ক্রীড়া ডেস্ক
চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের খেলার ব্যাপারে নাটক কম হয়নি। শেষ পর্যন্ত নিজেদের ম্যাচগুলো পাকিস্তানে নয়, দুবাইয়ে খেলছে তারা। তবে আয়োজক হিসেবে থাকছে কেবল পাকিস্তানের নামই। কিন্তু আজ ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচে বড় এক ভুলই করে বসল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
লাহোরে টসের পর দুই দলের খেলোয়াড়েরা সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে যান নিজ নিজ জাতীয় সংগীতের জন্য। শুরুতে অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত ‘অ্যাডভান্স অস্ট্রেলিয়া ফেয়ার’ বাজানোর কথা ছিল। কিন্তু ভুল করে ভারতের জাতীয় সংগীত চালিয়ে দেন আয়োজকরা। তাই দুই সেকেন্ডের জন্য শোনা যায় ‘ভারত ভাগ্য বিধাতা’ লাইনটি। ভুল বুঝতে পেরে দ্রুতই তা বন্ধ করে বাজানো হয় ‘অ্যাডভান্স অস্ট্রেলিয়া ফেয়ার’।
ভুলটি দুই সেকেন্ডের জন্য হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যেতে খুব বেশি সময় লাগেনি। একের পর এক বিদ্রুপের শিকার হতে থাকে পিসিবি। দুই দিন আগে বাংলাদেশ-ভারত ম্যাচের সম্প্রচারের সময় চ্যাম্পিয়নস ট্রফির লোগোর নিচে পাকিস্তানের নাম না থাকায় আইসিসির কাছে চিঠি পাঠিয়েছিল তারা। জবাবে আইসিসি ‘কারিগরি ত্রুটি’ হিসেবেই উল্লেখ করে বিষয়টিকে। যদিও সেই ব্যাখ্যায় নাখোশ ছিল পিসিবি। তবে এবার তাদের ভুলের কারণে আইসিসি কী পদক্ষেপ নেয় সেটাই এখন দেখার বিষয়। কেননা ভারতের যেখানে খেলার কথাই নেই সেখানেই বেজে উঠেছে তাদের জাতীয় সংগীত।
এদিকে চ্যাম্পিয়নস ট্রফিতে আগামীকাল পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। প্রথম ম্যাচে বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়ে বেশ ফুরফুরে মেজাজেই আছে তারা। অন্যদিকে উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৬০ রানে হেরেছে পাকিস্তান। কাল ভারতের কাছে হারলে সেমিফাইনালের রাস্তা অনেকটাই কঠিন হয়ে উঠবে স্বাগতিকদের জন্য।
চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের খেলার ব্যাপারে নাটক কম হয়নি। শেষ পর্যন্ত নিজেদের ম্যাচগুলো পাকিস্তানে নয়, দুবাইয়ে খেলছে তারা। তবে আয়োজক হিসেবে থাকছে কেবল পাকিস্তানের নামই। কিন্তু আজ ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচে বড় এক ভুলই করে বসল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
লাহোরে টসের পর দুই দলের খেলোয়াড়েরা সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে যান নিজ নিজ জাতীয় সংগীতের জন্য। শুরুতে অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত ‘অ্যাডভান্স অস্ট্রেলিয়া ফেয়ার’ বাজানোর কথা ছিল। কিন্তু ভুল করে ভারতের জাতীয় সংগীত চালিয়ে দেন আয়োজকরা। তাই দুই সেকেন্ডের জন্য শোনা যায় ‘ভারত ভাগ্য বিধাতা’ লাইনটি। ভুল বুঝতে পেরে দ্রুতই তা বন্ধ করে বাজানো হয় ‘অ্যাডভান্স অস্ট্রেলিয়া ফেয়ার’।
ভুলটি দুই সেকেন্ডের জন্য হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যেতে খুব বেশি সময় লাগেনি। একের পর এক বিদ্রুপের শিকার হতে থাকে পিসিবি। দুই দিন আগে বাংলাদেশ-ভারত ম্যাচের সম্প্রচারের সময় চ্যাম্পিয়নস ট্রফির লোগোর নিচে পাকিস্তানের নাম না থাকায় আইসিসির কাছে চিঠি পাঠিয়েছিল তারা। জবাবে আইসিসি ‘কারিগরি ত্রুটি’ হিসেবেই উল্লেখ করে বিষয়টিকে। যদিও সেই ব্যাখ্যায় নাখোশ ছিল পিসিবি। তবে এবার তাদের ভুলের কারণে আইসিসি কী পদক্ষেপ নেয় সেটাই এখন দেখার বিষয়। কেননা ভারতের যেখানে খেলার কথাই নেই সেখানেই বেজে উঠেছে তাদের জাতীয় সংগীত।
এদিকে চ্যাম্পিয়নস ট্রফিতে আগামীকাল পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। প্রথম ম্যাচে বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়ে বেশ ফুরফুরে মেজাজেই আছে তারা। অন্যদিকে উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৬০ রানে হেরেছে পাকিস্তান। কাল ভারতের কাছে হারলে সেমিফাইনালের রাস্তা অনেকটাই কঠিন হয়ে উঠবে স্বাগতিকদের জন্য।
চ্যাম্পিয়নস ট্রফির জন্য প্রথমে শক্তিশালী দলই ঘোষণা করেছিল অস্ট্রেলিয়া। কিন্তু ইনজুরি-অবসর মিলিয়ে স্কোয়াড থেকে সরে দাঁড়ান নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্সসহ পাঁচ তারকা। তাই ফেবারিটের তালিকা থেকে তাদের নাম মুছে দেন অনেকেই। কিন্তু ৫০ ওভারের টুর্নামেন্ট বলে কথা, চাইলেই কি আর অস্ট্রেলিয়াকে হিসেবের বাইরে ফেলা
৯ ঘণ্টা আগেব্যাটিং ধস বাংলাদেশ দলের কাছে নতুন আর কী! দুবাইয়ে চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে সেই একই দৃশ্য দেখা গেছে। নিমেষেই অদৃশ্য হয়ে গেল বাংলাদেশের টপ অর্ডার। ৩৫ রানে ৫ উইকেট হারানো বাংলাদেশের পরে মান বাঁচিয়েছে তাওহীদ হৃদয় আর জাকের আলীর অনবদ্য ব্যাটিং। তাতেও অবশ্য বড় স্কোর গড়া হয়নি। বাংলাদেশ
১৩ ঘণ্টা আগে৫১ বছর পর ঘরের মাঠে কাবাডি টেস্ট সিরিজ খেলছে বাংলাদেশ। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে নেপালকে সেভাবে লড়াইয়ের সুযোগই দেয়নি মিজানুর রহমানের দল। পাঁচটি লোনাসহ ৫৩-২৯ পয়েন্ট ব্যবধানে জিতে ম্যাট ছাড়ে তারা।
১৩ ঘণ্টা আগেলাহোরে হাইভোল্টেজ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে রানের ইতিহাস গড়ল ইংল্যান্ড। বেন ডাকেটের ক্যারিয়ারসেরা ইনিংসের সৌজন্যে আগে ব্যাটিং করে ৮ উইকেটে ৩৫১ রান তুলেছে তারা। চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসে/সর্বোচ্চ স্কোরও এটি। এত দিন সর্বোচ্চ দলীয় স্কোর ছিল ২০০৪ সালে যুক্তরাষ্ট্রের বিপক্ষে নিউজিল্যান্ডের করা ৩৪৭।
১৪ ঘণ্টা আগে