ক্রীড়া ডেস্ক
অনেক বছর ধরেই বিশ্ব ক্রিকেটকে নিয়ন্ত্রণ করে আসছে তিন মোড়ল। তিন মোড়ল ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার আধিপত্যে বাকি দলগুলো অনেকটা নতজানু অবস্থায়। সব ক্ষেত্রেই তাদের চাওয়া প্রাধান্য পায়। এই যেমন আগামী চার বছর এই তিন দলই সর্বোচ্চ লভ্যাংশ পাবে আইসিসির আয়ে।
বিশেষ করে আয়ের অর্ধেক ভারতের পকেটে যাবে। ২০২৪-২৭ চক্রের প্রস্তাবিত মডেলে ভারত যা পাবে, তার ধারেকাছে নেই অন্য বোর্ডগুলো। আইসিসির আয়ের প্রায় ৪০ ভাগ পাবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। শুধু অর্থের দিক থেকেই নয়, অন্যান্য ক্ষেত্রেও ‘নেতামি’ ভাব বজায় থাকে ভারতের।
ফলে, এসব নিয়ে বহুদিন ধরেই তিন মোড়লের সমালোচনা করে আসছেন অনেকে। স্টিভ ওয়াহ-গ্রায়েম স্মিথের মতো কিংবদন্তিদের পর এবার এই সমালোচনায় যোগ দিয়েছেন আলী বাকের। তিন মোড়ল বাকি দলগুলোকে বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করে দিচ্ছে বলে মনে করছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ও বোর্ড সভাপতি।
সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন বাকের। সাবেক দক্ষিণ আফ্রিকার বোর্ড সভাপতি বলেছেন, ‘যখন আইসিসির ডেভেলপমেন্ট কমিটির সভাপতি ছিলাম, তখন আমার উদ্দেশ্য ছিল খেলাটি ছড়িয়ে দেওয়া। কিন্তু এখনকার দিনে তেমন দেখা যাচ্ছে না। ক্রিকেটে আধিপত্য দেখাচ্ছে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড। এতে করে দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ বঞ্চিত হচ্ছে। এটা ভালো বিষয় নয়।’
বিশ্ব ক্রিকেটে তিন মোড়ল থাকলেও ভারতের যে একক আধিপত্য, সেটা নিয়েও কথা বলেছেন বাকের। দক্ষিণ আফ্রিকার হয়ে ১২ টেস্ট খেলা সাবেক ব্যাটার বলেছেন, ‘আপনাকে খেলাটির প্রসার ঘটাতে হবে। তবে সমস্যাটা হলো, বিশ্ব ক্রিকেটের অর্থে ভারতে আধিপত্য। বিশ্ব ক্রিকেটের ৭০ ভাগ অর্থ আসে ভারতের মাধ্যমে। তবে আমার গভীর আবেগ ছিল ছোট দলগুলোর উন্নয়ন দেখতে চাওয়ায়।’
অনেক বছর ধরেই বিশ্ব ক্রিকেটকে নিয়ন্ত্রণ করে আসছে তিন মোড়ল। তিন মোড়ল ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার আধিপত্যে বাকি দলগুলো অনেকটা নতজানু অবস্থায়। সব ক্ষেত্রেই তাদের চাওয়া প্রাধান্য পায়। এই যেমন আগামী চার বছর এই তিন দলই সর্বোচ্চ লভ্যাংশ পাবে আইসিসির আয়ে।
বিশেষ করে আয়ের অর্ধেক ভারতের পকেটে যাবে। ২০২৪-২৭ চক্রের প্রস্তাবিত মডেলে ভারত যা পাবে, তার ধারেকাছে নেই অন্য বোর্ডগুলো। আইসিসির আয়ের প্রায় ৪০ ভাগ পাবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। শুধু অর্থের দিক থেকেই নয়, অন্যান্য ক্ষেত্রেও ‘নেতামি’ ভাব বজায় থাকে ভারতের।
