ক্রীড়া ডেস্ক
চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের খেলার ব্যাপারে নাটক কম হয়নি। শেষ পর্যন্ত নিজেদের ম্যাচগুলো পাকিস্তানে নয়, দুবাইয়ে খেলছে তারা। তবে আয়োজক হিসেবে থাকছে কেবল পাকিস্তানের নামই। কিন্তু আজ ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচে বড় এক ভুলই করে বসল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
লাহোরে টসের পর দুই দলের খেলোয়াড়েরা সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে যান নিজ নিজ জাতীয় সংগীতের জন্য। শুরুতে অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত ‘অ্যাডভান্স অস্ট্রেলিয়া ফেয়ার’ বাজানোর কথা ছিল। কিন্তু ভুল করে ভারতের জাতীয় সংগীত চালিয়ে দেন আয়োজকরা। তাই দুই সেকেন্ডের জন্য শোনা যায় ‘ভারত ভাগ্য বিধাতা’ লাইনটি। ভুল বুঝতে পেরে দ্রুতই তা বন্ধ করে বাজানো হয় ‘অ্যাডভান্স অস্ট্রেলিয়া ফেয়ার’।
ভুলটি দুই সেকেন্ডের জন্য হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যেতে খুব বেশি সময় লাগেনি। একের পর এক বিদ্রুপের শিকার হতে থাকে পিসিবি। দুই দিন আগে বাংলাদেশ-ভারত ম্যাচের সম্প্রচারের সময় চ্যাম্পিয়নস ট্রফির লোগোর নিচে পাকিস্তানের নাম না থাকায় আইসিসির কাছে চিঠি পাঠিয়েছিল তারা। জবাবে আইসিসি ‘কারিগরি ত্রুটি’ হিসেবেই উল্লেখ করে বিষয়টিকে। যদিও সেই ব্যাখ্যায় নাখোশ ছিল পিসিবি। তবে এবার তাদের ভুলের কারণে আইসিসি কী পদক্ষেপ নেয় সেটাই এখন দেখার বিষয়। কেননা ভারতের যেখানে খেলার কথাই নেই সেখানেই বেজে উঠেছে তাদের জাতীয় সংগীত।
এদিকে চ্যাম্পিয়নস ট্রফিতে আগামীকাল পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। প্রথম ম্যাচে বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়ে বেশ ফুরফুরে মেজাজেই আছে তারা। অন্যদিকে উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৬০ রানে হেরেছে পাকিস্তান। কাল ভারতের কাছে হারলে সেমিফাইনালের রাস্তা অনেকটাই কঠিন হয়ে উঠবে স্বাগতিকদের জন্য।
চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের খেলার ব্যাপারে নাটক কম হয়নি। শেষ পর্যন্ত নিজেদের ম্যাচগুলো পাকিস্তানে নয়, দুবাইয়ে খেলছে তারা। তবে আয়োজক হিসেবে থাকছে কেবল পাকিস্তানের নামই। কিন্তু আজ ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচে বড় এক ভুলই করে বসল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
লাহোরে টসের পর দুই দলের খেলোয়াড়েরা সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে যান নিজ নিজ জাতীয় সংগীতের জন্য। শুরুতে অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত ‘অ্যাডভান্স অস্ট্রেলিয়া ফেয়ার’ বাজানোর কথা ছিল। কিন্তু ভুল করে ভারতের জাতীয় সংগীত চালিয়ে দেন আয়োজকরা। তাই দুই সেকেন্ডের জন্য শোনা যায় ‘ভারত ভাগ্য বিধাতা’ লাইনটি। ভুল বুঝতে পেরে দ্রুতই তা বন্ধ করে বাজানো হয় ‘অ্যাডভান্স অস্ট্রেলিয়া ফেয়ার’।
ভুলটি দুই সেকেন্ডের জন্য হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যেতে খুব বেশি সময় লাগেনি। একের পর এক বিদ্রুপের শিকার হতে থাকে পিসিবি। দুই দিন আগে বাংলাদেশ-ভারত ম্যাচের সম্প্রচারের সময় চ্যাম্পিয়নস ট্রফির লোগোর নিচে পাকিস্তানের নাম না থাকায় আইসিসির কাছে চিঠি পাঠিয়েছিল তারা। জবাবে আইসিসি ‘কারিগরি ত্রুটি’ হিসেবেই উল্লেখ করে বিষয়টিকে। যদিও সেই ব্যাখ্যায় নাখোশ ছিল পিসিবি। তবে এবার তাদের ভুলের কারণে আইসিসি কী পদক্ষেপ নেয় সেটাই এখন দেখার বিষয়। কেননা ভারতের যেখানে খেলার কথাই নেই সেখানেই বেজে উঠেছে তাদের জাতীয় সংগীত।
এদিকে চ্যাম্পিয়নস ট্রফিতে আগামীকাল পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। প্রথম ম্যাচে বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়ে বেশ ফুরফুরে মেজাজেই আছে তারা। অন্যদিকে উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৬০ রানে হেরেছে পাকিস্তান। কাল ভারতের কাছে হারলে সেমিফাইনালের রাস্তা অনেকটাই কঠিন হয়ে উঠবে স্বাগতিকদের জন্য।
ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশ। এর মধ্যে আমন্ত্রণ এল আরও এক সিরিজ খেলার। অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশকে নিয়ে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে চায় আফগানিস্তান।
১১ ঘণ্টা আগেত্রিদেশীয় সিরিজে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে নিউজিল্যান্ড। দক্ষিণ আফ্রিকার পর আজ হারারে স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়েকে ৮ উইকেটে উড়িয়ে দিয়েছে কিউইরা। দলের জয়ে ঝোড়ো ইনিংস খেলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এক বছর পর টি-টোয়েন্টি দলে সুযোগ পাওয়া ডেভন কনওয়ে। ৪০ বলে ৫৯ রানের দারুণ এক ইনিংস খেলেছেন এই ওপেনার
১৩ ঘণ্টা আগেশ্রীলঙ্কা সফর ওয়ানডে ও টেস্ট সিরিজ হার। তবে টি-টোয়েন্টি সিরিজ জিতে শেষটা রাঙিয়েছে বাংলাদেশ দল। সেই জয়ের আত্মবিশ্বাস নিয়ে কাল থেকে লিটন দাসরা নতুন টি-টোয়েন্টি শুরু জয়ের অভিযানে নামবেন পাকিস্তানের বিপক্ষে। বাংলাদেশ দলের টপ অর্ডার ব্যাটার মোহাম্মদ নাঈম শেখ তো এই সিরিজে আগে রাখছেন বাংলাদেশকেই। নিজেদের
১৩ ঘণ্টা আগেওপেনিংয়ে ব্যাটিং করতে সাকিব আল হাসানকে দেখা যায় না বললেই চলে। তবে ম্যাক্সসিক্সটিন ক্যারিবিয়ান টি-টেন লিগে ওপেনিংয়ে নেমে রীতিমতো তাণ্ডব চালালেন এই অলরাউন্ডার। সাকিবের অলরাউন্ড পারফরম্যান্সে জয়ের দেখা পেল তাঁর দল মায়ামি ব্লেইজ। টানা দুই হারের পর গ্র্যান্ড কেম্যান ফ্যালকনসকে ১৩ রানে হারিয়েছে মায়ামি।
১৪ ঘণ্টা আগে