Ajker Patrika

গুরবাজ-ইব্রাহিমের পরীক্ষা নিচ্ছেন তাসকিন-সাকিবরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৫ জুন ২০২৪, ০৮: ১৫
গুরবাজ-ইব্রাহিমের পরীক্ষা নিচ্ছেন তাসকিন-সাকিবরা

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ৩ ম্যাচে অন্তত ১০০ রানের জুটি গড়েছেন আফগানিস্তানের দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। বাংলাদেশ ম্যাচের আগ পর্যন্ত বিশ্বকাপে ওপেনিং জুটিতে সর্বোচ্চ গড় (৭৬.৬০) এই জুটির। সেমিফাইনালের জটিল সমীকরণ মেলানোর ম্যাচে তাসকিন আহমেদ-সাকিব আল হাসানরা কঠিন পরীক্ষা নিচ্ছেন গুরবাজ-ইব্রাহিম জুটির।

সেন্ট ভিনসেন্টের আর্নস ভেল গ্রাউন্ডে পাওয়ার-প্লেতে ২৭ রান তুলেছে আফগানিস্তান। ওভারপ্রতি আফগান ওপেনারা রান তুলতে পেরেছেন ৪.৫০ ইকোনোমিতে। গুরবাজ ২১ বলে ১৫ ও ইব্রাহিম ১৫ বলে ১০ রান। আফগানিস্তান ব্যাটিংয়ের অনেকটাই নির্ভর করছে এ জুটির ওপর।

জুটি ভাঙার একটা সুযোগ অবশ্য পেয়েছিল বাংলাদেশ। পঞ্চম ওভারে সাকিবের বলে কাভারে ইব্রাহিমের ক্যাচ হাতে জমা করতে পারেননি তাওহিদ হৃদয়। 

সুপার এইটের শেষ ম্যাচে বাংলাদেশ-আফগানিস্তানের এ ম্যাচের ওপর নির্ভর করছে তিন দলের ভাগ্য। গ্রুপ-১ থেকে গতকাল রাতে অস্ট্রেলিয়াকে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে চলে গেছে ভারত। এখনো সুযোগ আছে বাকি তিন দলের। কাজটি সবচেয়ে কঠিন বাংলাদেশের।

সেমিফাইনালে যেতে আফগানিস্তানকে হারিয়ে পেতে হবে ২ পয়েন্ট, সঙ্গে নেট রানরেটেও টপকে যেতে হবে অস্ট্রেলিয়াকে (-০.৩৩১)। ফলে আফগানিস্তানকে হারাতে হবে বড় ব্যবধানে। বাংলাদেশের নেট রানরেট এখন -২.৪৮৯। আফগানিস্তান ১৪০ রান করলে সেটি তাড়া করতে হবে ১২.৩ ওভারের মধ্যে। অবশ্য শেষ বলে ছক্কা মারলে সে সুযোগ থাকবে ১৩.১ ওভার পর্যন্ত।

এর কম ব্যবধানে যদি বাংলাদেশ আফগানিস্তানকে হারায়, তাহলে সেমিফাইনালে যাবে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার সেমিফাইনালে যেতে আজ বাংলাদেশের জয় প্রয়োজন, কিন্তু সেটি বড় ব্যবধানে নয়। আফগানিস্তানের সমীকরণ সেখানে সরল—বাংলাদেশকে হারালেই নিশ্চিত সেমিফাইনাল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সঙ্গে আফগানিস্তান-শ্রীলঙ্কাও ঢাকায় এসিসির সভা বর্জন করল

মুক্তি পেয়ে আ.লীগ নেতার ভিডিও বার্তা, বেআইনি বলল বিএনপি

গাড়ি কেনার টাকা না দেওয়ায় স্ত্রীকে মারধর, নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মামলা

যুদ্ধবিমানের ২৫০ ইঞ্জিন কিনছে ভারত, ফ্রান্সের সঙ্গে ৬১ হাজার কোটি রুপির চুক্তি

সালাহউদ্দিনকে নিয়ে বিষোদ্‌গার: চকরিয়ায় এনসিপির পথসভার মঞ্চে বিএনপির হামলা-ভাঙচুর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত