Ajker Patrika

কোন অপরাধে লঙ্কান ক্রিকেটারকে নিষিদ্ধ করল আইসিসি 

ক্রীড়া ডেস্ক
Thumbnail image

কঠিন শাস্তি শেষ পর্যন্ত পেয়েই গেলেন প্রবীন জয়াবিক্রমা। সব ধরনের ক্রিকেট থেকে এক বছরের নিষেধাজ্ঞা দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। যার মধ্যে শেষ ছয় মাস স্থগিত নিষেধাজ্ঞা। ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করার পাশাপাশি এই সংক্রান্ত কথাবার্তা ডিলিট করার অভিযোগও রয়েছে লঙ্কান বাঁহাতি স্পিনারের বিরুদ্ধে। 

আইসিসির দুর্নীতিবিরোধী নীতিমালা ভঙ্গের দায়ে নিষেধাজ্ঞার খড়্গ নেমে আসে জয়াবিক্রমার ওপর। আন্তর্জাতিক ক্রিকেট ও লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) ফিক্সিংয়ে জড়ানোর অভিযোগেই এমন শাস্তি পেলেন তিনি। লঙ্কান বাঁহাতি স্পিনার দুর্নীতিবিরোধী ২.৪.৭ ধারা ভাঙার কথা স্বীকারও করেছেন। এই ধারা অনুযায়ী,ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও সেটি আইসিসিকে দ্রুত না জানানোর ব্যর্থতা, তদন্তের জন্য প্রয়োজনীয় নথিপত্র গোপন, অনৈতিক প্রভাব খাটানো ও ধ্বংস করা।অর্থাৎ ম্যাচ পাতানোর প্রস্তাব যেসব বার্তার মাধ্যমে পেয়েছিলেন, সেগুলো মুছে দুর্নীতিবিরোধী বিভাগের অনুসন্ধানে ঝামেলা সৃষ্টি করেছেন। 

এ বছরের আগস্টে জয়াবিক্রমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছিল আইসিসি। সংস্থাটির দুর্নীতিবিরোধী দুটি ধারা ভঙ্গের অভিযোগ ছিল লঙ্কান বাঁহাতি স্পিনারের বিরুদ্ধে। অভিযোগের জবাব দিতে জয়াবিক্রমাকে তখন ১৪ দিন সময় দেওয়া হয়েছিল। শুরুর সময় হিসেব করা হয়েছিল ৬ আগস্ট থেকে। তবে নির্ধারিত ২০ আগস্টের মধ্যে তিনি কোনো জবাব দিতে পারেননি।

জয়াবিক্রমার বিরুদ্ধে ২০২১ এলপিএলে ফিক্সিংয়ের অভিযোগ আনা হয়েছিল। সেই মৌসুমে জাফনা কিংসের হয়ে এক ম্যাচ খেলে ২ উইকেট নিয়েছিলেন তিনি। সেবার জাফনা জিতেছিল দ্বিতীয় শিরোপা। ২০২৪ এলপিএলে ডাম্বুলা সিক্সার্সের হয়ে খেলার কথা ছিল জয়াবিক্রমার। 

২০২১ সালে পাল্লেকেলেতে বাংলাদেশের বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু করেন জয়াবিক্রমা। টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি—তিন সংস্করণেই পাঁচটি করে ম্যাচ খেলেছেন তিনি। ১৫ ম্যাচের আন্তর্জাতিক ক্যারিয়ারে নিয়েছেন ৩২ উইকেট। যার মধ্যে টেস্টে নেন ১৫ উইকেট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত