Ajker Patrika

ক্যারিয়ার ধ্বংস, বিসিবি সম্মানও দেয়নি ক্রিকেটারদের—দাবি ইমরুলের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৬ আগস্ট ২০২৪, ২১: ৩৪
ক্যারিয়ার ধ্বংস, বিসিবি সম্মানও দেয়নি ক্রিকেটারদের—দাবি ইমরুলের

প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ, জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণার পর বদল আসতে শুরু করেছে রাষ্ট্রীয় কাঠামোতে। পরিবর্তনের হাওয়া কি লাগবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও (বিসিবি), এমন প্রশ্ন ক্রিকেট পাড়ায়।

ক্রিকেটার ইমরুল কায়েস আজ ফেসবুকে এক পোস্টে ক্রিকেট প্রশাসনে পরিবর্তনের ডাক দিয়ে লিখেছেন, ‘স্বাধীন বাংলাদেশে আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ও ক্ষমতার কালো থাবা থেকে মুক্ত করতে হবে। সম্প্রতি একটা সাক্ষাৎকার দেখলাম বোর্ড কর্মকর্তারা মুখোশ পাল্টে এখন মিথ্যা আশ্বাস দিয়ে যাচ্ছেন। এদের কারণে ক্রিকেটের যে কতটা ক্ষতি হয়েছে সবাই জানেন।’

ইমরুল-কায়েস-২দেশের ক্রিকেটে কী ধরনের ক্ষতি হয়েছে, সেটিও তুলে ধরেছেন ইমরুল, ‘কত খেলোয়াড়ের ক্যারিয়ার যে ধ্বংস করছে তারা। শুধু তাঁদের পছন্দের তালিকায় না থাকার কারণে। খেলোয়াড়দের সঙ্গে ন্যূনতম সম্মান দেখানো হয় না। বোর্ডের (বর্তমান পরিচালনা পরিষদ) প্রতি আমার অনুরোধ, আপনারা যথেষ্ট করেছেন, দেশের ক্রিকেটকে দেওয়ার আপনাদের আর কিছু নেই। তারুণ্যের হাতে ছেড়ে দিন ক্রিকেটের ভবিষ্যৎ। তারাই এগিয়ে নিয়ে যাবে। তাদের হাত ধরেই আসবে বড় সাফল্য, যেখানে মাথা উঁচু করে থাকবে বাংলাদেশ ক্রিকেট।’

ইমরুল কায়েস জাতীয় দল থেকে দূরে আছেন প্রায় পাঁচ বছর। আপাতত তাঁর ক্যারিয়ার ঘরোয়া ক্রিকেটে সীমাবদ্ধ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টেলিগ্রামে সংগঠিত হচ্ছে আ.লীগ, হাসিনার সঙ্গে কথা বলতে টাকা নিচ্ছেন ওবায়দুল কাদের

আগামী ১১ দিন নৈরাজ্যের আশঙ্কা, ঠেকাতে এসপিদের এসবির চিঠি

প্রাথমিকে পাঠদান: বাইরের ২০ কাজের চাপে শিক্ষক

প্রেস কাউন্সিলের সদস্য হলেন মাহফুজ আনাম, নূরুল কবীরসহ ১২ জন

‘চাঁদা না পেয়ে’ ১০ দোকানে তালা, জামায়াত নেতা ও বিএনপির কর্মীসহ গ্রেপ্তার ৪

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত