ক্রীড়া ডেস্ক
২০২২ কাতার বিশ্বকাপ জিতেই লিওনেল মেসির আজন্মলালিত স্বপ্ন পূরণ হয়েছে। তখন থেকেই মেসির ২০২৬ ফুটবল বিশ্বকাপ খেলা নিয়ে শোনা যাচ্ছে নানা কথাবার্তা। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ শুরু হতে যখন বাকি ১৪ মাস, তখন আলোচনাটা হচ্ছে আরও বেশি।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো এই তিন দেশে আগামী বছর হচ্ছে ফুটবল বিশ্বকাপ। আর্জেন্টিনা তখন খেলতে নামবে শিরোপা ধরে রাখার মিশনে। ২৩তম ফুটবলবিশ্বকাপের সময় মেসির বয়স হবে ৩৯ বছর। আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার আগামী বিশ্বকাপে খেলবেন কি না, ফুটবলপ্রেমীদের ভাবনাটাও যে এটাই। কদিন আগে এক ইউটিউব চ্যানেল ‘সিম্পলি ফুটবল’কে দেয়া এক সাক্ষাৎকারে এমন প্রশ্নের উত্তরে মেসি বলেন, ‘২০২৬ বিশ্বকাপ নিয়ে আমার সিদ্ধান্ত নেওয়ার পেছনে এ বছরটা গুরুত্বপূর্ণ হবে। অবশ্যই বিশ্বকাপ এবং সেখানে থাকা নিয়ে ভাবছি। কিন্তু আমি প্রতিটি দিন ধরে ধরে এগোচ্ছি। সেই টুর্নামেন্ট (২০২৬ বিশ্বকাপ) আমি খেলতে পারব কি না, এ বিষয়ে নিজের সঙ্গে আমাকে সৎ থাকতে হবে।’
২০১৪ বিশ্বকাপের ফাইনালে জার্মানির কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় আর্জেন্টিনার। তবে সেই দুঃসহ ফাইনাল নিয়ে আর কোন আক্ষেপ নেই বলে জানান। কারণ, কাতার বিশ্বকাপ জয়ের মাধ্যমে আর্জেন্টিনার দীর্ঘ ৩৬ বছরের বিশ্বকাপ খরা কেটেছে। মেসি বলেন, ‘শুধু বিশ্বকাপটাই ছিল না। আমি সবকিছু জিতেছি। সবকিছুই অর্জন করেছি। ২০১৪ বিশ্বকাপের ফাইনালে উঠে চ্যাম্পিয়ন হতে না পারাটা আমার জন্য যন্ত্রণার ছিল। পরে চ্যাম্পিয়ন হওয়ায় সবকিছু সহনীয় পর্যায়ে এসেছে। আমার দৃষ্টিভঙ্গিও বদলে গেছে। হয়তো আমি দুটি বিশ্বকাপ জিততে পারতাম। তবে আমার বিশ্বকাপ আছে।’
মেসি এখন খেলছেন ইন্টার মায়ামিতে। যুক্তরাষ্ট্রের ক্লাবের প্রধান কোচ হাভিয়ের মাশচেরানো এক সময় ছিলেন মেসির সতীর্থ। কদিন আগে মাশচেরানো বলেন, ‘মেসির শরীর ও পা ২০২৬ বিশ্বকাপ খেলতে পুরোপুরি প্রস্তুত। তবে খেলবেন কি না এ সিদ্ধান্ত একান্তই তাঁর নিজের।’ মেসির পরবর্তী বিশ্বকাপে খেলার সম্ভাবনা নিয়ে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনিও বলেছিলেন, ‘দেখা যাক কী হয়। এখনো তো হাতে সময় আছে। মেসির সিদ্ধান্ত মেসিকেই নিতে হবে।’
মেসি ২০২১ সালের আগস্টে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেন। ২০২৩ সালের জুনে পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষে বার্সায় ফিরতে চাইলেও তা আর হয়ে উঠেনি। পরে পারিবারিক সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে নাম লেখান। ২০২৬ বিশ্বকাপ যেহেতু কানাডা, মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রে হবে, সেক্ষেত্রে মায়ামিতে খেলার অভিজ্ঞতা তাঁকে বাড়তি সাহস যোগাবে।
২০২২ কাতার বিশ্বকাপ জিতেই লিওনেল মেসির আজন্মলালিত স্বপ্ন পূরণ হয়েছে। তখন থেকেই মেসির ২০২৬ ফুটবল বিশ্বকাপ খেলা নিয়ে শোনা যাচ্ছে নানা কথাবার্তা। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ শুরু হতে যখন বাকি ১৪ মাস, তখন আলোচনাটা হচ্ছে আরও বেশি।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো এই তিন দেশে আগামী বছর হচ্ছে ফুটবল বিশ্বকাপ। আর্জেন্টিনা তখন খেলতে নামবে শিরোপা ধরে রাখার মিশনে। ২৩তম ফুটবলবিশ্বকাপের সময় মেসির বয়স হবে ৩৯ বছর। আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার আগামী বিশ্বকাপে খেলবেন কি না, ফুটবলপ্রেমীদের ভাবনাটাও যে এটাই। কদিন আগে এক ইউটিউব চ্যানেল ‘সিম্পলি ফুটবল’কে দেয়া এক সাক্ষাৎকারে এমন প্রশ্নের উত্তরে মেসি বলেন, ‘২০২৬ বিশ্বকাপ নিয়ে আমার সিদ্ধান্ত নেওয়ার পেছনে এ বছরটা গুরুত্বপূর্ণ হবে। অবশ্যই বিশ্বকাপ এবং সেখানে থাকা নিয়ে ভাবছি। কিন্তু আমি প্রতিটি দিন ধরে ধরে এগোচ্ছি। সেই টুর্নামেন্ট (২০২৬ বিশ্বকাপ) আমি খেলতে পারব কি না, এ বিষয়ে নিজের সঙ্গে আমাকে সৎ থাকতে হবে।’
