ক্রীড়া ডেস্ক
অস্ট্রেলিয়া বিশ্বকাপে দীনেশ কার্তিককে ফিনিশারের ভূমিকায় নিয়েছে ভারতীয় দল। তাঁকে যে শুধু স্কোয়াডেই জায়গা দিয়েছে দলটি এমন নয়, এবারের বিশ্বকাপে নিয়মিত একাদশে খেলাচ্ছেও। তবে ম্যানেজমেন্টের আস্থার প্রতিদান দিতে পারছেন না এই উইকেটরক্ষক-ব্যাটার।
কার্তিককে একাদশে নামানো নিয়ে বেশ কিছুদিন ধরেই সমালোচনা করে আসছেন ভারতের সাবেক ক্রিকেটাররা। এবার সেই সমালোচনায় যোগ দিয়েছেন ইয়ান চ্যাপেল। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়কের মতে, ঋষভ পন্তের পরিবর্তে তাঁকে খেলানো হাস্যকর।
অস্ট্রেলিয়ার বিশ্বকাপ একাদশে টিম ডেভিডের অন্তর্ভুক্তি নিয়ে সিডনি মর্নিং হেরাল্ডের সঙ্গে কথা বলছিলেন চ্যাপেল। সে সময় ভারতীয় দলের একাদশ নিয়ে এমনটি জানিয়েছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি। তিনি বলেছেন, ‘মাঝে মাঝে দল নির্বাচনে ঘরোয়া ফর্মকে গুরুত্ব দেয় নির্বাচকেরা। মনে হয়, এ ক্ষেত্রে অনন্য উদাহরণ হচ্ছে ভারত। তারা পন্তের পরিবর্তে কার্তিককে নির্বাচন করেছে, যা হাস্যকর। প্রতি ম্যাচেই পন্তকে খেলানো উচিত। কিন্তু এটিই হচ্ছে প্রবণতা।’
ক্যারিয়ারের পড়ন্ত বিকেলে দুর্দান্ত পারফরম্যান্স করে ভারতীয় দলে জায়গা পেয়েছেন দীনেশ কার্তিক। তাঁর সমবয়সী অনেকেই এখন ব্যাট-প্যাড তুলে রেখেছেন। কিন্তু ৩৭ বছর বয়স নিয়েও তিনি প্রতিযোগিতা করছেন তরুণদের সঙ্গে। সেই প্রতিযোগিতায় ঋষভ পন্তের মতো মেধাবী এক ক্রিকেটারকেও পেছনে ফেলেছেন তিনি। এখন পর্যন্ত ভারতের হয়ে বিশ্বকাপের সব ম্যাচেই খেলেছেন। তবে ফিনিশারের দায়িত্বটা পালন করতে পারেননি এই ব্যাটার।
চার ম্যাচ খেলে এখন পর্যন্ত ব্যক্তিগত রানকে দুই অঙ্কের ঘরে নিয়ে যেতে পারেননি কার্তিক। মোটে ১৪ রান করেছেন এই ব্যাটার। আর সর্বোচ্চ স্কোর হচ্ছে বাংলাদেশের বিপক্ষে করা ৭ রান।
আর ডেভিডকে নিয়ে চ্যাপেল বলেছেন, ‘বলে আসছি, টিম ডেভিডের জন্য অপেক্ষা করা যাক। বিশ্বকাপের পরেই তাকে খেলানো হোক। তাকে কিছু আন্তর্জাতিক ম্যাচে নিয়ে পরীক্ষা করা উচিত সে কেমন করে। গড়ে ঘণ্টায় ১২০ কিলোমিটার গতির বোলারের বিপক্ষে নয়, ১৫০ কিলোমিটার গতিধারীদের বিপক্ষে। কারণ এটা খুব সহজ নয়।’
অস্ট্রেলিয়া বিশ্বকাপে দীনেশ কার্তিককে ফিনিশারের ভূমিকায় নিয়েছে ভারতীয় দল। তাঁকে যে শুধু স্কোয়াডেই জায়গা দিয়েছে দলটি এমন নয়, এবারের বিশ্বকাপে নিয়মিত একাদশে খেলাচ্ছেও। তবে ম্যানেজমেন্টের আস্থার প্রতিদান দিতে পারছেন না এই উইকেটরক্ষক-ব্যাটার।
কার্তিককে একাদশে নামানো নিয়ে বেশ কিছুদিন ধরেই সমালোচনা করে আসছেন ভারতের সাবেক ক্রিকেটাররা। এবার সেই সমালোচনায় যোগ দিয়েছেন ইয়ান চ্যাপেল। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়কের মতে, ঋষভ পন্তের পরিবর্তে তাঁকে খেলানো হাস্যকর।
