Ajker Patrika

তাহলে বাংলাদেশের উন্নতি কোথায়, মুমিনুলের প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৯ এপ্রিল ২০২৫, ২১: ৫৭
টেস্টে বাংলাদেশের উন্নতি নিয়ে চিন্তিত মুমিনুল হক। ছবি: সংগৃহীত
টেস্টে বাংলাদেশের উন্নতি নিয়ে চিন্তিত মুমিনুল হক। ছবি: সংগৃহীত

বাংলাদেশের টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরি মুমিনুল হকের। টেস্ট ক্রিকেটের বাংলাদেশের ব্যাটিংয়ের বড় ভরসা তিনিই। সাদা বলের ক্রিকেটে থাকেন আড়ালে। তবে টেস্ট সিরিজ এলেই আবার সামনে আসেন। গত মঙ্গলবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন শেষে একাডেমি ভবনে ঢোকার সময় ক্যামেরা দেখে হেসে বললেন, ‘টেস্ট আসলেই খালি ছবি তোলেন।’ কথাটি যেমন মজা, তেমনি বাস্তবতা—টেস্ট সিরিজ সামনে এলেই যেন আলোয় ফেরেন মমিনুল।

সামনে জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজ। ঘরের মাঠে এই সিরিজ সামনে রেখে তৈরি হচ্ছেন তিনি। যদিও প্রিমিয়ার লিগে খেলছেন আবাহনীর হয়ে, তবে তাঁর মন পড়ে আছে যেন টেস্ট ক্রিকেটে। জিম্বাবুয়ে সিরিজ নিয়ে আজ মুমিনুল সাংবাদিকদের বললেন, ‘যে দলের বিপক্ষে খেলেন না কেন, জেতার মানসিকতা থাকতেই হবে। এখন আর ড্র করার জন্য খেলা যায় না, সেই মানসিকতা এখন আর নেই আমাদের। জিততেই নামতে হবে।’

গত বছর দেশের চেয়ে বিদেশে বেশি ভালো করেছে বাংলাদেশ, জিতেছে ৩টি টেস্ট। তবে নিজেদের সামগ্রিক পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট নন মুমিনুল, ‘গত বছর টেস্টে আমরা যতটা জিতেছি, সেটা দেখে মনে হয়নি খুব ভালো খেলেছি। আপনাদের কাছে ভালো লেগে থাকতে পারে, কিন্তু আমি খুশি হতাম যদি ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারতাম। তাহলে বলতে পারতাম চ্যাম্পিয়নশিপটা আমাদের জন্য সফল গেছে।’

মুমিনুল কঠিন এক বাস্তবতা সামনে এনেছেন এরপরই, ‘আমরা ১০টি ম্যাচ খেলে ৪টি জিতেছি। আরও দুটি জেতা উচিত ছিল। আগের বছরও ছিলাম আট নম্বরে, এখনো সেখানে। তাহলে উন্নতি কোথায়? আমার কাছে মনে হয় একমাত্র বোলিং বিভাগ ছাড়া আর কোথাও উন্নতি হয়নি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জামায়াতের সমাবেশের জন্য বিশেষ ট্রেন, যে ব্যাখ্যা দিল রেল মন্ত্রণালয়

আবাসিক হোটেলে অভিযানে গিয়ে অবরুদ্ধ ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তারা, সেনাবাহিনীর হস্তক্ষেপে উদ্ধার

কোটালীপাড়ায় আওয়ামী লীগের দেড় হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১২

শর্তের জালে মার্কিন চাপ

ঢাকায় সমাবেশের জন্য ৩ জোড়া ট্রেন ভাড়া করেছে জামায়াত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত