Ajker Patrika

কাজাখস্তানকে উড়িয়ে দারুণ শুরু বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ এপ্রিল ২০২৫, ২০: ৪০
কাজাখস্তানের খেলোয়াড়কে কাটানোর চেষ্টায় আশরাফুল। ম্যাচে জোড়া গোল করেন তিনি। ছবি: এএইচএফ
কাজাখস্তানের খেলোয়াড়কে কাটানোর চেষ্টায় আশরাফুল। ম্যাচে জোড়া গোল করেন তিনি। ছবি: এএইচএফ

এএইচএফ কাপে গত চার আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবার শুরুটা করল চ্যাম্পিয়নের মতোই। নিজেদের প্রথম ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে পুষ্কর ক্ষিসা মিমোর দল। জোড়া গোল করেছেন আশরাফুল ইসলাম।

শ্রীলঙ্কা হারিয়ে আসর শুরু করা কাজাখস্তান বড় কোনো চ্যালেঞ্জে ফেলতে পারেনি বাংলাদেশকে। জাকার্তার জিবিকে হকি মাঠে প্রথম কোয়ার্টারে দুই দলই অবশ্য ছিল অগোছালো। ৫ মিনিটে বাংলাদেশ পেনাল্টি কর্নার পেলেও কাজে লাগাতে পারেনি। দ্বিতীয় কোয়ার্টারে ২৪ মিনিটে তৃতীয় পেনাল্টি কর্নার থেকে বাংলাদেশকে গোল এনে দেন আশরাফুল। ২৭ মিনিটে গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি বাংলাদেশ অধিনায়ক পুষ্কর ক্ষিসা মিমো। ৩০ মিনিটে পেনাল্টি কর্নার থেকে কাজাখস্তানকে সমতায় ফেরান আগিমতে দুইসেনগাজি।

তৃতীয় কোয়ার্টারে আধিপত্য দেখায় বাংলাদেশ। তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে ফেলে হাতের মুঠোয়। ৩৮ মিনিটে পেনাল্টি কর্নার থেকে নেওয়া আশরাফুলের শট ঠেকিয়ে দেন কাজাখস্তানের গোলরক্ষক আমান ইয়েলুবায়েভ। তবে ফিরতি শটে জাল কাঁপিয়ে বাংলাদেশকে এগিয়ে দেন নাঈম উদ্দিন। এর ঠিক পরের মিনিটেই ফিল্ড গোল করেন রাকিবুল হাসান। ৪৪ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ব্যবধান ৪-১ করেন সোহানুর রহমান সবুজ।

শেষ কোয়ার্টারে সেভাবে আর ম্যাচে ফেরার সুযোগ পায়নি কাজাখস্তান। বাংলাদেশও তেমন দাপট দেখাতে পারেনি খুব একটা। তবে ৫৯ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে পঞ্চম ও নিজের দ্বিতীয় গোলটি করেন আশরাফুল। তাতে বড় জয় নিয়েই মাঠ ছেড়েছে পুষ্কর ক্ষিসা মিমোর দল। ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন সবুজ।

দ্বিতীয় ম্যাচে একই ভেন্যুতে আগামী ২০ এপ্রিল স্বাগতিক ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে তারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত