ম্যাচ শেষে কোচদের সংবাদ সম্মেলনে যাওয়া পরিচিত দৃশ্য। তবে এবার মজার কথা শুনিয়েছেন শন টেইট। পাকিস্তান বাজেভাবে হারলেই তাঁকে (টেইট) সংবাদ সম্মেলনে পাঠানো হয় বলে জানিয়েছেন দলটির পেস বোলিং কোচ।
শুক্রবার লাহোরে সিরিজের ষষ্ঠ টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৮ উইকেটে হারায় ইংল্যান্ড। ম্যাচ শেষে টেইটকে পাঠানো হয় সংবাদ সম্মেলনে। মজার ছলে তখন পাকিস্তানের পেস-বোলিং কোচ বলেন, ‘যখন আমরা বাজেভাবে হেরে যাই, তারা আমাকে পাঠায়। দল গো-হারা হারলেই আমাকে পাঠানো হয়।’
ইংল্যান্ডকে ১৭০ রানের লক্ষ্য দিয়েছিল পাকিস্তান। ইংলিশরা সেই লক্ষ্য ৩৩ বল আগেই তাড়া করে জেতে। ৪১ বলে ৮৮ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচ সেরা হন ফিল সল্ট। তার জন্য ইংলিশ ব্যাটারদের প্রশংসায় ভাসিয়েছেন টেইট। পাকিস্তানের বোলিং বিবর্ণ হলেও এটা নিয়ে ভাবছেন না সাবেক অস্ট্রেলিয়ান পেসার। টি-টোয়েন্টিতে এমনটা হয়ে থাকে বলে স্বীকার করেছেন পাকিস্তানের পেস বোলিং কোচ, ‘তারা (ইংল্যান্ড) আমাদের ওপর আক্রমণাত্মক খেলেছে। তারা প্রতি বলেই বাউন্ডারি মারতে চেয়েছে। প্রথম তিন ওভার এভাবে হয়েছে এবং আমাদের বোলাররা তাতে কিছুটা বিপাকে পড়ে গিয়েছিল। আমরা বেশি ভুল করিনি এবং ব্যাটিংটা ভালো হয়েছে। আমরা আরও ভালো বোলিং করতে পারতাম। আমরা কিছুটা খেই হারিয়ে ফেলেছিলাম। কিন্তু টি-টোয়েন্টিতে এটা হয়। আপনারা সিরিজটা দেখলেই বুঝবেন, (পারফরম্যান্স) উপর-নীচ হচ্ছে, তাই এতে কিছু যায় আসে না।’
সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এখন রয়েছে ৩-৩ সমতায়। সিরিজের সপ্তম ও শেষ টি-টোয়েন্টি হবে রবিবার।
ম্যাচ শেষে কোচদের সংবাদ সম্মেলনে যাওয়া পরিচিত দৃশ্য। তবে এবার মজার কথা শুনিয়েছেন শন টেইট। পাকিস্তান বাজেভাবে হারলেই তাঁকে (টেইট) সংবাদ সম্মেলনে পাঠানো হয় বলে জানিয়েছেন দলটির পেস বোলিং কোচ।
শুক্রবার লাহোরে সিরিজের ষষ্ঠ টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৮ উইকেটে হারায় ইংল্যান্ড। ম্যাচ শেষে টেইটকে পাঠানো হয় সংবাদ সম্মেলনে। মজার ছলে তখন পাকিস্তানের পেস-বোলিং কোচ বলেন, ‘যখন আমরা বাজেভাবে হেরে যাই, তারা আমাকে পাঠায়। দল গো-হারা হারলেই আমাকে পাঠানো হয়।’
ইংল্যান্ডকে ১৭০ রানের লক্ষ্য দিয়েছিল পাকিস্তান। ইংলিশরা সেই লক্ষ্য ৩৩ বল আগেই তাড়া করে জেতে। ৪১ বলে ৮৮ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচ সেরা হন ফিল সল্ট। তার জন্য ইংলিশ ব্যাটারদের প্রশংসায় ভাসিয়েছেন টেইট। পাকিস্তানের বোলিং বিবর্ণ হলেও এটা নিয়ে ভাবছেন না সাবেক অস্ট্রেলিয়ান পেসার। টি-টোয়েন্টিতে এমনটা হয়ে থাকে বলে স্বীকার করেছেন পাকিস্তানের পেস বোলিং কোচ, ‘তারা (ইংল্যান্ড) আমাদের ওপর আক্রমণাত্মক খেলেছে। তারা প্রতি বলেই বাউন্ডারি মারতে চেয়েছে। প্রথম তিন ওভার এভাবে হয়েছে এবং আমাদের বোলাররা তাতে কিছুটা বিপাকে পড়ে গিয়েছিল। আমরা বেশি ভুল করিনি এবং ব্যাটিংটা ভালো হয়েছে। আমরা আরও ভালো বোলিং করতে পারতাম। আমরা কিছুটা খেই হারিয়ে ফেলেছিলাম। কিন্তু টি-টোয়েন্টিতে এটা হয়। আপনারা সিরিজটা দেখলেই বুঝবেন, (পারফরম্যান্স) উপর-নীচ হচ্ছে, তাই এতে কিছু যায় আসে না।’
সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এখন রয়েছে ৩-৩ সমতায়। সিরিজের সপ্তম ও শেষ টি-টোয়েন্টি হবে রবিবার।
ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এজিএমেই ঠিক হয়েছিল সেপ্টেম্বরে আরব আমিরাতে হবে ২০২৫ এশিয়া কাপ। আজ আনুষ্ঠানিকভাবেও এসিসি জানিয়ে দিয়েছে টুর্নামেন্ট শুরুর দিনক্ষণ, প্রকাশ করেছে সূচিও। ৯ সেপ্টেম্বর শুরু হয়ে ২৮ সেপ্টেম্বর শেষ হবে এশিয়ার সবচেয়ে বড় এই ক্রিকেট প্রতিযোগিতা।
৩ ঘণ্টা আগেকয়েক দিন আগে ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সভা (এজিএম) শেষে সভাপতি মহসিন নাকভি জানিয়েছিলেন, দ্রুতই এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত ঘোষণা আসবে। আজই এল সে ঘোষণা। ৯ সেপ্টেম্বর শুরু হবে এশিয়া কাপ। বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। যেখানে প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।
৫ ঘণ্টা আগেত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে নাটকীয় জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। হারারেতে আজ দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে ১ উইকেটে হারিয়েছে তারা। অলরাউন্ড নৈপুণ্যে জয়ের নায়ক সামিউন বশির। বল হাতে ২ উইকেট নেওয়ার পর ব্যাটিংয়ে হার না মানা ৪৫ রানের ইনিংস খেলেন তিনি।
৬ ঘণ্টা আগেওল্ড ট্রাফোর্ড টেস্টে বল হাতে আলো ছড়ানোর পর ব্যাটিংয়ে সুবাস ছড়িয়েছেন বেন স্টোকস। নাম লেখালেন বিরল এক ক্লাবেও। স্যার গ্যারি সোবার্স ও জ্যাক ক্যালিসের পর টেস্টে ৭ হাজার রান ও ২০০ উইকেট নেওয়া তৃতীয় ক্রিকেটার তিনি। স্টোকস সেই ক্লাবে নাম লিখিয়েছেন সেঞ্চুরি করেই।
৬ ঘণ্টা আগে