ক্রীড়া ডেস্ক
এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপের বাছাইপর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে আজ। কুয়ালালামপুরে হওয়া এই ড্রয়ের পর জানা গেল, বাংলাদেশ বয়সভিত্তিক টুর্নামেন্টটি খেলবে জর্ডানে। টুর্নামেন্টে বাংলাদেশের গ্রুপে পড়েছে চাইনিজ তাইপেও।
এশিয়ার ২৭ দেশ অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপের এই বাছাইয়ে অংশগ্রহণ করছে। ২৭ দেশকে ভাগ করা হয়েছে আট গ্রুপে। ‘এ’ থেকে ‘সি’ গ্রুপে থাকছে চারটি করে দল। তিনটি করে দল থাকছে ডি’ থেকে ‘এইচ’ গ্রুপে। বাংলাদেশ পড়েছে ‘এইচ’ গ্রুপে। এই গ্রুপে বাংলাদেশের দুই প্রতিপক্ষ চাইনিজ তাইপে ও জর্ডান। বাংলাদেশ গ্রুপের স্বাগতিক দল হলো জর্ডান। বাংলাদেশের সিনিয়র নারী ফুটবল দল মে মাসে জর্ডান সফর করেছিল। দুটি প্রীতি ম্যাচ খেলেছিল সেখানে। এখন অনূর্ধ্ব-১৭ নারী দলকেও জর্ডান সফর করতে হবে।
১৩ থেকে ১৭ অক্টোবর আট দেশের আট ভেন্যুতে এএফসির অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইপর্ব হবে। আট গ্রুপের আট চ্যাম্পিয়ন আগামী বছর ৩০ এপ্রিল থেকে ১৭ মে চীনে মূল পর্বে খেলবে। ২০১৭, ২০১৯ ও ২০২৪ সালের পারফরম্যান্সের ভিত্তিতে পট সাজিয়েছে এএফসি। ২০১৭ ও ২০১৯ সালে সানজিদা-মারিয়ারা টানা দুই বার খেলেছিল মূল পর্বে। এজন্য এবার এফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপের বাছাইয়ে বাংলাদেশ ছিল এক নম্বর পটে। সবার শেষে বাংলাদেশের নাম ওঠায় বাংলাদেশ পড়েছে সর্বশেষ গ্রুপে।
এএফসি অনূর্ধ্ব-১৬ টুর্নামেন্টে বাংলাদেশ মূল পর্বে উঠেছিল ২০১৬ সালে। অনূর্ধ্ব-১৬ পর্যায়ে নারী ফুটবলে এশিয়ার শীর্ষ আট দলের একটি হলো বাংলাদেশ। তখন থেকেই বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নারী ফুটবলের সম্ভাবনা বিচার করে দীর্ঘমেয়াদী ক্যাম্প শুরু করে। ২০২৪ সালে সর্বশেষ অনূর্ধ্ব-১৭ নারী এশিয়া কাপে বাংলাদেশ মূল পর্বে খেলতে পারেনি। সানজিদাদের পুরোনো রেকর্ড তাদের জুনিয়রররা আবার ফিরিয়ে আনতে পারবেন কিনা, সেটাই দেখার বিষয়।
২০২৫ অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপ বাছাইয়ে ‘এ’ গ্রুপে পড়েছে ফিলিপাইন, মালয়েশিয়া, তাজিকিস্তান ও সিরিয়া। ‘এ’ গ্রুপের স্বাগতিক তাজিকিস্তান। ‘বি’, ‘সি’, ‘ডি’, ‘ই’, ‘এফ’ ও ‘জি’ গ্রুপের স্বাগতিক সৌদি আরব, মিয়ানমার, ভিয়েতনাম, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও কিরগিজস্তান। যেখানে ‘জি’ গ্রুপে কিরগিজস্তান ও উজবেকিস্তানের বিপক্ষে খেলবে ভারত। ‘এফ’ গ্রুপে থাইল্যান্ডের সঙ্গে পড়েছে নেপাল ও তুর্কমেনিস্তান।
বাংলাদেশের নারী ফুটবল দল এখন লাওসে এএফসি অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের বাছাই খেলছে। স্বাগতিক লাওসকে গতকাল ৩-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। কদিন আগে ঘরের মাঠে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপে। ভুটান, নেপাল ও শ্রীলঙ্কার বিপক্ষে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে দুটি করে ম্যাচ খেলেছিল বাংলাদেশ।
