Ajker Patrika

২০২৬ বিশ্বকাপে খেলতেই সৎ থাকতে চান মেসি

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১৮ এপ্রিল ২০২৫, ২১: ৫১
২০২৬ বিশ্বকাপে খেলা নিয়ে এখনো অনিশ্চিত লিওনেল মেসি। ছবি: এএফপি
২০২৬ বিশ্বকাপে খেলা নিয়ে এখনো অনিশ্চিত লিওনেল মেসি। ছবি: এএফপি

২০২২ কাতার বিশ্বকাপ জিতেই লিওনেল মেসির আজন্মলালিত স্বপ্ন পূরণ হয়েছে। তখন থেকেই মেসির ২০২৬ ফুটবল বিশ্বকাপ খেলা নিয়ে শোনা যাচ্ছে নানা কথাবার্তা। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ শুরু হতে যখন বাকি ১৪ মাস, তখন আলোচনাটা হচ্ছে আরও বেশি।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো এই তিন দেশে আগামী বছর হচ্ছে ফুটবল বিশ্বকাপ। আর্জেন্টিনা তখন খেলতে নামবে শিরোপা ধরে রাখার মিশনে। ২৩তম ফুটবলবিশ্বকাপের সময় মেসির বয়স হবে ৩৯ বছর। আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার আগামী বিশ্বকাপে খেলবেন কি না, ফুটবলপ্রেমীদের ভাবনাটাও যে এটাই। কদিন আগে এক ইউটিউব চ্যানেল ‘সিম্পলি ফুটবল’কে দেয়া এক সাক্ষাৎকারে এমন প্রশ্নের উত্তরে মেসি বলেন, ‘২০২৬ বিশ্বকাপ নিয়ে আমার সিদ্ধান্ত নেওয়ার পেছনে এ বছরটা গুরুত্বপূর্ণ হবে। অবশ্যই বিশ্বকাপ এবং সেখানে থাকা নিয়ে ভাবছি। কিন্তু আমি প্রতিটি দিন ধরে ধরে এগোচ্ছি। সেই টুর্নামেন্ট (২০২৬ বিশ্বকাপ) আমি খেলতে পারব কি না, এ বিষয়ে নিজের সঙ্গে আমাকে সৎ থাকতে হবে।’

২০১৪ বিশ্বকাপের ফাইনালে জার্মানির কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় আর্জেন্টিনার। তবে সেই দুঃসহ ফাইনাল নিয়ে আর কোন আক্ষেপ নেই বলে জানান। কারণ, কাতার বিশ্বকাপ জয়ের মাধ্যমে আর্জেন্টিনার দীর্ঘ ৩৬ বছরের বিশ্বকাপ খরা কেটেছে। মেসি বলেন, ‘শুধু বিশ্বকাপটাই ছিল না। আমি সবকিছু জিতেছি। সবকিছুই অর্জন করেছি। ২০১৪ বিশ্বকাপের ফাইনালে উঠে চ্যাম্পিয়ন হতে না পারাটা আমার জন্য যন্ত্রণার ছিল। পরে চ্যাম্পিয়ন হওয়ায় সবকিছু সহনীয় পর্যায়ে এসেছে। আমার দৃষ্টিভঙ্গিও বদলে গেছে। হয়তো আমি দুটি বিশ্বকাপ জিততে পারতাম। তবে আমার বিশ্বকাপ আছে।’

মেসি এখন খেলছেন ইন্টার মায়ামিতে। যুক্তরাষ্ট্রের ক্লাবের প্রধান কোচ হাভিয়ের মাশচেরানো এক সময় ছিলেন মেসির সতীর্থ। কদিন আগে মাশচেরানো বলেন, ‘মেসির শরীর ও পা ২০২৬ বিশ্বকাপ খেলতে পুরোপুরি প্রস্তুত। তবে খেলবেন কি না এ সিদ্ধান্ত একান্তই তাঁর নিজের।’ মেসির পরবর্তী বিশ্বকাপে খেলার সম্ভাবনা নিয়ে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনিও বলেছিলেন, ‘দেখা যাক কী হয়। এখনো তো হাতে সময় আছে। মেসির সিদ্ধান্ত মেসিকেই নিতে হবে।’

মেসি ২০২১ সালের আগস্টে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেন। ২০২৩ সালের জুনে পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষে বার্সায় ফিরতে চাইলেও তা আর হয়ে উঠেনি। পরে পারিবারিক সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে নাম লেখান। ২০২৬ বিশ্বকাপ যেহেতু কানাডা, মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রে হবে, সেক্ষেত্রে মায়ামিতে খেলার অভিজ্ঞতা তাঁকে বাড়তি সাহস যোগাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

আওয়ামী লীগকেও পথভ্রষ্ট করেছেন শেখ হাসিনা

গণহত্যার জন্য ক্ষমা প্রার্থনা ও বাংলাদেশের ক্ষতিপূরণ দাবির উল্লেখ নেই পাকিস্তানের বিবৃতিতে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত