Ajker Patrika

ধ্বংসস্তুপের উপর দাঁড়িয়ে যত রেকর্ড গড়লেন জাকের–হৃদয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১৮: ৪০
ষষ্ঠ উইকেটে রেকর্ড জুটি গড়েন জাকের-হৃদয়। ছবি: সংগৃহীত
ষষ্ঠ উইকেটে রেকর্ড জুটি গড়েন জাকের-হৃদয়। ছবি: সংগৃহীত

দুবাইয়ে নতুন মিশনে বাংলাদেশের সেই পুরোনো ছবি। আবারও ব্যাটিং ধস। পাওয়ার প্লেতে চোখের পলকেই ‘নেই’ হয়ে গেলে ৫ উইকেট। টপ অর্ডার অদৃশ্য হয়ে গেল নিমিষেই। চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে একের পর এক উইকেট হারিয়ে যখন ধ্বংসস্তুপে দাঁড়িয়ে বাংলাদেশ, তখনই ঘুরে দাঁড়ালেন জাকের আলী ও তাওহিদ হৃদয়। ষষ্ঠ উইকেট জুটিতে রেকর্ডের মালা সাজালেন তাঁরা।

জাকের যখন ব্যাটিংয়ে নামেন তখন ৩৫ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছিল বাংলাদেশ। সেই রান ষষ্ঠ উইকেট জুটিতে হৃদয়কে সঙ্গে নিয়ে ১৮৯’তে নিয়ে যান জাকের। ২০৬ বলে ১৫৪ রানের এই জুটি চ্যাম্পিয়নস ট্রফিতে ষষ্ঠ উইকেটে সর্বোচ্চ। এর আগে ২০০৬ সালে দক্ষিণ আফ্রিকার জাস্টিন কেম্প ও মার্ক বাউচার মিলে ষষ্ঠ উইকেটে গড়েছিলেন ১৩১ রানের জুটি।

বাংলাদেশের ইতিহাসেও রেকর্ড গড়েছেন জাকের-হৃদয়। এর আগে ওয়ানডেতে ষষ্ঠ উইকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করেছিল মাহমুদউল্লাহ রিয়াদ ও ইমরুল কায়েস জুটি। ২০১৮ সালে দুবাইয়ে আফগানিস্তানের বিপক্ষে ১২৮ রান করেছিলেন তাঁরা। ভারতের বিপক্ষেও জাকের-হৃদয় জুটি ষষ্ঠ উইকেটে সর্বোচ্চ। এর আগে ২০০৫ সালে ১৩৩ রান করেছিলেন শ্রীলঙ্কার মারভান আতাপাত্তু ও রাসেল আরনল্ড।

দুজনের দারুণ ব্যাটিংয়ে জাকের ৮৭ বলে ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি পূর্ণ করেন, আর হৃদয় তুলে নেন নিজের অষ্টম অর্ধশতক। জাকের অবশ্য ফিরে যান ১১৪ বলে ৪ চারে ৬৮ রান করে। মোহাম্মদ শামির ২০০তম শিকারে পরিণত হন তিনি। ১০৪ ম্যাচ খেলে এই মাইলফলক স্পর্শ করেন শামি। যা যৌথভাবে দ্বিতীয় দ্রুততম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের রাজনৈতিক পরিকাঠামো শক্ত করা নিয়ে আমি কেন মাথা ঘামাব: ট্রাম্প

বাংলাদেশ-ভারত ম্যাচে বেটিং কেলেঙ্কারি, গ্রেপ্তার তিন

রাজশাহীতে ইউপি চেয়ারম্যানের বাড়িতে হামলা, নারী নিহত

মাস্কের ছেলে নাক খুঁটে হাত মোছার পর ওভাল অফিসের ডেস্কই বদলে ফেললেন ট্রাম্প

স্টারলিংকের ইন্টারনেট সেবার মূল্য ও মান নিয়ে গণশুনানির দাবি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত