Ajker Patrika

পরিসংখ্যান দেখে ভালো করার চ্যালেঞ্জ নেন লিটন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৪ মে ২০২২, ২০: ২৬
পরিসংখ্যান দেখে ভালো করার চ্যালেঞ্জ নেন লিটন

ক্রিকেটারদের মধ্যে দুটো ভিন্ন চরিত্র পাওয়া যায়। কেউ কেউ নিজের স্ট্যাট দেখে তৃপ্তি পান, আবার কেউ কেউ সেটা না দেখেই তৃপ্তি পান। অনেক ক্রিকেটার স্ট্যাট দেখার ফলে অন্যের সঙ্গে নিজের তুলনা করতে শেখেন। আরও ভালো করার তাড়না পান। আবার অনেকে সেটা না দেখেই স্কোর করে যান। 

লিটন দাস এ দুধরনেরই ক্রিকেটার। একটা সময় নিজের স্ট্যাট দেখতেন তিনি। তবে এখন আর তা দেখেন না। লিটন যখন স্ট্যাট দেখতে তখন অবশ্য তাঁর পারফরম্যান্স প্রত্যাশিত ছিল না। কিন্তু এখন স্ট্যাট না দেখলেও লিটনের পারফরম্যান্স অন্য সবার চেয়ে আলাদা। 

চলতি বছর তিন সংস্করণে ১৯ ম্যাচে লিটনের রান ৯১৫। ক্রিকেট বিশ্বে সবার উপরে অবস্থান তাঁর। তাঁর নিকটবর্তী অস্ট্রেলিয়ান ব্যাটার ওসমান খাজা। যিনি ৯ ইনিংসে করেছেন ৭৫১ রান। নিজের এমন অসাধারণ পারফরম্যান্স সম্পর্কে অবশ্য অবগত নন লিটন। তাঁর রানের তাড়াই শুধু তাঁকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আজ ঢাকা টেস্টের দ্বিতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে এসে এমনটাই জানিয়েছেন তিনি। 

লিটন বলেছেন, ‘জিনিসটা তেমন না, যখন দেখতাম (স্ট্যাট) তখন দেখতাম যে খুব পেছনে আছি আমি। ওখান থেকে একটা চ্যালেঞ্জ ছিল যে কীভাবে সামনের দিকে এগোনো যায়। এখন আর দেখি না (স্ট্যাট)। কারণ এখন ধারাবাহিকভাবে সামনে এগোনোরই চিন্তাধারা, কতদূর যেতে পারব আর কী।’ 

সাম্প্রতিক সময়ে ফুল শটে দারুণ কাজ করেছেন লিটন। মাঠেও তার ছাপ রেখে যাচ্ছেন তিনি। লঙ্কান বোলারদের ওপর চ্যালেঞ্জ জানিয়েই ফুল করতে দেখা যায় এই ব্যাটারকে। লিটন বলছেন, ‘আমার কাছে মনে হয়, গত এক দেড় বছর ধরে ভালোই ফুল শট খেলছি।। তো নিয়ন্ত্রণ আমার কাছেই আছ্ আমার তাই বিশ্বাস ছিল যে, ও শর্ট বল করলেও এখান থেকে বেরিয়ে আসতে পারব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত