Ajker Patrika

ভারত সিরিজের আগে বড় ধাক্কা খেল ইংল্যান্ড

ক্রীড়া ডেস্ক    
হাঁটুর চোটে চার মাসের জন্য ছিটকে গেছেন উড। ছবি: আইসিসি
হাঁটুর চোটে চার মাসের জন্য ছিটকে গেছেন উড। ছবি: আইসিসি

হাঁটুর চোটের কারণে আবারও লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন মার্ক উড। তাই ঘরের মাঠে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে এই পেসারকে পাচ্ছে না ইংল্যান্ড।

চ্যাম্পিয়নস ট্রফিতে লাহোরে আফগানিস্তানের বিপক্ষে নিজের চতুর্থ ওভার করার সময় বাঁ পায়ের হাঁটুতে চোট পান উড। ৩৮ মিনিট পর আবার মাঠে ফিরেন তিনি। কিন্তু চার ওভারের বেশি বোলিং করতে পারেননি। পরে জানা যায়, লিগামেন্টে বড় ধরনের ক্ষতি হয়েছে তাঁর। তাই গত বুধবার লন্ডনে অস্ত্রোপচার করান তিনি। গত আট মাসে দুইবার ও সবমিলিয়ে ক্যারিয়ারে আটবার ছুরি-কাঁচির নিচে যেতে হলো তাঁকে। ইংল্যান্ডের জন্য বড় এক ধাক্কা এটি।

অস্ত্রোপচারের পর ৩৫ বছর বয়সী উড বলেন, ‘গত বছর থেকে ইংল্যান্ডের হয়ে সব ফরম্যাট খেলার পর এত দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে যাওয়ায় আমি হতাশ। তবে হাঁটুর চোট থেকে সেরে উঠে পূর্ণরূপে ফিরে আসার ব্যাপারে আমি আত্মবিশ্বাসী। আমাকে সহায়তার জন্য সার্জন, চিকিৎসক, স্টাফ, কোচ, সতীর্থ এবং সতীর্থদের ধন্যবাদ জানাতে চাই। ফিরে আসার জন্য এবং দলের হয়ে অবদান রাখতে আর তর সইছে না।’

হাঁটুর চোট থেকে সেরে উঠতে চার মাস লাগবে উডের। তাই জুলাইয়ের আগে বল হাতে মাঠে নামার সম্ভাবনা নেই বলা যায়। আগামী ২০ জুন থেকে শুরু হবে ভারত সিরিজ। পঞ্চম ও শেষ টেস্টটি মাঠে গড়াবে ৩১ জুলাই থেকে। বছরের শেষ দিকে আবার অ্যাশেজ রয়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াইয়ের জন্য প্রস্তুত রাখতে উডকে নিয়ে ভেবেচিন্তেই এগোচ্ছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। তাই সাদা বলে এ বছর তাঁকে দেখার সম্ভাবনা খুব একটা নেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত