নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এএইচএফ কাপে গত চার আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবার শুরুটা করল চ্যাম্পিয়নের মতোই। নিজেদের প্রথম ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে পুষ্কর ক্ষিসা মিমোর দল। জোড়া গোল করেছেন আশরাফুল ইসলাম।
শ্রীলঙ্কা হারিয়ে আসর শুরু করা কাজাখস্তান বড় কোনো চ্যালেঞ্জে ফেলতে পারেনি বাংলাদেশকে। জাকার্তার জিবিকে হকি মাঠে প্রথম কোয়ার্টারে দুই দলই অবশ্য ছিল অগোছালো। ৫ মিনিটে বাংলাদেশ পেনাল্টি কর্নার পেলেও কাজে লাগাতে পারেনি। দ্বিতীয় কোয়ার্টারে ২৪ মিনিটে তৃতীয় পেনাল্টি কর্নার থেকে বাংলাদেশকে গোল এনে দেন আশরাফুল। ২৭ মিনিটে গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি বাংলাদেশ অধিনায়ক পুষ্কর ক্ষিসা মিমো। ৩০ মিনিটে পেনাল্টি কর্নার থেকে কাজাখস্তানকে সমতায় ফেরান আগিমতে দুইসেনগাজি।
তৃতীয় কোয়ার্টারে আধিপত্য দেখায় বাংলাদেশ। তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে ফেলে হাতের মুঠোয়। ৩৮ মিনিটে পেনাল্টি কর্নার থেকে নেওয়া আশরাফুলের শট ঠেকিয়ে দেন কাজাখস্তানের গোলরক্ষক আমান ইয়েলুবায়েভ। তবে ফিরতি শটে জাল কাঁপিয়ে বাংলাদেশকে এগিয়ে দেন নাঈম উদ্দিন। এর ঠিক পরের মিনিটেই ফিল্ড গোল করেন রাকিবুল হাসান। ৪৪ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ব্যবধান ৪-১ করেন সোহানুর রহমান সবুজ।
শেষ কোয়ার্টারে সেভাবে আর ম্যাচে ফেরার সুযোগ পায়নি কাজাখস্তান। বাংলাদেশও তেমন দাপট দেখাতে পারেনি খুব একটা। তবে ৫৯ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে পঞ্চম ও নিজের দ্বিতীয় গোলটি করেন আশরাফুল। তাতে বড় জয় নিয়েই মাঠ ছেড়েছে পুষ্কর ক্ষিসা মিমোর দল। ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন সবুজ।
দ্বিতীয় ম্যাচে একই ভেন্যুতে আগামী ২০ এপ্রিল স্বাগতিক ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে তারা।
এএইচএফ কাপে গত চার আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবার শুরুটা করল চ্যাম্পিয়নের মতোই। নিজেদের প্রথম ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে পুষ্কর ক্ষিসা মিমোর দল। জোড়া গোল করেছেন আশরাফুল ইসলাম।
শ্রীলঙ্কা হারিয়ে আসর শুরু করা কাজাখস্তান বড় কোনো চ্যালেঞ্জে ফেলতে পারেনি বাংলাদেশকে। জাকার্তার জিবিকে হকি মাঠে প্রথম কোয়ার্টারে দুই দলই অবশ্য ছিল অগোছালো। ৫ মিনিটে বাংলাদেশ পেনাল্টি কর্নার পেলেও কাজে লাগাতে পারেনি। দ্বিতীয় কোয়ার্টারে ২৪ মিনিটে তৃতীয় পেনাল্টি কর্নার থেকে বাংলাদেশকে গোল এনে দেন আশরাফুল। ২৭ মিনিটে গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি বাংলাদেশ অধিনায়ক পুষ্কর ক্ষিসা মিমো। ৩০ মিনিটে পেনাল্টি কর্নার থেকে কাজাখস্তানকে সমতায় ফেরান আগিমতে দুইসেনগাজি।
তৃতীয় কোয়ার্টারে আধিপত্য দেখায় বাংলাদেশ। তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে ফেলে হাতের মুঠোয়। ৩৮ মিনিটে পেনাল্টি কর্নার থেকে নেওয়া আশরাফুলের শট ঠেকিয়ে দেন কাজাখস্তানের গোলরক্ষক আমান ইয়েলুবায়েভ। তবে ফিরতি শটে জাল কাঁপিয়ে বাংলাদেশকে এগিয়ে দেন নাঈম উদ্দিন। এর ঠিক পরের মিনিটেই ফিল্ড গোল করেন রাকিবুল হাসান। ৪৪ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ব্যবধান ৪-১ করেন সোহানুর রহমান সবুজ।
শেষ কোয়ার্টারে সেভাবে আর ম্যাচে ফেরার সুযোগ পায়নি কাজাখস্তান। বাংলাদেশও তেমন দাপট দেখাতে পারেনি খুব একটা। তবে ৫৯ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে পঞ্চম ও নিজের দ্বিতীয় গোলটি করেন আশরাফুল। তাতে বড় জয় নিয়েই মাঠ ছেড়েছে পুষ্কর ক্ষিসা মিমোর দল। ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন সবুজ।
দ্বিতীয় ম্যাচে একই ভেন্যুতে আগামী ২০ এপ্রিল স্বাগতিক ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে তারা।
বাংলাদেশ টেস্ট ক্রিকেট খেলছে প্রায় দুই যুগ ধরে। ২০০০ সালের নভেম্বরে ভারতের বিপক্ষে ঐতিহাসিক অভিষেকের পর প্রথম জয় পেতে সময় লেগেছিল চার বছরের বেশি। এই দীর্ঘ পথচলায় টেস্টে বাংলাদেশের প্রাপ্তি খুব একটা সমৃদ্ধ নয়। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তানের মতো বড় দলকে হারানোর কিছু সাফল্য এসেছে
২৫ মিনিট আগেজিতলেই বিশ্বকাপ—এমন সমীকরণ নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিততে পারেননি নিগার সুলতানা জ্যোতিরা। মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ে আজ পাকিস্তানের বিপক্ষেও একই সমীকরণ নিয়ে খেলে হেরেছেন বাংলাদেশের মেয়েরা। ৭ উইকেটের হারে জ্যোতিদের বিশ্বকাপ-ভাগ্য এখন ওয়েস্ট ইন্ডিজের হাতে। বিকেলে শুরু হওয়া থাই মেয়েদের বিপক্ষে
১ ঘণ্টা আগেজিম্বাবুয়ে আর সিলেট দুটোই যেন প্রিয় তাইজুল ইসলামের। টেস্টে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের বিপক্ষে ৪১টি করে উইকেট শিকার করেছেন এই বাঁহাতি স্পিনার। কাল থেকে সিলেটে আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ-জিম্বাবুয়ের প্রথম টেস্ট। সবকিছু ঠিক থাকলে অভিজ্ঞ তাইজুলকেও দেখা যেতে পারে একাদশে।
৩ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) আর্থিক অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ খতিয়ে দেখতে অভিযান চালিয়েছিল দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট ইনভেস্টিগেশন ইউনিট। যেখানে মুজিব বর্ষ উদ্যাপনে বিসিবির ব্যয়ে প্রায় ১৮ কোটি টাকার গরমিল পেয়েছে তদন্ত দলটি। পাশাপাশি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) টিকিট...
৪ ঘণ্টা আগে