২০২৫ অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপ বাছাইয়ের গ্রুপ
‘এ’ গ্রুপ: ফিলিপাইন, মালয়েশিয়া, তাজিকিস্তান (স্বাগতিক), সিরিয়া
‘বি’ গ্রুপ: ইরান, লেবানন, কুয়েত, সৌদি আরব (স্বাগতিক)
‘সি’ গ্রুপ: ইন্দোনেশিয়া, মঙ্গোলিয়া, ম্যাকাউ, মিয়ানমার (স্বাগতিক)
‘ডি’ গ্রুপ: ভিয়েতনাম (স্বাগতিক), হংকং, চীন, গুয়াম
‘ই’ গ্রুপ: অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর (স্বাগতিক), উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জ
‘এফ’ গ্রুপ: থাইল্যান্ড (স্বাগতিক), নেপাল, তুর্কমেনিস্তান
‘জি’ গ্রুপ: ভারত, উজবেকিস্তান, কিরগিজস্তান (স্বাগতিক)
‘এইচ’ গ্রুপ: বাংলাদেশ, চাইনিজ তাইপে, জর্ডান (স্বাগতিক)
এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপের বাছাইপর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে আজ। কুয়ালালামপুরে হওয়া এই ড্রয়ের পর জানা গেল, বাংলাদেশ বয়সভিত্তিক টুর্নামেন্টটি খেলবে জর্ডানে। টুর্নামেন্টে বাংলাদেশের গ্রুপে পড়েছে চাইনিজ তাইপেও।
এশিয়ার ২৭ দেশ অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপের এই বাছাইয়ে অংশগ্রহণ করছে। ২৭ দেশকে ভাগ করা হয়েছে আট গ্রুপে। ‘এ’ থেকে ‘সি’ গ্রুপে থাকছে চারটি করে দল। তিনটি করে দল থাকছে ডি’ থেকে ‘এইচ’ গ্রুপে। বাংলাদেশ পড়েছে ‘এইচ’ গ্রুপে। এই গ্রুপে বাংলাদেশের দুই প্রতিপক্ষ চাইনিজ তাইপে ও জর্ডান। বাংলাদেশ গ্রুপের স্বাগতিক দল হলো জর্ডান। বাংলাদেশের সিনিয়র নারী ফুটবল দল মে মাসে জর্ডান সফর করেছিল। দুটি প্রীতি ম্যাচ খেলেছিল সেখানে। এখন অনূর্ধ্ব-১৭ নারী দলকেও জর্ডান সফর করতে হবে।
১৩ থেকে ১৭ অক্টোবর আট দেশের আট ভেন্যুতে এএফসির অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইপর্ব হবে। আট গ্রুপের আট চ্যাম্পিয়ন আগামী বছর ৩০ এপ্রিল থেকে ১৭ মে চীনে মূল পর্বে খেলবে। ২০১৭, ২০১৯ ও ২০২৪ সালের পারফরম্যান্সের ভিত্তিতে পট সাজিয়েছে এএফসি। ২০১৭ ও ২০১৯ সালে সানজিদা-মারিয়ারা টানা দুই বার খেলেছিল মূল পর্বে। এজন্য এবার এফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপের বাছাইয়ে বাংলাদেশ ছিল এক নম্বর পটে। সবার শেষে বাংলাদেশের নাম ওঠায় বাংলাদেশ পড়েছে সর্বশেষ গ্রুপে।
এএফসি অনূর্ধ্ব-১৬ টুর্নামেন্টে বাংলাদেশ মূল পর্বে উঠেছিল ২০১৬ সালে। অনূর্ধ্ব-১৬ পর্যায়ে নারী ফুটবলে এশিয়ার শীর্ষ আট দলের একটি হলো বাংলাদেশ। তখন থেকেই বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নারী ফুটবলের সম্ভাবনা বিচার করে দীর্ঘমেয়াদী ক্যাম্প শুরু করে। ২০২৪ সালে সর্বশেষ অনূর্ধ্ব-১৭ নারী এশিয়া কাপে বাংলাদেশ মূল পর্বে খেলতে পারেনি। সানজিদাদের পুরোনো রেকর্ড তাদের জুনিয়রররা আবার ফিরিয়ে আনতে পারবেন কিনা, সেটাই দেখার বিষয়।
২০২৫ অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপ বাছাইয়ে ‘এ’ গ্রুপে পড়েছে ফিলিপাইন, মালয়েশিয়া, তাজিকিস্তান ও সিরিয়া। ‘এ’ গ্রুপের স্বাগতিক তাজিকিস্তান। ‘বি’, ‘সি’, ‘ডি’, ‘ই’, ‘এফ’ ও ‘জি’ গ্রুপের স্বাগতিক সৌদি আরব, মিয়ানমার, ভিয়েতনাম, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও কিরগিজস্তান। যেখানে ‘জি’ গ্রুপে কিরগিজস্তান ও উজবেকিস্তানের বিপক্ষে খেলবে ভারত। ‘এফ’ গ্রুপে থাইল্যান্ডের সঙ্গে পড়েছে নেপাল ও তুর্কমেনিস্তান।
বাংলাদেশের নারী ফুটবল দল এখন লাওসে এএফসি অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের বাছাই খেলছে। স্বাগতিক লাওসকে গতকাল ৩-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। কদিন আগে ঘরের মাঠে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপে। ভুটান, নেপাল ও শ্রীলঙ্কার বিপক্ষে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে দুটি করে ম্যাচ খেলেছিল বাংলাদেশ।
২০২৫ অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপ বাছাইয়ের গ্রুপ
‘এ’ গ্রুপ: ফিলিপাইন, মালয়েশিয়া, তাজিকিস্তান (স্বাগতিক), সিরিয়া
‘বি’ গ্রুপ: ইরান, লেবানন, কুয়েত, সৌদি আরব (স্বাগতিক)
‘সি’ গ্রুপ: ইন্দোনেশিয়া, মঙ্গোলিয়া, ম্যাকাউ, মিয়ানমার (স্বাগতিক)
‘ডি’ গ্রুপ: ভিয়েতনাম (স্বাগতিক), হংকং, চীন, গুয়াম
‘ই’ গ্রুপ: অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর (স্বাগতিক), উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জ
‘এফ’ গ্রুপ: থাইল্যান্ড (স্বাগতিক), নেপাল, তুর্কমেনিস্তান
‘জি’ গ্রুপ: ভারত, উজবেকিস্তান, কিরগিজস্তান (স্বাগতিক)
‘এইচ’ গ্রুপ: বাংলাদেশ, চাইনিজ তাইপে, জর্ডান (স্বাগতিক)
২৪ আগস্ট শুরু হবে ইউএস ওপেন। তার আগে আজ বছরের শেষ গ্র্যান্ড স্ল্যামের প্রাইজমানি ঘোষণা করেছে আয়োজকেরা। এবার প্রাইজমানির দিক থেকে রীতিমতো ইতিহাস গড়েছে ইউএস ওপেন। ঘোষণা করেছে ৯০ মিলিয়ন মার্কিন ডলারের পুরস্কার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ৪৪ কোটি টাকা। টেনিস ইতিহাসে এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ
১০ মিনিট আগেবগুড়ায় সবশেষ আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ হয়েছিল ২০০৬ সালে। শহীদ চান্দু স্টেডিয়ামে ওয়ানডে ক্রিকেটে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। এই ভেন্যু থেকে এই দীর্ঘ সময়ে শুধু আন্তর্জাতিক ম্যাচই হারিয়ে যায়নি, হারিয়েছে ভেন্যু হিসেবে এর এক সময়ের জৌলুশও। বিপিএল কিংবা বিসিবির অন্যান্য ঘরোয়া টি-টোয়েন্টি আয়োজনেও আর নাম থাকে
১৮ মিনিট আগেআন্তর্জাতিক ফুটবলে নিয়মিত সাফল্য না থাকায় বিশ্ব ফুটবলে বাংলাদেশের অবস্থান যেন তৃতীয় বিশ্বে। মাঝেমধ্যে বিশ্ব ফুটবলে বাংলাদেশ যদি নাড়াও দেয়, সেটাও নেতিবাচক কারণে। সেক্ষেত্রে ইতিবাচক ঘটনায় ফিফার সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের নাম দেখাটা দুর্লভই বটে।
১ ঘণ্টা আগেমেয়েদের ফিফা র্যাঙ্কিংয়ে বড় সুখবর পেল বাংলাদেশ। ২৪ ধাপ এগিয়ে ১০৪ নম্বরে উঠে এসেছেন আফঈদা-তহুরা খাতুনরা। আজ প্রকাশিত মেয়েদের সবশেষ ফিফা র্যাঙ্কিংয়ে বড় লাফ দেওয়া দল বাংলাদেশই।
৩ ঘণ্টা আগে