২০১৪ বিশ্বকাপের ফাইনালে জার্মানির কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় আর্জেন্টিনার। তবে সেই দুঃসহ ফাইনাল নিয়ে আর কোন আক্ষেপ নেই বলে জানান। কারণ, কাতার বিশ্বকাপ জয়ের মাধ্যমে আর্জেন্টিনার দীর্ঘ ৩৬ বছরের বিশ্বকাপ খরা কেটেছে। মেসি বলেন, ‘শুধু বিশ্বকাপটাই ছিল না। আমি সবকিছু জিতেছি। সবকিছুই অর্জন করেছি। ২০১৪ বিশ্বকাপের ফাইনালে উঠে চ্যাম্পিয়ন হতে না পারাটা আমার জন্য যন্ত্রণার ছিল। পরে চ্যাম্পিয়ন হওয়ায় সবকিছু সহনীয় পর্যায়ে এসেছে। আমার দৃষ্টিভঙ্গিও বদলে গেছে। হয়তো আমি দুটি বিশ্বকাপ জিততে পারতাম। তবে আমার বিশ্বকাপ আছে।’
মেসি এখন খেলছেন ইন্টার মায়ামিতে। যুক্তরাষ্ট্রের ক্লাবের প্রধান কোচ হাভিয়ের মাশচেরানো এক সময় ছিলেন মেসির সতীর্থ। কদিন আগে মাশচেরানো বলেন, ‘মেসির শরীর ও পা ২০২৬ বিশ্বকাপ খেলতে পুরোপুরি প্রস্তুত। তবে খেলবেন কি না এ সিদ্ধান্ত একান্তই তাঁর নিজের।’ মেসির পরবর্তী বিশ্বকাপে খেলার সম্ভাবনা নিয়ে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনিও বলেছিলেন, ‘দেখা যাক কী হয়। এখনো তো হাতে সময় আছে। মেসির সিদ্ধান্ত মেসিকেই নিতে হবে।’
মেসি ২০২১ সালের আগস্টে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেন। ২০২৩ সালের জুনে পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষে বার্সায় ফিরতে চাইলেও তা আর হয়ে উঠেনি। পরে পারিবারিক সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে নাম লেখান। ২০২৬ বিশ্বকাপ যেহেতু কানাডা, মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রে হবে, সেক্ষেত্রে মায়ামিতে খেলার অভিজ্ঞতা তাঁকে বাড়তি সাহস যোগাবে।
বাংলাদেশ টেস্ট ক্রিকেট খেলছে প্রায় দুই যুগ ধরে। ২০০০ সালের নভেম্বরে ভারতের বিপক্ষে ঐতিহাসিক অভিষেকের পর প্রথম জয় পেতে সময় লেগেছিল চার বছরের বেশি। এই দীর্ঘ পথচলায় টেস্টে বাংলাদেশের প্রাপ্তি খুব একটা সমৃদ্ধ নয়। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তানের মতো বড় দলকে হারানোর কিছু সাফল্য এসেছে
৩ মিনিট আগেজিতলেই বিশ্বকাপ—এমন সমীকরণ নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিততে পারেননি নিগার সুলতানা জ্যোতিরা। মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ে আজ পাকিস্তানের বিপক্ষেও একই সমীকরণ নিয়ে খেলে হেরেছেন বাংলাদেশের মেয়েরা। ৭ উইকেটের হারে জ্যোতিদের বিশ্বকাপ-ভাগ্য এখন ওয়েস্ট ইন্ডিজের হাতে। বিকেলে শুরু হওয়া থাই মেয়েদের বিপক্ষে
৩৫ মিনিট আগেজিম্বাবুয়ে আর সিলেট দুটোই যেন প্রিয় তাইজুল ইসলামের। টেস্টে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের বিপক্ষে ৪১টি করে উইকেট শিকার করেছেন এই বাঁহাতি স্পিনার। কাল থেকে সিলেটে আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ-জিম্বাবুয়ের প্রথম টেস্ট। সবকিছু ঠিক থাকলে অভিজ্ঞ তাইজুলকেও দেখা যেতে পারে একাদশে।
২ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) আর্থিক অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ খতিয়ে দেখতে অভিযান চালিয়েছিল দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট ইনভেস্টিগেশন ইউনিট। যেখানে মুজিব বর্ষ উদ্যাপনে বিসিবির ব্যয়ে প্রায় ১৮ কোটি টাকার গরমিল পেয়েছে তদন্ত দলটি। পাশাপাশি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) টিকিট...
৩ ঘণ্টা আগে