Ajker Patrika

ভারত-পাকিস্তান কেন নিষিদ্ধ হচ্ছে না, আইসিসিকে প্রশ্ন রশিদের

ক্রীড়া ডেস্ক    
Thumbnail image
চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে যুদ্ধ চলছে ভারত ও পাকিস্তানের। ছবি: ফাইল ছবি

মাঠের চেয়ে মাঠের বাইরের যুদ্ধে এখন বেশি ব্যস্ত ভারত-পাকিস্তান। লড়াইয়ের ইস্যু ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি। দুই পক্ষ দিচ্ছে পাল্টাপাল্টি হুমকি। পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার রশিদ লতিফ এমন ঘটনায় খুব বিরক্ত। ভারত-পাকিস্তানকে নিষিদ্ধ করার কথাও বলেছেন এই তারকা ক্রিকেটার।

১১ বছর ধরে কোনো দ্বিপক্ষীয় সিরিজ হচ্ছে না ভারত ও পাকিস্তানের মধ্যে। দল দুটি এখন তাই মুখোমুখি হওয়ার সুযোগ পায় এশিয়া কাপ ও আইসিসি ইভেন্টে। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ যে ভেন্যুতেই হোক না কেন, গ্যালারি থাকে দর্শকপূর্ণ। এবার চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে ঝামেলার কারণ টুর্নামেন্টের আয়োজক পাকিস্তান।গত ১৬ বছর ধরে পাকিস্তান সফর করছে না ভারতীয় ক্রিকেট দল। এবারও ভারত সরকারের থেকে অনুমতি পায়নি বলে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সেটা জানিয়েছে আইসিসিকে। ক্রিকেটের অভিভাবক সংস্থার ওপর ক্ষোভ ঝেরে ভারতীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) ভিডিওবার্তায় রশিদ বলেছেন,‘ভারত ও পাকিস্তানকে কেন নিষিদ্ধ করা হচ্ছে না? কারণ তাদের ওপর আইসিসির অনেক শেয়ার আছে।’

এ বছরের আগস্টে আইসিসির চেয়ারম্যান হয়েছেন জয় শাহ। বর্তমানে বিসিসিআইয়ের সেক্রেটারি পদে থাকা জয়ের আইসিসিতে দায়িত্ব শুরু হবে ১ ডিসেম্বর থেকে। অন্যদিকে চ্যাম্পিয়নস ট্রফির আনুষ্ঠানিক সূচি আইসিসি প্রকাশ না করলেও এটা হতে পারে ফেব্রুয়ারি-মার্চের দিকে। টুর্নামেন্টের আগমুহূর্তে এমন ঝামেলা দেখে বিরক্ত রশিদ বলেন, ‘অনেক বড় সম্ভাবনা আছে যে ভারতের বিপক্ষে পাকিস্তান খেলা বন্ধ করে দিতে পারে। আমার ক্ষমতা থাকলে এই পদক্ষেপটা নেওয়ার চেষ্টা করতাম। আমি কাউকে এজন্য দায়ী করতাম না। যদি আপনি খেলতে না চান (পাকিস্তানে এসে), তাহলে কোথাও খেলবেন না আমাদের সঙ্গে। বিসিসিআইয়ের বিরুদ্ধে যুদ্ধ করতাম।’

ভারত কেন পাকিস্তানে আসতে পারবে না, সেটা জানতে চেয়ে এরই মধ্যে আইসিসিকে চিঠি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এমনকি ভারত বর্জনের ডাকও দিয়েছে পাকিস্তান। আইসিসির কাছে রশিদের দাবি, দুই প্রতিদ্বন্দ্বীর সমস্যা যত তাড়াতাড়ি সম্ভব মেটানো উচিত। পাকিস্তানের সাবেক ক্রিকেটার বলেন, ‘আমার মতে ভারত-পাকিস্তান কাউকেই কোনো মেজর টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব দেওয়া উচিত না। আগে দুই দলের মধ্যকার সমস্যা দূর করতে হবে।’

বাংলাদেশ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড নিয়মিতই সফর করছে পাকিস্তান। তবে পাকিস্তানে কোনো মেজর টুর্নামেন্ট আয়োজনের কথা থাকলে বারবার নিরাপত্তার অজুহাত দেখাচ্ছে ভারত। ২০২৩ এশিয়া কাপই জ্বলন্ত উদাহরণ। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট পুরোটা পাকিস্তানে হওয়ার কথা থাকলেও শ্রীলঙ্কা, পাকিস্তান দুই দেশ মিলে আয়োজন করতে হয়েছে টুর্নামেন্ট। বিরাট কোহলি-রোহিত শর্মারা তাদের ম্যাচগুলো খেলেছেন শ্রীলঙ্কায়। পাকিস্তানও তখন ভারতে ওয়ানডে বিশ্বকাপ খেলতে না যাওয়ার হুমকি দিয়েছিল। যদিও ভারতের মাঠে অনুষ্ঠিত ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ খেলেছিল পাকিস্তান। হাইব্রিড মডেলে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করা হতে পারে বলে গুঞ্জন চলছে। এমনকি পুরো টুর্নামেন্টই পাকিস্তান থেকে সরে যেতে পারে। সেক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ আফ্রিকায় হতে পারে আইসিসির ইভেন্টটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঋণের ১৩০০ কোটির এক টাকাও দেননি হলিডে ইনের মালিক

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

গণ–সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান দিলেন বিএনপি নেতা

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত