ক্রীড়া ডেস্ক
অ্যাডিলেডে গোলাপি বলের টেস্টে অস্ট্রেলিয়ার কাছে পাত্তাই পায়নি ভারত। তিন দিনে শেষ হওয়া টেস্টে আজ ভারত হেরেছে ১০ উইকেট। অজিদের কাছে ধরাশায়ী হওয়ার পর ভারত পেল আরেক দুঃসংবাদ। ২০২৩-২৫ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা নিয়ে এখন বেশ শঙ্কার মধ্যে পড়ে গেছে এশিয়ার দলটি।
অস্ট্রেলিয়ার কাছে সিরিজের দ্বিতীয় টেস্টে ১০ উইকেটে হারের পর টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে সিংহাসন খুইয়েছে ভারত। শীর্ষস্থান থেকে এখন তিনে নেমে গেছে ভারত। এশিয়ার দলটির সাফল্যের হার ৫৭.২৯ শতাংশ। তারা এই চক্রে খেলেছে ১৬ টেস্ট।
ভারত সিংহাসনচ্যুত করে বড় লাফ দিয়েছে অস্ট্রেলিয়া। তিন থেকে এক লাফে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে অজিরা। অস্ট্রেলিয়ার সাফল্যের হার ৬০.৭১ শতাংশ।
২০২৩-২৫ চক্রের পয়েন্ট টেবিলে অস্ট্রেলিয়া ও ভারতের মাঝে অবস্থান করছে দক্ষিণ আফ্রিকা। ৫৯.২৬ শতাংশ সাফল্যের হার নিয়ে প্রোটিয়ারা এখন দুইয়ে অবস্থান করছে। বর্তমানে তারা পোর্ট এলিজাবেথে সিরিজের দ্বিতীয় টেস্টে খেলছে শ্রীলঙ্কার বিপক্ষে। লঙ্কানদের বিপক্ষে সিরিজের শেষ টেস্ট ও পাকিস্তানের বিপক্ষে দু্ই টেস্ট-হাতে থাকা এই তিন ম্যাচ জিতলে প্রোটিয়াদের সাফল্যের হার হবে ৬৯.৪৪ শতাংশ।
টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে ভারতের কাছে বাকি রয়েছে তিন ম্যাচ। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন টেস্ট জিতলে ৬৪.০৪ শতাংশ সাফল্যের হার হবে ভারতের। এমনটা হলে অজিদের ক্ষেত্রে তখন সেটা হবে ৫০ শতাংশ। তবে অস্ট্রেলিয়ার ক্ষেত্রে আরও দুটি ম্যাচ এরপর বাকি থাকবে। ২০২৫ সালের জানুয়ারি-ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে দুটি টেস্ট খেলবে অজিরা। টেস্ট দুটি হবে গল স্টেডিয়ামে। ফাইনাল খেলতে অনেক সমীকরণ পক্ষে আসতে হবে ভারতের।
ওয়েলিংটনে নিউজিল্যান্ড-ইংল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্টও আজ শেষ হয়েছে তিন দিনে। ৩২৩ রানে জিতে এক ম্যাচ আগেই টেস্ট সিরিজ জিতেছে ইংলিশরা। তাতে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার ন্যুনতম সম্ভাবনাটুকু শেষ হয়ে গেল কিউইদের। ৪৪.২৩ শতাংশ সাফল্যের হার নিয়ে ব্ল্যাকক্যাপসরা এখন পয়েন্ট তালিকার ৬ নম্বরে অবস্থান করছে। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজজয়ী ইংলিশরা আছে পাঁচে। তাদের সাফল্যের হার ৪৫.২৪ শতাংশ।
টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে বাংলাদেশের আর কোনো ম্যাচ নেই। ৩১.২৫ শতাংশ সাফল্যের হার নিয়ে তারা পয়েন্ট তালিকার আট নম্বরে অবস্থান করছে। তলানিতে থাকা ওয়েস্ট ইন্ডিজের সফলতার হার ২৪.২৪ শতাংশ। উইন্ডিজের এই চক্রে বাকি রয়েছে পাকিস্তানের বিপক্ষে দুই টেস্ট।
অ্যাডিলেডে গোলাপি বলের টেস্টে অস্ট্রেলিয়ার কাছে পাত্তাই পায়নি ভারত। তিন দিনে শেষ হওয়া টেস্টে আজ ভারত হেরেছে ১০ উইকেট। অজিদের কাছে ধরাশায়ী হওয়ার পর ভারত পেল আরেক দুঃসংবাদ। ২০২৩-২৫ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা নিয়ে এখন বেশ শঙ্কার মধ্যে পড়ে গেছে এশিয়ার দলটি।
অস্ট্রেলিয়ার কাছে সিরিজের দ্বিতীয় টেস্টে ১০ উইকেটে হারের পর টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে সিংহাসন খুইয়েছে ভারত। শীর্ষস্থান থেকে এখন তিনে নেমে গেছে ভারত। এশিয়ার দলটির সাফল্যের হার ৫৭.২৯ শতাংশ। তারা এই চক্রে খেলেছে ১৬ টেস্ট।
ভারত সিংহাসনচ্যুত করে বড় লাফ দিয়েছে অস্ট্রেলিয়া। তিন থেকে এক লাফে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে অজিরা। অস্ট্রেলিয়ার সাফল্যের হার ৬০.৭১ শতাংশ।
২০২৩-২৫ চক্রের পয়েন্ট টেবিলে অস্ট্রেলিয়া ও ভারতের মাঝে অবস্থান করছে দক্ষিণ আফ্রিকা। ৫৯.২৬ শতাংশ সাফল্যের হার নিয়ে প্রোটিয়ারা এখন দুইয়ে অবস্থান করছে। বর্তমানে তারা পোর্ট এলিজাবেথে সিরিজের দ্বিতীয় টেস্টে খেলছে শ্রীলঙ্কার বিপক্ষে। লঙ্কানদের বিপক্ষে সিরিজের শেষ টেস্ট ও পাকিস্তানের বিপক্ষে দু্ই টেস্ট-হাতে থাকা এই তিন ম্যাচ জিতলে প্রোটিয়াদের সাফল্যের হার হবে ৬৯.৪৪ শতাংশ।
টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে ভারতের কাছে বাকি রয়েছে তিন ম্যাচ। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন টেস্ট জিতলে ৬৪.০৪ শতাংশ সাফল্যের হার হবে ভারতের। এমনটা হলে অজিদের ক্ষেত্রে তখন সেটা হবে ৫০ শতাংশ। তবে অস্ট্রেলিয়ার ক্ষেত্রে আরও দুটি ম্যাচ এরপর বাকি থাকবে। ২০২৫ সালের জানুয়ারি-ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে দুটি টেস্ট খেলবে অজিরা। টেস্ট দুটি হবে গল স্টেডিয়ামে। ফাইনাল খেলতে অনেক সমীকরণ পক্ষে আসতে হবে ভারতের।
ওয়েলিংটনে নিউজিল্যান্ড-ইংল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্টও আজ শেষ হয়েছে তিন দিনে। ৩২৩ রানে জিতে এক ম্যাচ আগেই টেস্ট সিরিজ জিতেছে ইংলিশরা। তাতে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার ন্যুনতম সম্ভাবনাটুকু শেষ হয়ে গেল কিউইদের। ৪৪.২৩ শতাংশ সাফল্যের হার নিয়ে ব্ল্যাকক্যাপসরা এখন পয়েন্ট তালিকার ৬ নম্বরে অবস্থান করছে। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজজয়ী ইংলিশরা আছে পাঁচে। তাদের সাফল্যের হার ৪৫.২৪ শতাংশ।
টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে বাংলাদেশের আর কোনো ম্যাচ নেই। ৩১.২৫ শতাংশ সাফল্যের হার নিয়ে তারা পয়েন্ট তালিকার আট নম্বরে অবস্থান করছে। তলানিতে থাকা ওয়েস্ট ইন্ডিজের সফলতার হার ২৪.২৪ শতাংশ। উইন্ডিজের এই চক্রে বাকি রয়েছে পাকিস্তানের বিপক্ষে দুই টেস্ট।
২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে আয়োজক পাকিস্তান। তবে শেষ মুহূর্তে সাইম আইয়ুবকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির নির্দেশনা অনুযায়ী টুর্নামেন্টের চূড়ান্ত স্কোয়াড ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তন করার সুযোগ রয়েছে।
১০ ঘণ্টা আগেগলে আজ তৃতীয় দিনে খেলেছে শুধু বৃষ্টি। এতটাই বৃষ্টির দাপট ছিল যে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের তৃতীয় দিনে খেলা হয়েছে কেবল ২৭ ওভার। তবে অস্ট্রেলিয়া এক ইনিংসে যে রানের পাহাড় গড়ছে, তাতেই লঙ্কানদের হিমশিম খাওয়ার মতো অবস্থা।
১৪ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলা ভারত এক অভ্যাসে পরিণত করেছে। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দুইবারই ফাইনালে উঠল ভারতীয় নারী ক্রিকেট দল। নিকি প্রসাদের নেতৃত্বাধীন দলটির ফাইনালে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
১৫ ঘণ্টা আগেনিত্যনতুন রেকর্ডে নাম লেখানো যেন ক্রিস্টিয়ানো রোনালদো দারুণ এক অভ্যাসে পরিণত করেছেন। গোলের রেকর্ডের পাশাপাশি অন্যান্য রেকর্ডেও উঠে যায় তাঁর নাম। এবার যে রেকর্ড পর্তুগিজ ফুটবলার গড়েছেন তাতে আছেন শুধু নিজেই।
১৬ ঘণ্টা আগে