Ajker Patrika

সেঞ্চুরির নয়, দলীয় রানের আক্ষেপ হৃদয়ের

আপডেট : ১৬ মার্চ ২০২৪, ১০: ০৭
সেঞ্চুরির নয়, দলীয় রানের আক্ষেপ হৃদয়ের

ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পেতে শেষ তিন বলে ১৬ রান প্রয়োজন ছিল তাওহীদ হৃদয়ের। লাহিরু কুমারার শেষ তিন বলে ১২ রান নিতে পারেন হৃদয়। শেষ দুই বলে টানা দুই ছক্কা মেরে আক্ষেপটা যেন আরেকটু বাড়িয়েছিলেন উদীয়মান ব্যাটারের। 

বাংলাদেশের ব্যাটিং ইনিংস শেষে হৃদয়ের বের হয়ে যাওয়ার সময় তাঁর অভিব্যক্তি দেখে এমনটাই মনে হয়েছিল। মাথা নেড়ে নেড়ে বের হচ্ছিলেন বাংলাদেশি ব্যাটার। তবে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে ভিন্ন কিছুই শোনালেন তিনি। 

সেঞ্চুরির কোনো আক্ষেপ নেই বলে জানিয়েছেন হৃদয়। অপরাজিত ৯৬ রানের ইনিংস খেলা ২৩ বছর বয়সী ব্যাটার বলেছেন, ‘আমার কোনো আক্ষেপ নেই, যেটা হয়েছে আলহামদুলিল্লাহ। আমার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে আমি তো প্রথম বলেও আউট হয়ে যেতে পারতাম। সর্বশেষ ম্যাচে রান করতে পারিনি, টি-টোয়েন্টিতেও আগে আউট হয়ে গিয়েছি। আমার সব সময় পরিকল্পনা থাকে যদি একটা শুরু পেয়ে যাই, যতটুকু পারব ওই দিনটা যেন ক্যারি করতে পারি।’ 

গতকাল ৯৬ রানের ইনিংসটি সাজিয়েছেন ৩ চার ও ৫ ছক্কায়। ইনিংসটি হৃদয়ের ক্যারিয়ারের সর্বোচ্চ। আগের সর্বোচ্চ ছিল আয়ারল্যান্ডের বিপক্ষে ৯২ রান। সেঞ্চুরির আক্ষেপ না থাকলেও দলের সংগ্রহ কম হওয়া নিয়ে হতাশা প্রকাশ করেছেন তিনি। উইকেট অনুযায়ী ২৮৬ রানকে যথেষ্ট মনে হয়নি তাঁর। ২৩ বছর বয়সী ব্যাটার বলেছেন, ‘আমার মনে হয় ২০-৩০ রান...উইকেট ৩৩০-৩৪০ রানের ছিল। আমরা সেট হয়ে যদি আরেকটু ইনিংসটা ক্যারি করতাম, যারা সেট হয়েছিলাম, তাহলে হয়তো দৃশ্যপট ভিন্ন হতো।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত