ক্রীড়া ডেস্ক
৬২ পেরিয়ে আজ ৬৩-এ পা দিলেন ফিল সিমন্স। তাঁর ৬২তম জন্মদিনটা কেটেছে বাংলাদেশেই। কারণ, বাংলাদেশ-জিম্বাবুয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ দরজায় কড়া নাড়ছে। সিরিজ শুরুর আগে মুশফিকুর রহিম-মেহেদী হাসান মিরাজদের সঙ্গে জন্মদিন উদযাপন করলেন সিমন্স।
বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের প্রথম টেস্টের আগে দুই দলই এখন সিলেটে রয়েছে। গ্র্যান্ড সিলেট হোটেলের বলরুমে কেক কেটে আজ সিমন্সের জন্মদিন উদযাপন করেছেন। বাংলাদেশ ক্রিকেট দলের ম্যানেজার নাফিস ইকবাল নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে বাংলাদেশের প্রধান কোচের জন্মদিন উদযাপনের একটি ভিডিও পোস্ট করেছেন। সিমন্সের কেক কাটার সময় মুশফিক, মুমিনুল হক মিরাজ, তাইজুল ইসলাম, নাহিদ রানাসহ অন্যান্য ক্রিকেটাররা ছিলেন। বাংলাদেশের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দিনকেও দেখা গেছে সিমন্সের কেক কাটার সময়। মজার ছলে কেউ একজন জানতে চেয়েছেন, সিমন্সের বয়স ৬৬ কিনা! ভুল ধরিয়ে দিয়ে বাংলাদেশের প্রধান কোচ বলেন, ‘এবার ৬২ বছর হয়েছে।’ মিরাজের ছেলে ও তাইজুলের মেয়েকেও জন্মদিনের কেক খাইয়ে দিয়েছেন সিমন্স।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পরশু বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের প্রথম টেস্ট শুরু হচ্ছে । প্রথম টেস্টের আগে আজ সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি হয়ে এসেছেন সিমন্স। আর সিলেট টেস্ট যদি পাঁচ দিনে গড়ায়, তাহলে সেটা শেষ হবে ২৪ এপ্রিল। বাংলাদেশের প্রধান কোচের জন্মদিনেরও ৬ দিন পর হচ্ছে সেটা। বাংলাদেশের জয়ের মাধ্যমে উপহার যদি দেরিতেও আসে, তবু সিমন্স খুশি বলে সংবাদ সম্মেলনে আজ তাঁর কথায় প্রকাশ পেয়েছে। বাংলাদেশ দলের প্রধান কোচ বলেন, ‘জন্মদিনের উপহার চাই না। তবে প্রথম টেস্ট জিতলে ভালো একটা উপহার হবে এটা।’
বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজের ম্যাচ দুটি হবে দুটি ভিন্ন ভেন্যুতে। দ্বিতীয় টেস্ট ২৮ এপ্রিল শুরু হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে। সিমন্স আজ সিলেটে সংবাদ সম্মেলনে জানিয়েছেন, তিনি এগোতে চান ম্যাচ ধরে ধরে। বাংলাদেশের প্রধান কোচ বলেন, ‘ধবলধোলাই নিয়ে ভাবছি না। সামনের ম্যাচ ধরে ভাবি। আগে প্রথম টেস্ট জিতি। এরপর সিরিজ জয়ের কথাও চিন্তা করব। প্রথম টেস্টের প্রথম দিনটা আগে জিততে চাই। সিলেট টেস্ট শেষ করে চট্টগ্রাম টেস্ট নিয়ে ভাবব।’
বাংলাদেশ-জিম্বাবুয়ে এখন পর্যন্ত ১৮ টেস্টে মুখোমুখি হয়েছে। বাংলাদেশ জিতেছে ৮ ম্যাচ। ৭ ম্যাচ জিতেছে জিম্বাবুয়ে। বাকি তিন টেস্ট পরিত্যক্ত। সবশেষ তারা টেস্টে মুখোমুখি হয়েছে ২০২১ সালে। চার বছর আগে হারারেতে সেই টেস্টে বাংলাদেশ জিতেছিল ২২০ রানে।
আরও পড়ুন:
৬২ পেরিয়ে আজ ৬৩-এ পা দিলেন ফিল সিমন্স। তাঁর ৬২তম জন্মদিনটা কেটেছে বাংলাদেশেই। কারণ, বাংলাদেশ-জিম্বাবুয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ দরজায় কড়া নাড়ছে। সিরিজ শুরুর আগে মুশফিকুর রহিম-মেহেদী হাসান মিরাজদের সঙ্গে জন্মদিন উদযাপন করলেন সিমন্স।
বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের প্রথম টেস্টের আগে দুই দলই এখন সিলেটে রয়েছে। গ্র্যান্ড সিলেট হোটেলের বলরুমে কেক কেটে আজ সিমন্সের জন্মদিন উদযাপন করেছেন। বাংলাদেশ ক্রিকেট দলের ম্যানেজার নাফিস ইকবাল নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে বাংলাদেশের প্রধান কোচের জন্মদিন উদযাপনের একটি ভিডিও পোস্ট করেছেন। সিমন্সের কেক কাটার সময় মুশফিক, মুমিনুল হক মিরাজ, তাইজুল ইসলাম, নাহিদ রানাসহ অন্যান্য ক্রিকেটাররা ছিলেন। বাংলাদেশের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দিনকেও দেখা গেছে সিমন্সের কেক কাটার সময়। মজার ছলে কেউ একজন জানতে চেয়েছেন, সিমন্সের বয়স ৬৬ কিনা! ভুল ধরিয়ে দিয়ে বাংলাদেশের প্রধান কোচ বলেন, ‘এবার ৬২ বছর হয়েছে।’ মিরাজের ছেলে ও তাইজুলের মেয়েকেও জন্মদিনের কেক খাইয়ে দিয়েছেন সিমন্স।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পরশু বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের প্রথম টেস্ট শুরু হচ্ছে । প্রথম টেস্টের আগে আজ সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি হয়ে এসেছেন সিমন্স। আর সিলেট টেস্ট যদি পাঁচ দিনে গড়ায়, তাহলে সেটা শেষ হবে ২৪ এপ্রিল। বাংলাদেশের প্রধান কোচের জন্মদিনেরও ৬ দিন পর হচ্ছে সেটা। বাংলাদেশের জয়ের মাধ্যমে উপহার যদি দেরিতেও আসে, তবু সিমন্স খুশি বলে সংবাদ সম্মেলনে আজ তাঁর কথায় প্রকাশ পেয়েছে। বাংলাদেশ দলের প্রধান কোচ বলেন, ‘জন্মদিনের উপহার চাই না। তবে প্রথম টেস্ট জিতলে ভালো একটা উপহার হবে এটা।’
বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজের ম্যাচ দুটি হবে দুটি ভিন্ন ভেন্যুতে। দ্বিতীয় টেস্ট ২৮ এপ্রিল শুরু হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে। সিমন্স আজ সিলেটে সংবাদ সম্মেলনে জানিয়েছেন, তিনি এগোতে চান ম্যাচ ধরে ধরে। বাংলাদেশের প্রধান কোচ বলেন, ‘ধবলধোলাই নিয়ে ভাবছি না। সামনের ম্যাচ ধরে ভাবি। আগে প্রথম টেস্ট জিতি। এরপর সিরিজ জয়ের কথাও চিন্তা করব। প্রথম টেস্টের প্রথম দিনটা আগে জিততে চাই। সিলেট টেস্ট শেষ করে চট্টগ্রাম টেস্ট নিয়ে ভাবব।’
বাংলাদেশ-জিম্বাবুয়ে এখন পর্যন্ত ১৮ টেস্টে মুখোমুখি হয়েছে। বাংলাদেশ জিতেছে ৮ ম্যাচ। ৭ ম্যাচ জিতেছে জিম্বাবুয়ে। বাকি তিন টেস্ট পরিত্যক্ত। সবশেষ তারা টেস্টে মুখোমুখি হয়েছে ২০২১ সালে। চার বছর আগে হারারেতে সেই টেস্টে বাংলাদেশ জিতেছিল ২২০ রানে।
আরও পড়ুন:
বাংলাদেশ টেস্ট ক্রিকেট খেলছে প্রায় দুই যুগ ধরে। ২০০০ সালের নভেম্বরে ভারতের বিপক্ষে ঐতিহাসিক অভিষেকের পর প্রথম জয় পেতে সময় লেগেছিল চার বছরের বেশি। এই দীর্ঘ পথচলায় টেস্টে বাংলাদেশের প্রাপ্তি খুব একটা সমৃদ্ধ নয়। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তানের মতো বড় দলকে হারানোর কিছু সাফল্য এসেছে
১ মিনিট আগেজিতলেই বিশ্বকাপ—এমন সমীকরণ নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিততে পারেননি নিগার সুলতানা জ্যোতিরা। মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ে আজ পাকিস্তানের বিপক্ষেও একই সমীকরণ নিয়ে খেলে হেরেছেন বাংলাদেশের মেয়েরা। ৭ উইকেটের হারে জ্যোতিদের বিশ্বকাপ-ভাগ্য এখন ওয়েস্ট ইন্ডিজের হাতে। বিকেলে শুরু হওয়া থাই মেয়েদের বিপক্ষে
৩৪ মিনিট আগেজিম্বাবুয়ে আর সিলেট দুটোই যেন প্রিয় তাইজুল ইসলামের। টেস্টে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের বিপক্ষে ৪১টি করে উইকেট শিকার করেছেন এই বাঁহাতি স্পিনার। কাল থেকে সিলেটে আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ-জিম্বাবুয়ের প্রথম টেস্ট। সবকিছু ঠিক থাকলে অভিজ্ঞ তাইজুলকেও দেখা যেতে পারে একাদশে।
২ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) আর্থিক অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ খতিয়ে দেখতে অভিযান চালিয়েছিল দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট ইনভেস্টিগেশন ইউনিট। যেখানে মুজিব বর্ষ উদ্যাপনে বিসিবির ব্যয়ে প্রায় ১৮ কোটি টাকার গরমিল পেয়েছে তদন্ত দলটি। পাশাপাশি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) টিকিট...
৩ ঘণ্টা আগে