অস্ট্রেলিয়ার বিশ্বকাপ একাদশে টিম ডেভিডের অন্তর্ভুক্তি নিয়ে সিডনি মর্নিং হেরাল্ডের সঙ্গে কথা বলছিলেন চ্যাপেল। সে সময় ভারতীয় দলের একাদশ নিয়ে এমনটি জানিয়েছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি। তিনি বলেছেন, ‘মাঝে মাঝে দল নির্বাচনে ঘরোয়া ফর্মকে গুরুত্ব দেয় নির্বাচকেরা। মনে হয়, এ ক্ষেত্রে অনন্য উদাহরণ হচ্ছে ভারত। তারা পন্তের পরিবর্তে কার্তিককে নির্বাচন করেছে, যা হাস্যকর। প্রতি ম্যাচেই পন্তকে খেলানো উচিত। কিন্তু এটিই হচ্ছে প্রবণতা।’
ক্যারিয়ারের পড়ন্ত বিকেলে দুর্দান্ত পারফরম্যান্স করে ভারতীয় দলে জায়গা পেয়েছেন দীনেশ কার্তিক। তাঁর সমবয়সী অনেকেই এখন ব্যাট-প্যাড তুলে রেখেছেন। কিন্তু ৩৭ বছর বয়স নিয়েও তিনি প্রতিযোগিতা করছেন তরুণদের সঙ্গে। সেই প্রতিযোগিতায় ঋষভ পন্তের মতো মেধাবী এক ক্রিকেটারকেও পেছনে ফেলেছেন তিনি। এখন পর্যন্ত ভারতের হয়ে বিশ্বকাপের সব ম্যাচেই খেলেছেন। তবে ফিনিশারের দায়িত্বটা পালন করতে পারেননি এই ব্যাটার।
চার ম্যাচ খেলে এখন পর্যন্ত ব্যক্তিগত রানকে দুই অঙ্কের ঘরে নিয়ে যেতে পারেননি কার্তিক। মোটে ১৪ রান করেছেন এই ব্যাটার। আর সর্বোচ্চ স্কোর হচ্ছে বাংলাদেশের বিপক্ষে করা ৭ রান।
আর ডেভিডকে নিয়ে চ্যাপেল বলেছেন, ‘বলে আসছি, টিম ডেভিডের জন্য অপেক্ষা করা যাক। বিশ্বকাপের পরেই তাকে খেলানো হোক। তাকে কিছু আন্তর্জাতিক ম্যাচে নিয়ে পরীক্ষা করা উচিত সে কেমন করে। গড়ে ঘণ্টায় ১২০ কিলোমিটার গতির বোলারের বিপক্ষে নয়, ১৫০ কিলোমিটার গতিধারীদের বিপক্ষে। কারণ এটা খুব সহজ নয়।’
২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে আয়োজক পাকিস্তান। তবে শেষ মুহূর্তে সাইম আইয়ুবকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির নির্দেশনা অনুযায়ী টুর্নামেন্টের চূড়ান্ত স্কোয়াড ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তন করার সুযোগ রয়েছে।
১১ ঘণ্টা আগেগলে আজ তৃতীয় দিনে খেলেছে শুধু বৃষ্টি। এতটাই বৃষ্টির দাপট ছিল যে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের তৃতীয় দিনে খেলা হয়েছে কেবল ২৭ ওভার। তবে অস্ট্রেলিয়া এক ইনিংসে যে রানের পাহাড় গড়ছে, তাতেই লঙ্কানদের হিমশিম খাওয়ার মতো অবস্থা।
১৪ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলা ভারত এক অভ্যাসে পরিণত করেছে। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দুইবারই ফাইনালে উঠল ভারতীয় নারী ক্রিকেট দল। নিকি প্রসাদের নেতৃত্বাধীন দলটির ফাইনালে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
১৫ ঘণ্টা আগেনিত্যনতুন রেকর্ডে নাম লেখানো যেন ক্রিস্টিয়ানো রোনালদো দারুণ এক অভ্যাসে পরিণত করেছেন। গোলের রেকর্ডের পাশাপাশি অন্যান্য রেকর্ডেও উঠে যায় তাঁর নাম। এবার যে রেকর্ড পর্তুগিজ ফুটবলার গড়েছেন তাতে আছেন শুধু নিজেই।
১৬ ঘণ্টা আগে