নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ক্রিকেটারদের মধ্যে দুটো ভিন্ন চরিত্র পাওয়া যায়। কেউ কেউ নিজের স্ট্যাট দেখে তৃপ্তি পান, আবার কেউ কেউ সেটা না দেখেই তৃপ্তি পান। অনেক ক্রিকেটার স্ট্যাট দেখার ফলে অন্যের সঙ্গে নিজের তুলনা করতে শেখেন। আরও ভালো করার তাড়না পান। আবার অনেকে সেটা না দেখেই স্কোর করে যান।
লিটন দাস এ দুধরনেরই ক্রিকেটার। একটা সময় নিজের স্ট্যাট দেখতেন তিনি। তবে এখন আর তা দেখেন না। লিটন যখন স্ট্যাট দেখতে তখন অবশ্য তাঁর পারফরম্যান্স প্রত্যাশিত ছিল না। কিন্তু এখন স্ট্যাট না দেখলেও লিটনের পারফরম্যান্স অন্য সবার চেয়ে আলাদা।
চলতি বছর তিন সংস্করণে ১৯ ম্যাচে লিটনের রান ৯১৫। ক্রিকেট বিশ্বে সবার উপরে অবস্থান তাঁর। তাঁর নিকটবর্তী অস্ট্রেলিয়ান ব্যাটার ওসমান খাজা। যিনি ৯ ইনিংসে করেছেন ৭৫১ রান। নিজের এমন অসাধারণ পারফরম্যান্স সম্পর্কে অবশ্য অবগত নন লিটন। তাঁর রানের তাড়াই শুধু তাঁকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আজ ঢাকা টেস্টের দ্বিতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে এসে এমনটাই জানিয়েছেন তিনি।
লিটন বলেছেন, ‘জিনিসটা তেমন না, যখন দেখতাম (স্ট্যাট) তখন দেখতাম যে খুব পেছনে আছি আমি। ওখান থেকে একটা চ্যালেঞ্জ ছিল যে কীভাবে সামনের দিকে এগোনো যায়। এখন আর দেখি না (স্ট্যাট)। কারণ এখন ধারাবাহিকভাবে সামনে এগোনোরই চিন্তাধারা, কতদূর যেতে পারব আর কী।’
সাম্প্রতিক সময়ে ফুল শটে দারুণ কাজ করেছেন লিটন। মাঠেও তার ছাপ রেখে যাচ্ছেন তিনি। লঙ্কান বোলারদের ওপর চ্যালেঞ্জ জানিয়েই ফুল করতে দেখা যায় এই ব্যাটারকে। লিটন বলছেন, ‘আমার কাছে মনে হয়, গত এক দেড় বছর ধরে ভালোই ফুল শট খেলছি।। তো নিয়ন্ত্রণ আমার কাছেই আছ্ আমার তাই বিশ্বাস ছিল যে, ও শর্ট বল করলেও এখান থেকে বেরিয়ে আসতে পারব।’
ক্রিকেটারদের মধ্যে দুটো ভিন্ন চরিত্র পাওয়া যায়। কেউ কেউ নিজের স্ট্যাট দেখে তৃপ্তি পান, আবার কেউ কেউ সেটা না দেখেই তৃপ্তি পান। অনেক ক্রিকেটার স্ট্যাট দেখার ফলে অন্যের সঙ্গে নিজের তুলনা করতে শেখেন। আরও ভালো করার তাড়না পান। আবার অনেকে সেটা না দেখেই স্কোর করে যান।
লিটন দাস এ দুধরনেরই ক্রিকেটার। একটা সময় নিজের স্ট্যাট দেখতেন তিনি। তবে এখন আর তা দেখেন না। লিটন যখন স্ট্যাট দেখতে তখন অবশ্য তাঁর পারফরম্যান্স প্রত্যাশিত ছিল না। কিন্তু এখন স্ট্যাট না দেখলেও লিটনের পারফরম্যান্স অন্য সবার চেয়ে আলাদা।
চলতি বছর তিন সংস্করণে ১৯ ম্যাচে লিটনের রান ৯১৫। ক্রিকেট বিশ্বে সবার উপরে অবস্থান তাঁর। তাঁর নিকটবর্তী অস্ট্রেলিয়ান ব্যাটার ওসমান খাজা। যিনি ৯ ইনিংসে করেছেন ৭৫১ রান। নিজের এমন অসাধারণ পারফরম্যান্স সম্পর্কে অবশ্য অবগত নন লিটন। তাঁর রানের তাড়াই শুধু তাঁকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আজ ঢাকা টেস্টের দ্বিতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে এসে এমনটাই জানিয়েছেন তিনি।
লিটন বলেছেন, ‘জিনিসটা তেমন না, যখন দেখতাম (স্ট্যাট) তখন দেখতাম যে খুব পেছনে আছি আমি। ওখান থেকে একটা চ্যালেঞ্জ ছিল যে কীভাবে সামনের দিকে এগোনো যায়। এখন আর দেখি না (স্ট্যাট)। কারণ এখন ধারাবাহিকভাবে সামনে এগোনোরই চিন্তাধারা, কতদূর যেতে পারব আর কী।’
সাম্প্রতিক সময়ে ফুল শটে দারুণ কাজ করেছেন লিটন। মাঠেও তার ছাপ রেখে যাচ্ছেন তিনি। লঙ্কান বোলারদের ওপর চ্যালেঞ্জ জানিয়েই ফুল করতে দেখা যায় এই ব্যাটারকে। লিটন বলছেন, ‘আমার কাছে মনে হয়, গত এক দেড় বছর ধরে ভালোই ফুল শট খেলছি।। তো নিয়ন্ত্রণ আমার কাছেই আছ্ আমার তাই বিশ্বাস ছিল যে, ও শর্ট বল করলেও এখান থেকে বেরিয়ে আসতে পারব।’
দক্ষিণ আফ্রিকাকে হারিয়েই জিম্বাবুয়েতে অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় ওয়ানডে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ। পরের ম্যাচে হারিয়েছিল স্বাগতিক জিম্বাবুয়েকে। কিন্তু এই জয়ের ধারা আর গতকাল ধরে রাখতে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৫ উইকেটে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গেছে বাংলাদেশ।
৩১ মিনিট আগেজাতীয় বক্সিংয়ে আজ ছিল শেষদিন। মেয়েদের ৫২ কেজি ওজন শ্রেণির ফাইনালের দিকেই নজর ছিল বেশি। যেখানে জাতীয় ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকারের বোন আফরা খন্দকারকে হারিয়ে সোনা জিতেছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী বক্সার জিনাত ফেরদৌস।
২ ঘণ্টা আগেপ্রায় এক বছর ধরে জাতীয় দলের বাইরে সাকিব আল হাসান। রাজনৈতিক কারণে দেশেও ফিরতে পারছেন না। ফলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অধীনে কোনো ঘরোয়া কিংবা আন্তর্জাতিক ম্যাচেও খেলা হচ্ছে না তাঁর। নিজে না খেললেও সতীর্থদের খেলা দেখছেন, সুযোগ পেলে দিচ্ছেন পরামর্শও।
২ ঘণ্টা আগেপাওয়ার হিটিং কোচ হিসেবে জুলিয়ান রস উডের খ্যাতি রয়েছে। বিশেষ করে, বর্তমানে সীমিত ওভারের ক্রিকেটে ডেথ ওভারে হার্ড হিটিং করতে যে টেকনিক দরকার, সেটা এখন শ্রীলঙ্কার ক্রিকেটারদের শেখাচ্ছেন উড। শিগগিরই এই পাওয়ার হিটিং কোচ বাংলাদেশে আসবেন বলে শোনা যাচ্ছে।
৩ ঘণ্টা আগে