নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ, জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণার পর বদল আসতে শুরু করেছে রাষ্ট্রীয় কাঠামোতে। পরিবর্তনের হাওয়া কি লাগবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও (বিসিবি), এমন প্রশ্ন ক্রিকেট পাড়ায়।
ক্রিকেটার ইমরুল কায়েস আজ ফেসবুকে এক পোস্টে ক্রিকেট প্রশাসনে পরিবর্তনের ডাক দিয়ে লিখেছেন, ‘স্বাধীন বাংলাদেশে আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ও ক্ষমতার কালো থাবা থেকে মুক্ত করতে হবে। সম্প্রতি একটা সাক্ষাৎকার দেখলাম বোর্ড কর্মকর্তারা মুখোশ পাল্টে এখন মিথ্যা আশ্বাস দিয়ে যাচ্ছেন। এদের কারণে ক্রিকেটের যে কতটা ক্ষতি হয়েছে সবাই জানেন।’
দেশের ক্রিকেটে কী ধরনের ক্ষতি হয়েছে, সেটিও তুলে ধরেছেন ইমরুল, ‘কত খেলোয়াড়ের ক্যারিয়ার যে ধ্বংস করছে তারা। শুধু তাঁদের পছন্দের তালিকায় না থাকার কারণে। খেলোয়াড়দের সঙ্গে ন্যূনতম সম্মান দেখানো হয় না। বোর্ডের (বর্তমান পরিচালনা পরিষদ) প্রতি আমার অনুরোধ, আপনারা যথেষ্ট করেছেন, দেশের ক্রিকেটকে দেওয়ার আপনাদের আর কিছু নেই। তারুণ্যের হাতে ছেড়ে দিন ক্রিকেটের ভবিষ্যৎ। তারাই এগিয়ে নিয়ে যাবে। তাদের হাত ধরেই আসবে বড় সাফল্য, যেখানে মাথা উঁচু করে থাকবে বাংলাদেশ ক্রিকেট।’
ইমরুল কায়েস জাতীয় দল থেকে দূরে আছেন প্রায় পাঁচ বছর। আপাতত তাঁর ক্যারিয়ার ঘরোয়া ক্রিকেটে সীমাবদ্ধ।
প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ, জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণার পর বদল আসতে শুরু করেছে রাষ্ট্রীয় কাঠামোতে। পরিবর্তনের হাওয়া কি লাগবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও (বিসিবি), এমন প্রশ্ন ক্রিকেট পাড়ায়।
ক্রিকেটার ইমরুল কায়েস আজ ফেসবুকে এক পোস্টে ক্রিকেট প্রশাসনে পরিবর্তনের ডাক দিয়ে লিখেছেন, ‘স্বাধীন বাংলাদেশে আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ও ক্ষমতার কালো থাবা থেকে মুক্ত করতে হবে। সম্প্রতি একটা সাক্ষাৎকার দেখলাম বোর্ড কর্মকর্তারা মুখোশ পাল্টে এখন মিথ্যা আশ্বাস দিয়ে যাচ্ছেন। এদের কারণে ক্রিকেটের যে কতটা ক্ষতি হয়েছে সবাই জানেন।’
দেশের ক্রিকেটে কী ধরনের ক্ষতি হয়েছে, সেটিও তুলে ধরেছেন ইমরুল, ‘কত খেলোয়াড়ের ক্যারিয়ার যে ধ্বংস করছে তারা। শুধু তাঁদের পছন্দের তালিকায় না থাকার কারণে। খেলোয়াড়দের সঙ্গে ন্যূনতম সম্মান দেখানো হয় না। বোর্ডের (বর্তমান পরিচালনা পরিষদ) প্রতি আমার অনুরোধ, আপনারা যথেষ্ট করেছেন, দেশের ক্রিকেটকে দেওয়ার আপনাদের আর কিছু নেই। তারুণ্যের হাতে ছেড়ে দিন ক্রিকেটের ভবিষ্যৎ। তারাই এগিয়ে নিয়ে যাবে। তাদের হাত ধরেই আসবে বড় সাফল্য, যেখানে মাথা উঁচু করে থাকবে বাংলাদেশ ক্রিকেট।’
ইমরুল কায়েস জাতীয় দল থেকে দূরে আছেন প্রায় পাঁচ বছর। আপাতত তাঁর ক্যারিয়ার ঘরোয়া ক্রিকেটে সীমাবদ্ধ।
কলকাতা নাইট রাইডার্সের প্রধান কোচের দায়িত্ব ছাড়লেন চন্দ্রকান্ত পণ্ডিত। আজ এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে কেকেআর। কলকাতা তাঁর অধীনে ২০২৪ আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল। সবশেষ মৌসুমে অবশ্য ভালো যায়নি দলটির। ৮ নম্বরে থেকে মৌসুম শেষ করে তারা।
২৯ মিনিট আগেএশিয়ান কাপে প্রথমবার খেলার সুযোগ পেয়ে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। নবাগত দলটিকে সামলাতে হবে চীন, উত্তর কোরিয়া ও উজবেকিস্তানের মতো শক্তিশালী প্রতিপক্ষকে। তবে ভয় পাচ্ছেন না বাংলাদেশ কোচ পিটার বাটলার। বরং দেখছেন শেখার মঞ্চ হিসেবে।
৩০ মিনিট আগেঅস্ট্রেলিয়ার পর ইংল্যান্ড সফরেও সুবিধা করতে পারছে না ভারত। ২-১ ব্যবধানে পিছিয়ে রয়েছে স্বাগতিকেরা। ভারতের দায়িত্ব নেওয়ার পর কোচ গৌতম গম্ভীরের অধীনে টেস্টে সেভাবে সুফল পাচ্ছে না ভারত। নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার কাছে হেরে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের স্বপ্নভঙ্গ হয় তাদের। নতুন চক্রে প্রথম সিরিজে
২ ঘণ্টা আগেঅনুমিত ছিল নারী এশিয়ান কাপে প্রথমবার অংশ নিয়ে বাংলাদেশ পড়বে কঠিন গ্রুপে। হয়েছেও তাই। নিজেদের গ্রুপে বর্তমান ও সর্বোচ্চ ৯ বারের চ্যাম্পিয়ন চীনকে পেয়ে বাংলাদেশ। টুর্নামেন্টে প্রথম ম্যাচটাও খেলবে শক্তিশালী এই দলের বিপক্ষে।
৪ ঘণ্টা আগে