ফলে, এসব নিয়ে বহুদিন ধরেই তিন মোড়লের সমালোচনা করে আসছেন অনেকে। স্টিভ ওয়াহ-গ্রায়েম স্মিথের মতো কিংবদন্তিদের পর এবার এই সমালোচনায় যোগ দিয়েছেন আলী বাকের। তিন মোড়ল বাকি দলগুলোকে বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করে দিচ্ছে বলে মনে করছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ও বোর্ড সভাপতি।
সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন বাকের। সাবেক দক্ষিণ আফ্রিকার বোর্ড সভাপতি বলেছেন, ‘যখন আইসিসির ডেভেলপমেন্ট কমিটির সভাপতি ছিলাম, তখন আমার উদ্দেশ্য ছিল খেলাটি ছড়িয়ে দেওয়া। কিন্তু এখনকার দিনে তেমন দেখা যাচ্ছে না। ক্রিকেটে আধিপত্য দেখাচ্ছে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড। এতে করে দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ বঞ্চিত হচ্ছে। এটা ভালো বিষয় নয়।’
বিশ্ব ক্রিকেটে তিন মোড়ল থাকলেও ভারতের যে একক আধিপত্য, সেটা নিয়েও কথা বলেছেন বাকের। দক্ষিণ আফ্রিকার হয়ে ১২ টেস্ট খেলা সাবেক ব্যাটার বলেছেন, ‘আপনাকে খেলাটির প্রসার ঘটাতে হবে। তবে সমস্যাটা হলো, বিশ্ব ক্রিকেটের অর্থে ভারতে আধিপত্য। বিশ্ব ক্রিকেটের ৭০ ভাগ অর্থ আসে ভারতের মাধ্যমে। তবে আমার গভীর আবেগ ছিল ছোট দলগুলোর উন্নয়ন দেখতে চাওয়ায়।’
মুশফিকুর রহিমের আকস্মিক ওয়ানডে অবসরে ধাক্কা খেয়েছেন তাঁর সতীর্থরা। মুশফিকের অবসর ঘোষণার পরই ফেসবুকে পোস্ট দিয়েছেন তাসকিন আহমেদ। বিশেষ ভিডিও বার্তা দিয়েছেন তামিম ইকবাল।
২ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস ট্রফিতে ভালো খেলতে না পারায় চারদিকে যেভাবে অবসর-অবসর রব উঠেছিল, মানসিকভাবে বেশি বিপর্যস্ত হয়ে পড়েছিলেন মুশফিকুর রহিম। মুশফিক নিজেও ফেসবুকে অবসর ঘোষণার পোস্টে লিখেছেন, গত কয়েক সপ্তাহ তাঁর জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল। তাঁর মনে হয়েছে ওয়ানডে ক্রিকেটে যাত্রা এখানেই শেষ।
৩ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল খেলে ওয়ানডে থেকে বিদায় নিয়েছেন ৩৫ বছর বয়সী স্টিভ স্মিথ। অস্ট্রেলীয় এই ব্যাটারের বিদায়ের পর দেশের ক্রিকেট মহলের চর্চায় চলে আসে আগেই মধ্য ত্রিশ পেরিয়ে যাওয়া দুই ভায়রা মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। সাঁইত্রিশ ও উনচল্লিশ বছর বয়সেও খেলে যাচ্ছেন তাঁরা! এই আলোচনার...
৩ ঘণ্টা আগেদুবাইয়ে গত রাতে প্রথম সেমিফাইনাল জিতে ভারত আগেই উঠে গেছে ফাইনালে। একই সঙ্গে শিরোপা নির্ধারণী ম্যাচের ভেন্যুও ঠিক হয়ে গেছে। ভারতের প্রতিপক্ষ কে হয়, সেটাই জানার বাকি ছিল। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আজ দক্ষিণ আফ্রিকাকে ৫০ রানে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে নিউজিল্যান্ড...
৪ ঘণ্টা আগে