলে দুই ছক্কায় মিলিয়ে দেন মরিস। টুর্নামেন্টের প্রথম জয় নিয়ে মাঠ ছাড়েন মোস্তাফিজরা।
আইপিএলে নিজের প্রথম ম্যাচটা ভালো যায়নি মোস্তাফিজুর রহমানের। তাঁর দলও ম্যাচটা জিততে পারেনি। কাল দারুণ বোলিংয়ে নিজেকে ফিরে পেয়েছেন। দিল্লির বিপক্ষে দলও পেয়েছে ২ উইকেটের অসাধারণ এক জয়।
প্রথম ম্যাচের হতাশা ভুলতে মোস্তাফিজুর রহমান নিশ্চয়ই এমন কিছুরই আশা করেছিলেন। দিল্লি ক্যাপিটালসের ইনিংসের সপ্তম ওভারে প্রথম বল হাতে পান ফিজ। বোলিংয়ে আসতে একটু সময় লাগলেও, উইকেটের সুবাস পেতে সময় নেন চার বল। প্রথম ওভারে ১ রান দিয়ে উইকেটও একটি। চার ওভার শেষে ফিজের বোলিং ফিগারটাও থেকেছে শুরুর মতোই জ্বলজ্বলে।
টস জিতে রাজস্থান রয়্যালস অধিনায়ক সাঞ্জু স্যামসন এদিনও ফিন্ডিং করার সিদ্ধান্ত নেন। বোলারদের ওপর আস্থার কথা জানিয়ে রেখেছিলেন টস করার সময়ই। একাদশে দুই বাঁহাতি পেসারের সঙ্গে নতুন করে আরেকজন বাঁহাতি পেসার জয়দেব উনাদকাটের অর্ন্তভুক্তি সে কারণেই। পাওয়ার প্লের ৬ ওভার শেষে ৩৬ রানে দিল্লির ৩ উইকেট নেই। স্যামসনের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করতে একে একে তিন উইকেটই নেন উনাদকাট।
সপ্তম ওভারে প্রথমবার বোলিং করতে আসেন মোস্তাফিজ। প্রথম বল থেকে ১ রান নিতে পারেন ঋশভ পন্ত। দ্বিতীয় ও তৃতীয় বলে উইকেটে মার্কাস স্টয়নিসের অস্বস্তি বুঝতে পারেন ফিজ। চর্তুথ বলে তাই ফিজের ট্রেডমার্ক কাটার। পঞ্চম বলে আবারও কাটার। এবার ফিজের কাটারে বোকা বনে যান এই অস্টেলিয়ান ব্যাটসম্যান। বল তুলে দেন কাভারের দিকে। শর্ট এক্সট্রা কাভার থেকে একটু পেছনে দৌড়ে স্টয়নিসকে তালুবন্দী করেন জস বাটলার। আগের ম্যাচে বাটলারের জন্য উইকেটবঞ্চিত ছিলেন। এদিন বাটলারকে একটা ধন্যবাদ দিতেই পারেন ফিজ!
গোলাপি জার্সিতে প্রথম উইকেটের জন্য ফিজকে ধন্যবাদ দিতে অবশ্য বেশি সময় নেয়নি রাজস্থান। সঙ্গে সঙ্গে ‘পয়লা তে পয়লা, এই তো চাই’ —টুইটে অভিনন্দন জানিয়ে দেয় রাজস্থান। প্রথম ওভার শেষে দেখার মতো ফিজের বোলিং বিশ্লেষণ: ১-০-১-১। ১২তম ওভারে নিজের দ্বিতীয় ওভার বোলিং করতে আসেন। শেষ বলে পান্তের কাছে চার খেয়ে এই ওভারে দেন ৮ রান।
নিজের তৃতীয় ওভার করতে আসেন ইনিংসের ১৭তম ওভারে। এই ওভারে দেন ৮ রান। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে দিল্লির স্কোর হয় ৬ উইকেটে ১০৭ রান। শেষ ওভার করতে আসেন ইনিংসের ১৯তম ওভারে। মোস্তাফিজের প্রথম বলে বাউন্ডারি মারেন টম কারান। দ্বিতীয় বলে দারুণ ডেলিভারিতে তাঁকে বোল্ড করেন ফিজ। এই ওভারে উইকেট পড়ে দুটি। এর মধ্যে রান আউটে কাঁটা পড়েন রবিচন্দ্রন অশ্বিন। চার ওভারে ২৯ রান দিয়ে ২ উইকেট পান বাঁহাতি এই পেসার। ডট দিয়েছেন ১১টি।
১৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১০ ওভারের মধ্যে ৫ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে রাজস্থান। প্রাথমিক বিপর্যয় সামাল দিয়ে দলকে জয়ের প্রান্তে নেওয়ার আগ মুহূর্তে ড্রেসিংরুমে ফেরেন ডেভিড মিলার। তার আগে ৪৩ বলে ৬২ রানের দুর্দান্ত ইনিংস উপহার দেন এই দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান। উইকেটে ক্রিস মরিস থাকায় রাজস্থানের জয়ের আশা তখনো মিটিমিটি জ্বলছিল। আগের ম্যাচে তাঁকে স্ট্রাইক না দেওয়ায় কথা উঠছিল। এবার পুরো দায়িত্বটাই তাঁর কাঁধে। শেষ ওভারে ১২ রানের সমীকরণটা তৃতীয়, চতুর্থ বলে দুই ছক্কায় মিলিয়ে দেন মরিস। টুর্নামেন্টের প্রথম জয় নিয়ে মাঠ ছাড়েন মোস্তাফিজরা।
স্বাগত পানীয় দিয়ে শুরু। কয়েক পদের মিষ্টান্ন দিয়ে শেষ। এর মাঝে কী ছিল না আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) নৈশভোজে!
১ ঘণ্টা আগেঅবশেষে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভার (এজিএম) মেঘ কাটতে শুরু করেছে। আগামীকাল ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে এসিসির এজিএম বয়কট করছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)—এমনই সংবাদ প্রকাশ হয়েছিল ভারতের সংবাদমাধ্যমে। ঢাকার সভা বর্জনে ভারতকে অনুসরণ করছিল শ্রীলঙ্কা, আফগানিস্তানের মতো
২ ঘণ্টা আগেএক ম্যাচ বাকি থাকতেই পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। মাসখানেক আগে এই বাংলাদেশকে ঘরের মাঠে ধবলধোলাই করেছিল পাকিস্তান। তারা নিজেরাই এখন ধবলধোলাইয়ের মুখে; যা মানতে পারছেন না দলটির সাবেক পেসার শোয়েব আখতার। পাকিস্তানকে ধুয়ে দেওয়ার পাশাপাশি করলেন বাংলাদেশের...
৪ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতি নিতে বাহরাইনের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ১৬ ও ২২ আগস্ট হবে ম্যাচ দুটি। আজ জাতীয় দল কমিটির সভায় নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। তবে অনূর্ধ্ব-২৩ দলের কোচ কে হবেন, সে ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
৫ ঘণ্টা আগে