২৪ অক্টোবর টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচেই মুখোমুখি হয়ে যাচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। টি-টোয়েন্টি সংস্করণের প্রথম দুই বিশ্ব চ্যাম্পিয়ন ছাড়াও গ্রুপ ‘২’-এ আছে নিউজিল্যান্ড-আফগানিস্তানের মতো দল। প্রথম রাউন্ড থেকে উঠে আসতে পারে শ্রীলঙ্কা কিংবা বাংলাদেশও।
তবে প্রতিপক্ষ যেমনই হোক, ভারত-পাকিস্তান ছাড়া গ্রুপ ‘২’ থেকে আর কোনো দলের সেমিফাইনালে খেলার সম্ভাবনা দেখছেন না পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাজিত খান। কেন ভারত-পাকিস্তান সেমিফাইনালে খেলবে সেই কারণও ব্যাখ্যা করেছেন পাকিস্তানের এই সাবেক ক্রিকেটার।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ধারাভাষ্য দিচ্ছেন বাজিত। স্টার স্পোর্টসের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘পাকিস্তান সেমিফাইনালে খেলবে—এটা বলার কারণ হিসেবে আমি বলব, বিশ্বকাপটা হচ্ছে আরব আমিরাতে। পাকিস্তানের এই পরিবেশ ভালো করেই জানা। এখানে ২০০ বনাম ২০০ রানের ইনিংস আশা করা বৃথা। পাকিস্তানের বোলাররা জানে এখানকার উইকেটে কীভাবে বল করতে হবে, কোথায় বল করতে হবে।’
ভারতের সেমিফাইনালে খেলার কারণ হিসেবে বাজিতের ব্যাখ্যা, ‘ভারতও তাদের স্পিনারদের ওপর নির্ভরশীল। আর এ ধরনের উইকেট তাদের বোলারদের জন্য একদম ঠিক আছে। ১৬০-১৭০ রান করতে পারলেই ভারত ভালো করবে।’
গ্রুপ ‘১’-এ আছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের মতো শক্তিশালী চার দল। এই গ্রুপ থেকে সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ডের সম্ভাবনা বেশি দেখছেন বাজিত, ‘ওয়েস্ট ইন্ডিজকে কখনোই হিসাবের বাইরে রাখা যাবে না। এরা কখন কী করে বসে কেউ জানে না। আমিরাতের উইকেটে ইংল্যান্ডের জন্য কঠিন হলেও এই দলের গভীরতা অনেক। তাই তাদের সেমিফাইনালে খেলার সম্ভাবনাও অনেক।’
২৪ অক্টোবর টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচেই মুখোমুখি হয়ে যাচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। টি-টোয়েন্টি সংস্করণের প্রথম দুই বিশ্ব চ্যাম্পিয়ন ছাড়াও গ্রুপ ‘২’-এ আছে নিউজিল্যান্ড-আফগানিস্তানের মতো দল। প্রথম রাউন্ড থেকে উঠে আসতে পারে শ্রীলঙ্কা কিংবা বাংলাদেশও।
তবে প্রতিপক্ষ যেমনই হোক, ভারত-পাকিস্তান ছাড়া গ্রুপ ‘২’ থেকে আর কোনো দলের সেমিফাইনালে খেলার সম্ভাবনা দেখছেন না পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাজিত খান। কেন ভারত-পাকিস্তান সেমিফাইনালে খেলবে সেই কারণও ব্যাখ্যা করেছেন পাকিস্তানের এই সাবেক ক্রিকেটার।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ধারাভাষ্য দিচ্ছেন বাজিত। স্টার স্পোর্টসের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘পাকিস্তান সেমিফাইনালে খেলবে—এটা বলার কারণ হিসেবে আমি বলব, বিশ্বকাপটা হচ্ছে আরব আমিরাতে। পাকিস্তানের এই পরিবেশ ভালো করেই জানা। এখানে ২০০ বনাম ২০০ রানের ইনিংস আশা করা বৃথা। পাকিস্তানের বোলাররা জানে এখানকার উইকেটে কীভাবে বল করতে হবে, কোথায় বল করতে হবে।’
ভারতের সেমিফাইনালে খেলার কারণ হিসেবে বাজিতের ব্যাখ্যা, ‘ভারতও তাদের স্পিনারদের ওপর নির্ভরশীল। আর এ ধরনের উইকেট তাদের বোলারদের জন্য একদম ঠিক আছে। ১৬০-১৭০ রান করতে পারলেই ভারত ভালো করবে।’
গ্রুপ ‘১’-এ আছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের মতো শক্তিশালী চার দল। এই গ্রুপ থেকে সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ডের সম্ভাবনা বেশি দেখছেন বাজিত, ‘ওয়েস্ট ইন্ডিজকে কখনোই হিসাবের বাইরে রাখা যাবে না। এরা কখন কী করে বসে কেউ জানে না। আমিরাতের উইকেটে ইংল্যান্ডের জন্য কঠিন হলেও এই দলের গভীরতা অনেক। তাই তাদের সেমিফাইনালে খেলার সম্ভাবনাও অনেক।’
এশিয়ান কাপ বাছাইয়ে ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে হারের পর বাংলাদেশের ফুটবলাররা অবসর সময় কাটাচ্ছেন। কেউ কেউ প্রস্তুতি নিচ্ছেন নতুন মৌসুমের জন্য। ঘরোয়া ফুটবল শুরু হবে ১২ সেপ্টেম্বর থেকে। তবে এর আগে ঝাঁপিয়ে পড়তে হবে জাতীয় দলের ব্যস্ততার জন্য।
২ ঘণ্টা আগেটেস্ট ক্রিকেটে বিদায় বলার তিন মাসও পূর্ণ হয়নি রোহিত শর্মার। খেলোয়াড় হিসেবে এবার তাই ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের দলে নেই রোহিত। কিন্তু যে ভারতের হয়ে ২০০৭ সাল থেকে খেলছেন, সেই দলের (ভারত) টানে এবার লন্ডনের ওভালে এসেছেন রোহিত।
২ ঘণ্টা আগেলন্ডনের ওভালে টেস্টে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ ২৬৩ রান করে জয়ের কীর্তি ইংল্যান্ডের। ১৯০২ সালে সেই ম্যাচে ইংল্যান্ডের প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া। ইংলিশদের সামনে এবার নিজেদেরই ১২৩ বছরের পুরোনো রেকর্ড ভাঙার হাতছানি। ওভালে সিরিজের পঞ্চম টেস্টে ইংল্যান্ডের সামনে ৩৭৪ রানের লক্ষ্য নির্ধারণ করে দিয়েছে ভারত।
৩ ঘণ্টা আগেভারত সেমিফাইনালে না খেলায় পাকিস্তান সরাসরি উঠে যায় ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের (ডব্লিউসিএল) ফাইনালে। কিন্তু শিরোপা নির্ধারণী ম্যাচে পাকিস্তান বিন্দুমাত্র পাত্তা পায়নি। এবি ডি ভিলিয়ার্সের ঝোড়ো সেঞ্চুরিতেই পাকিস্তান চ্যাম্পিয়নস হয়ে যায় স্তব্ধ। একতরফা ফাইনালের পর রহস্যময় পোস্ট দিয়েছেন সুরেশ রা
৩ ঘণ্টা আগে