ক্রীড়া ডেস্ক
করাচি ন্যাশনাল স্টেডিয়ামে পরশু রাতে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সর্বোচ্চ উইকেটশিকারীর স্বীকৃতিস্বরূপ ফজল মাহমুদ টুপি পরেছিলেন রিশাদ হোসেন। কিন্তু শীর্ষস্থানে ২৪ ঘণ্টাও থাকতে পারলেন না রিশাদ। বাংলাদেশি লেগ স্পিনারকে টপকে গেলেন ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার।
এবারের পিএসএলে দুটি ভিন্ন দলের হয়ে খেলছেন রিশাদ ও হোল্ডার। রিশাদের দল লাহোর কালান্দার্সের ম্যাচ ছিল পরশু রাতে করাচি কিংসের বিপক্ষে। আর হোল্ডারের ইসলামাবাদ ইউনাইটেড গত রাতে খেলেছে মুলতান সুলতানসের বিপক্ষে। রাওয়ালপিন্ডিতে এই ম্যাচে ২৫ রানে ৪ উইকেট নিয়েছেন হোল্ডার। ৩ ম্যাচে ৯ উইকেট নিয়ে ২০২৫ পিএসএলের সর্বোচ্চ উইকেটশিকারী বনে গেলেন তিনি। ক্যারিবীয় এই অলরাউন্ডার বোলিং করেছেন ৭.১২ ইকোনমিতে।
মুলতান সুলতানসের বিপক্ষে পুরোদস্তুর অলরাউন্ড পারফরম্যান্সে ম্যান অব দ্য ম্যাচ পেয়েছেন হোল্ডার। টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে ৭ নম্বরে ব্যাটিং করেছেন তিনি। ১৪ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩২ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। বোলিংয়ে ৪ উইকেট নিয়েছেন পুরো ৪ ওভার বোলিং করেই। ফিল্ডার হিসেবে ধরেছেন দুই ক্যাচ।
হোল্ডারের শীর্ষে ওঠার দিনে ইসলামাবাদ জিতেছে ৪৭ রানের বিশাল ব্যবধানে। প্রথমে ব্যাটিং পাওয়া ইসলামাবাদ করেছে ২০ ওভারে ৬ উইকেটে ২০২ রান। জবাবে মুলতান ১৮.৪ ওভারে ১৫৫ রানে অলআউট হয়েছে। ইসলামাবাদের ইমাদ ওয়াসিম, শাদাব খান নিয়েছেন ২ ও ১ উইকেট। হোল্ডারের পর সর্বোচ্চ উইকেটশিকারীর তালিকায় যৌথভাবে দুইয়ে চার ক্রিকেটার। রিশাদের সমান ৬ উইকেট পেলেও ইকোনমির কারণে এগিয়ে ইমাদ ও শাদাব। ইসলামাবাদের দুই স্পিনার ৭-এর কম ইকোনমিতে বোলিং করেছেন। বাংলাদেশি লেগ স্পিনারের ইকোনমি ৭.১২। ৬ উইকেট নেওয়া আরেক বোলার কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের আবরার আহমেদ বোলিং করেছেন ৯.৩৭ ইকোনমিতে।
এবারের পিএসএলে রিশাদ শুধু একটা ম্যাচই একাদশে সুযোগ পাননি। ১১ এপ্রিল ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে সেই ম্যাচটাই হেরেছে লাহোর। কোয়েটা ও করাচির বিপক্ষে ৭৯ ও ৬৫ রানের বিশাল দুই জয়ে লাহোরের নেট রানরেট +২.০৫১। তিন ম্যাচের দুটিতে জিতে এখন লাহোরের ৪ পয়েন্ট। ৬ পয়েন্ট নিয়ে ইসলামাবাদ ইউনাইটেড পয়েন্ট টেবিলের শীর্ষে। তিন ম্যাচের তিনটিতে জিতেছে তারা। লাহোরের পরের ম্যাচ মুলতান ক্রিকেট স্টেডিয়ামে ২২ এপ্রিল মুলতান সুলতানসের বিপক্ষে।
২০২৫ পিএসএলে সর্বোচ্চ উইকেট শিকারি পাঁচ বোলার
দল উইকেট ইকোনমি
জেসন হোল্ডার ইসলামাবাদ ৯ ৭.১০
ইমাদ ওয়াসিম ইসলামাবাদ ৬ ৬.৬৭
শাদাব খান ইসলামাবাদ ৬ ৬.৭৭
রিশাদ হোসেন লাহোর ৬ ৭.১২
আবরার আহমেদ কোয়েটা ৬ ৯.৩৭
*২০২৫-এর ১৬ এপ্রিল ইসলামাবাদ-মুলতান ম্যাচ পর্যন্ত
করাচি ন্যাশনাল স্টেডিয়ামে পরশু রাতে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সর্বোচ্চ উইকেটশিকারীর স্বীকৃতিস্বরূপ ফজল মাহমুদ টুপি পরেছিলেন রিশাদ হোসেন। কিন্তু শীর্ষস্থানে ২৪ ঘণ্টাও থাকতে পারলেন না রিশাদ। বাংলাদেশি লেগ স্পিনারকে টপকে গেলেন ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার।
এবারের পিএসএলে দুটি ভিন্ন দলের হয়ে খেলছেন রিশাদ ও হোল্ডার। রিশাদের দল লাহোর কালান্দার্সের ম্যাচ ছিল পরশু রাতে করাচি কিংসের বিপক্ষে। আর হোল্ডারের ইসলামাবাদ ইউনাইটেড গত রাতে খেলেছে মুলতান সুলতানসের বিপক্ষে। রাওয়ালপিন্ডিতে এই ম্যাচে ২৫ রানে ৪ উইকেট নিয়েছেন হোল্ডার। ৩ ম্যাচে ৯ উইকেট নিয়ে ২০২৫ পিএসএলের সর্বোচ্চ উইকেটশিকারী বনে গেলেন তিনি। ক্যারিবীয় এই অলরাউন্ডার বোলিং করেছেন ৭.১২ ইকোনমিতে।
মুলতান সুলতানসের বিপক্ষে পুরোদস্তুর অলরাউন্ড পারফরম্যান্সে ম্যান অব দ্য ম্যাচ পেয়েছেন হোল্ডার। টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে ৭ নম্বরে ব্যাটিং করেছেন তিনি। ১৪ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩২ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। বোলিংয়ে ৪ উইকেট নিয়েছেন পুরো ৪ ওভার বোলিং করেই। ফিল্ডার হিসেবে ধরেছেন দুই ক্যাচ।
হোল্ডারের শীর্ষে ওঠার দিনে ইসলামাবাদ জিতেছে ৪৭ রানের বিশাল ব্যবধানে। প্রথমে ব্যাটিং পাওয়া ইসলামাবাদ করেছে ২০ ওভারে ৬ উইকেটে ২০২ রান। জবাবে মুলতান ১৮.৪ ওভারে ১৫৫ রানে অলআউট হয়েছে। ইসলামাবাদের ইমাদ ওয়াসিম, শাদাব খান নিয়েছেন ২ ও ১ উইকেট। হোল্ডারের পর সর্বোচ্চ উইকেটশিকারীর তালিকায় যৌথভাবে দুইয়ে চার ক্রিকেটার। রিশাদের সমান ৬ উইকেট পেলেও ইকোনমির কারণে এগিয়ে ইমাদ ও শাদাব। ইসলামাবাদের দুই স্পিনার ৭-এর কম ইকোনমিতে বোলিং করেছেন। বাংলাদেশি লেগ স্পিনারের ইকোনমি ৭.১২। ৬ উইকেট নেওয়া আরেক বোলার কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের আবরার আহমেদ বোলিং করেছেন ৯.৩৭ ইকোনমিতে।
এবারের পিএসএলে রিশাদ শুধু একটা ম্যাচই একাদশে সুযোগ পাননি। ১১ এপ্রিল ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে সেই ম্যাচটাই হেরেছে লাহোর। কোয়েটা ও করাচির বিপক্ষে ৭৯ ও ৬৫ রানের বিশাল দুই জয়ে লাহোরের নেট রানরেট +২.০৫১। তিন ম্যাচের দুটিতে জিতে এখন লাহোরের ৪ পয়েন্ট। ৬ পয়েন্ট নিয়ে ইসলামাবাদ ইউনাইটেড পয়েন্ট টেবিলের শীর্ষে। তিন ম্যাচের তিনটিতে জিতেছে তারা। লাহোরের পরের ম্যাচ মুলতান ক্রিকেট স্টেডিয়ামে ২২ এপ্রিল মুলতান সুলতানসের বিপক্ষে।
২০২৫ পিএসএলে সর্বোচ্চ উইকেট শিকারি পাঁচ বোলার
দল উইকেট ইকোনমি
জেসন হোল্ডার ইসলামাবাদ ৯ ৭.১০
ইমাদ ওয়াসিম ইসলামাবাদ ৬ ৬.৬৭
শাদাব খান ইসলামাবাদ ৬ ৬.৭৭
রিশাদ হোসেন লাহোর ৬ ৭.১২
আবরার আহমেদ কোয়েটা ৬ ৯.৩৭
*২০২৫-এর ১৬ এপ্রিল ইসলামাবাদ-মুলতান ম্যাচ পর্যন্ত
৩৩ পেরিয়ে আজ ৩৪ বছরে পা দিয়েছেন লোকেশ রাহুল। ৩৩তম জন্মদিনের দিন ভক্তদের থেকে পেয়েছেন জন্মদিনের শুভেচ্ছা। আইপিএলে তাঁর দল দিল্লি ক্যাপিটালসও সামাজিক মাধ্যমে জন্মদিন নিয়ে একটি রিলস পোস্ট করেছে। নিজের জন্মদিনের দিনই মেয়ের নাম জানালেন রাহুল
১২ ঘণ্টা আগে৬২ পেরিয়ে আজ ৬৩-এ পা দিলেন ফিল সিমন্স। তাঁর ৬২তম জন্মদিনটা কেটেছে বাংলাদেশেই। কারণ, বাংলাদেশ-জিম্বাবুয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ দরজায় কড়া নাড়ছে। সিরিজ শুরুর আগে মুশফিকুর রহিম-মেহেদী হাসান মিরাজদের সঙ্গে জন্মদিন উদযাপন করলেন সিমন্স।
১২ ঘণ্টা আগে২০২২ কাতার বিশ্বকাপ জিতেই লিওনেল মেসির আজন্মলালিত স্বপ্ন পূরণ হয়েছে। তখন থেকেই মেসির ২০২৬ ফুটবল বিশ্বকাপ খেলা নিয়ে শোনা যাচ্ছে নানা কথাবার্তা। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ শুরু হতে যখন বাকি ১৪ মাস, তখন আলোচনাটা হচ্ছে আরও বেশি।
১৩ ঘণ্টা আগেএএইচএফ কাপে গত চার আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবার শুরুটা করল চ্যাম্পিয়নের মতো করেই। নিজেদের প্রথম ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে পুষ্কর ক্ষিসা মিমোর দল। জোড়া গোল করেছেন আশরাফুল ইসলাম।
১৪ ঘণ্টা আগে