Ajker Patrika

এবার শেষ ওভারের রোমাঞ্চে ভারতকে হারাল পাকিস্তান

এবার শেষ ওভারের রোমাঞ্চে ভারতকে হারাল পাকিস্তান

জয়ের জন্য শেষ ওভারে পাকিস্তানের দরকার ছিল ৭ রান। দ্বিতীয় বলে অর্শদীপ সিংকে চার মেরে সেই ব্যবধান ২ রানে নামিয়ে আনেন আসিফ আলী। কিন্তু চতুর্থ বলে এলবিডব্লিউ তিনি। পাকিস্তানের তখন ২ বলে দরকার ২ রান। ইফতিখার আহমেদ ব্যাট হাতে এসে ভারতকে আর কোনো সুযোগ দেননি। ফুল টস থেকে দুই রান নিয়ে পাকিস্তানকে জয় এনে দেন তিনি।

সেই সঙ্গে প্রতিশোধটাও নিয়ে নিল পাকিস্তান। এশিয়া কাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে হারলেও সুপার ফোরে ভারতকে হারাল বাবর আজমরা। দুবাইয়ে গ্রুপ পর্বের সেই ম্যাচও গড়িয়েছিল শেষ ওভারে। ২ বল বাকি থাকতে ছয় হাঁকিয়ে ভারতকে ৫ উইকেটের জয় এনে দিয়েছিলেন হার্দিক পান্ডিয়া। কিন্তু এবার ব্যাটিংয়ের পর বল হাতেও জ্বলে উঠতে পারেননি এই অলরাউন্ডার। এবার একই ভেন্যুতে পাকিস্তান প্রতিশোধ নিল ১ বল বাকি থাকতে ৫ উইকেটের জয়ে। 

টসে হেরে ব্যাটিংয়ে নেমে ভারতকে লড়াকু পুঁজি এনে দেন বিরাট কোহলি। তাঁর ফিফটিতে ৭ উইকেটে ১৮১ রানের সংগ্রহ পায় ভারত। এবারের এশিয়া কাপে ‘ব্যাক টু ব্যাক’ ফিফটি পেলেন কোহলি। ৪৪ বলে ৪ চার ও ১ ছয়ে ৬০ রান করেন তিনি। ভারতকে দুর্দান্ত শুরু এনে দেন লোকেশ রাহুল (২৮) ও রোহিত শর্মা (২৮)। ওপেনিং জুটিতে স্কোরবোর্ডে ৫৪ রান জমা করেন তাঁরা।

জবাব দিতে নেমে পাকিস্তান শুরুতে অধিনায়ক বাবরকে (১৪) হারায়। তবে উইকেটরক্ষক-ওপেনার মোহাম্মদ রিজওয়ানের ব্যাটে এগোতে থাকে তারা। তাঁকে দারুণ সঙ্গ দেন মোহাম্মদ নওয়াজ। ২০ বলে ৪২ রানের ইনিংস খেলে পাকিস্তানের জয়ের সম্ভাবনা উজ্জ্বল করে তোলেন তিনি। দলীয় ১৪৭ রানে ফেরেন রিজওয়ান। তাঁর ৫১ বলে ৭১ রানের ইনিংসটি সাজানো ছিল ৬ চার ও ২ ছয়ে। পাকিস্তানের জয়ের বাকি পথ পাড়ি দেয় খুশদিল শাহ (১৪*) ও আসিফ আলীর (১৬) ব্যাটে। এই জুটি ভাঙলেও শেষ ওভারের পঞ্চম বলে ২ রান নিয়ে দলকে জয় এনে দেন ইফতিখার (২*)। ১৯.১ ওভারে ৫ উইকেটে ১৮২ রান করে পাকিস্তান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত