Ajker Patrika

পাকিস্তান বাজেভাবে হারলেই সংবাদমাধ্যমের সামনে পাঠানো হয় টেইটকে!

আপডেট : ০১ অক্টোবর ২০২২, ২৩: ০৬
পাকিস্তান বাজেভাবে হারলেই সংবাদমাধ্যমের সামনে পাঠানো হয় টেইটকে!

ম্যাচ শেষে কোচদের সংবাদ সম্মেলনে যাওয়া পরিচিত দৃশ্য। তবে এবার মজার কথা শুনিয়েছেন শন টেইট। পাকিস্তান বাজেভাবে হারলেই তাঁকে (টেইট) সংবাদ সম্মেলনে পাঠানো হয় বলে জানিয়েছেন দলটির পেস বোলিং কোচ। 

শুক্রবার লাহোরে সিরিজের ষষ্ঠ টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৮ উইকেটে হারায় ইংল্যান্ড। ম্যাচ শেষে টেইটকে পাঠানো হয় সংবাদ সম্মেলনে। মজার ছলে তখন পাকিস্তানের পেস-বোলিং কোচ বলেন, ‘যখন আমরা বাজেভাবে হেরে যাই, তারা আমাকে পাঠায়। দল গো-হারা হারলেই আমাকে পাঠানো হয়।’ 

ইংল্যান্ডকে ১৭০ রানের লক্ষ্য দিয়েছিল পাকিস্তান। ইংলিশরা সেই লক্ষ্য ৩৩ বল আগেই তাড়া করে জেতে। ৪১ বলে ৮৮ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচ সেরা হন ফিল সল্ট। তার জন্য ইংলিশ ব্যাটারদের প্রশংসায় ভাসিয়েছেন টেইট। পাকিস্তানের বোলিং বিবর্ণ হলেও এটা নিয়ে ভাবছেন না সাবেক অস্ট্রেলিয়ান পেসার। টি-টোয়েন্টিতে এমনটা হয়ে থাকে বলে স্বীকার করেছেন পাকিস্তানের পেস বোলিং কোচ, ‘তারা (ইংল্যান্ড) আমাদের ওপর আক্রমণাত্মক খেলেছে। তারা প্রতি বলেই বাউন্ডারি মারতে চেয়েছে। প্রথম তিন ওভার এভাবে হয়েছে এবং আমাদের বোলাররা তাতে কিছুটা বিপাকে পড়ে গিয়েছিল। আমরা বেশি ভুল করিনি এবং ব্যাটিংটা ভালো হয়েছে। আমরা আরও ভালো বোলিং করতে পারতাম। আমরা কিছুটা খেই হারিয়ে ফেলেছিলাম। কিন্তু টি-টোয়েন্টিতে এটা হয়। আপনারা সিরিজটা দেখলেই বুঝবেন, (পারফরম্যান্স) উপর-নীচ হচ্ছে, তাই এতে কিছু যায় আসে না।’ 

সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এখন রয়েছে ৩-৩ সমতায়। সিরিজের সপ্তম ও শেষ টি-টোয়েন্টি হবে রবিবার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

বীর্যে বিরল অ্যালার্জি, নারীর বন্ধ্যাত্ব নিয়ে চিকিৎসকদের নতুন সতর্কতা

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

কক্সবাজারে যাওয়ার পথে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত