ক্রীড়া ডেস্ক
কঠিন শাস্তি শেষ পর্যন্ত পেয়েই গেলেন প্রবীন জয়াবিক্রমা। সব ধরনের ক্রিকেট থেকে এক বছরের নিষেধাজ্ঞা দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। যার মধ্যে শেষ ছয় মাস স্থগিত নিষেধাজ্ঞা। ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করার পাশাপাশি এই সংক্রান্ত কথাবার্তা ডিলিট করার অভিযোগও রয়েছে লঙ্কান বাঁহাতি স্পিনারের বিরুদ্ধে।
আইসিসির দুর্নীতিবিরোধী নীতিমালা ভঙ্গের দায়ে নিষেধাজ্ঞার খড়্গ নেমে আসে জয়াবিক্রমার ওপর। আন্তর্জাতিক ক্রিকেট ও লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) ফিক্সিংয়ে জড়ানোর অভিযোগেই এমন শাস্তি পেলেন তিনি। লঙ্কান বাঁহাতি স্পিনার দুর্নীতিবিরোধী ২.৪.৭ ধারা ভাঙার কথা স্বীকারও করেছেন। এই ধারা অনুযায়ী,ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও সেটি আইসিসিকে দ্রুত না জানানোর ব্যর্থতা, তদন্তের জন্য প্রয়োজনীয় নথিপত্র গোপন, অনৈতিক প্রভাব খাটানো ও ধ্বংস করা।অর্থাৎ ম্যাচ পাতানোর প্রস্তাব যেসব বার্তার মাধ্যমে পেয়েছিলেন, সেগুলো মুছে দুর্নীতিবিরোধী বিভাগের অনুসন্ধানে ঝামেলা সৃষ্টি করেছেন।
এ বছরের আগস্টে জয়াবিক্রমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছিল আইসিসি। সংস্থাটির দুর্নীতিবিরোধী দুটি ধারা ভঙ্গের অভিযোগ ছিল লঙ্কান বাঁহাতি স্পিনারের বিরুদ্ধে। অভিযোগের জবাব দিতে জয়াবিক্রমাকে তখন ১৪ দিন সময় দেওয়া হয়েছিল। শুরুর সময় হিসেব করা হয়েছিল ৬ আগস্ট থেকে। তবে নির্ধারিত ২০ আগস্টের মধ্যে তিনি কোনো জবাব দিতে পারেননি।
জয়াবিক্রমার বিরুদ্ধে ২০২১ এলপিএলে ফিক্সিংয়ের অভিযোগ আনা হয়েছিল। সেই মৌসুমে জাফনা কিংসের হয়ে এক ম্যাচ খেলে ২ উইকেট নিয়েছিলেন তিনি। সেবার জাফনা জিতেছিল দ্বিতীয় শিরোপা। ২০২৪ এলপিএলে ডাম্বুলা সিক্সার্সের হয়ে খেলার কথা ছিল জয়াবিক্রমার।
২০২১ সালে পাল্লেকেলেতে বাংলাদেশের বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু করেন জয়াবিক্রমা। টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি—তিন সংস্করণেই পাঁচটি করে ম্যাচ খেলেছেন তিনি। ১৫ ম্যাচের আন্তর্জাতিক ক্যারিয়ারে নিয়েছেন ৩২ উইকেট। যার মধ্যে টেস্টে নেন ১৫ উইকেট।
কঠিন শাস্তি শেষ পর্যন্ত পেয়েই গেলেন প্রবীন জয়াবিক্রমা। সব ধরনের ক্রিকেট থেকে এক বছরের নিষেধাজ্ঞা দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। যার মধ্যে শেষ ছয় মাস স্থগিত নিষেধাজ্ঞা। ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করার পাশাপাশি এই সংক্রান্ত কথাবার্তা ডিলিট করার অভিযোগও রয়েছে লঙ্কান বাঁহাতি স্পিনারের বিরুদ্ধে।
আইসিসির দুর্নীতিবিরোধী নীতিমালা ভঙ্গের দায়ে নিষেধাজ্ঞার খড়্গ নেমে আসে জয়াবিক্রমার ওপর। আন্তর্জাতিক ক্রিকেট ও লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) ফিক্সিংয়ে জড়ানোর অভিযোগেই এমন শাস্তি পেলেন তিনি। লঙ্কান বাঁহাতি স্পিনার দুর্নীতিবিরোধী ২.৪.৭ ধারা ভাঙার কথা স্বীকারও করেছেন। এই ধারা অনুযায়ী,ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও সেটি আইসিসিকে দ্রুত না জানানোর ব্যর্থতা, তদন্তের জন্য প্রয়োজনীয় নথিপত্র গোপন, অনৈতিক প্রভাব খাটানো ও ধ্বংস করা।অর্থাৎ ম্যাচ পাতানোর প্রস্তাব যেসব বার্তার মাধ্যমে পেয়েছিলেন, সেগুলো মুছে দুর্নীতিবিরোধী বিভাগের অনুসন্ধানে ঝামেলা সৃষ্টি করেছেন।
এ বছরের আগস্টে জয়াবিক্রমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছিল আইসিসি। সংস্থাটির দুর্নীতিবিরোধী দুটি ধারা ভঙ্গের অভিযোগ ছিল লঙ্কান বাঁহাতি স্পিনারের বিরুদ্ধে। অভিযোগের জবাব দিতে জয়াবিক্রমাকে তখন ১৪ দিন সময় দেওয়া হয়েছিল। শুরুর সময় হিসেব করা হয়েছিল ৬ আগস্ট থেকে। তবে নির্ধারিত ২০ আগস্টের মধ্যে তিনি কোনো জবাব দিতে পারেননি।
জয়াবিক্রমার বিরুদ্ধে ২০২১ এলপিএলে ফিক্সিংয়ের অভিযোগ আনা হয়েছিল। সেই মৌসুমে জাফনা কিংসের হয়ে এক ম্যাচ খেলে ২ উইকেট নিয়েছিলেন তিনি। সেবার জাফনা জিতেছিল দ্বিতীয় শিরোপা। ২০২৪ এলপিএলে ডাম্বুলা সিক্সার্সের হয়ে খেলার কথা ছিল জয়াবিক্রমার।
২০২১ সালে পাল্লেকেলেতে বাংলাদেশের বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু করেন জয়াবিক্রমা। টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি—তিন সংস্করণেই পাঁচটি করে ম্যাচ খেলেছেন তিনি। ১৫ ম্যাচের আন্তর্জাতিক ক্যারিয়ারে নিয়েছেন ৩২ উইকেট। যার মধ্যে টেস্টে নেন ১৫ উইকেট।
বিপিএলের প্লে-অফের একটি জায়গা নিয়ে লড়াই চলছিল দুর্বার রাজশাহী ও খুলনা টাইগার্সের সঙ্গে। তবে বাঁচা-মরার লড়াইয়ে লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে উড়িয়ে প্লে-অফের শেষ টিকিটটা নিশ্চিত করল খুলনাই। মহা গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মেহেদী হাসান মিরাজের অলরাউন্ড পারফরম্যান
২ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের খেলা শেষেই পরাজয় চোখ রাঙাচ্ছিল শ্রীলঙ্কাকে। বৃষ্টি-আশীর্বাদে তৃতীয় দিন ম্যাচের মীমাংসা না হলেও আজ ইনিংস এবং ২৪২ রানে হেরেছে শ্রীলঙ্কা। দেশটির টেস্ট ইতিহাসে ইনিংস ব্যবধানে এটাই সবচেয়ে বড় হার। আর শ্রীলঙ্কার বিপক্ষে এটাই সবচেয়ে বড় জয় অস্ট্রেলিয়ার।
২ ঘণ্টা আগেরাজপুত্র ফিরে এসেছেন। সাও পাওলোর সান্তোস শহরে মানুষের ব্যতিব্যস্ততা বেড়ে গেছে। ভারী বর্ষণ উপেক্ষা করে শহরের মানুষ জড়ো হতে থাকে সান্তোসের মাঠ ভিলা বেলমিরোয়। রাজপত্রকে বরণ করে নিতে হবে যে! সেই রাজপুত্র নেইমার।
৩ ঘণ্টা আগেচলমান বিপিএলে ফিক্সিং ইস্যুতে ক্রিকেটার এনামুল হক বিজয়কে নিয়ে দেশত্যাগে নিষেধাজ্ঞার গুঞ্জনে সরগরম দেশের ক্রিকেটাঙ্গন। গণমাধ্যমে এ নিয়ে ছড়ানো নানা খবরের প্রেক্ষিতে আজকের পত্রিকাকে দেওয়া প্রতিক্রিয়ায় বিজয় বিষয়টি সরাসরি অস্বীকার করেছেন এবং নিজের অবস্থান পরিষ্কার করেছেন।
৩ ঘণ্টা আগে