জিম্বাবুয়ের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট আয়ারল্যান্ড পরশু জিতেছে বেলফাস্টে। ঐতিহাসিক জয়ের পর দুঃসংবাদ শুনেছেন হ্যারি টেক্টর। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) কঠোর শাস্তি দিয়েছে আয়ারল্যান্ডের এই মিডল অর্ডার ব্যাটারকে।
আইসিসির আচরণবিধির এক নম্বর ধারা ভঙ্গের দায়ে টেক্টরকে গতকাল ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি তাঁর নামের পাশে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। গত ২৪ মাস সময়ে এটা তাঁর প্রথম অপরাধ। মাঠের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত, রিচার্ড কেটেলবোরো, তৃতীয় আম্পায়ার মার্ক হথোর্ন ও চতুর্থ আম্পায়ার জনাথন কেনেডি অভিযোগ এনেছেন টেক্টরের বিরুদ্ধে। আইসিসির এলিট প্যানেল ম্যাচ রেফারি জেফ ক্রো এমন শাস্তি দিয়েছেন। টেক্টর দোষ স্বীকার করে নেওয়ায় শুনানির প্রয়োজন হয়নি।
আইসিরির এক নম্বর ধারা ভঙ্গ করলে সর্বনিম্ন শাস্তি আনুষ্ঠানিক তিরস্কার। সর্বোচ্চ শাস্তি হিসেবে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়। একই সঙ্গে সেই খেলোয়াড়কে এক অথবা দুই ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়। টেক্টরকে এমন কড়া শাস্তি দেওয়া হয়েছে আইসিসির খেলোয়াড়দের আচরণবিধির ২.৮ অনুচ্ছেদ অনুসারে। আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশের জন্য দোষী সাব্যস্ত হয়েছেন আইরিশ এই মিডল অর্ডার ব্যাটার।
টেক্টরের অসদাচরণের ঘটনা ঘটেছে শনিবার ঐতিহাসিক টেস্টের তৃতীয় দিনে। আইরিশদের দ্বিতীয় ইনিংসের ষষ্ঠ ওভারের প্রথম বলে টেক্টর কাভার ড্রাইভ করতে যান রিচার্ড এনগ্রাভাকে। এরপর জিম্বাবুয়ের উইকেটরক্ষক ক্লাইভ মাদান্দে ক্যাচ ধরলে কট বিহাইন্ডের আউট দেওয়া হয়। টেক্টর আউট নিয়ে বেশ সন্দিহান ছিলেন। তৎক্ষণাৎ ক্ষোভ ঝারা শুরু করেন আইরিশ এই মিডল অর্ডার ব্যাটার। আম্পায়ারের দিকে বাজে ইঙ্গিত করেন। এমনকি মাঠ ছাড়ার সময় ব্যাট, গ্লাভস ছুড়ে মেরেছেন আইরিশ টেক্টর।
২৫ জুলাই বেলফাস্টে শুরু হওয়া আয়ারল্যান্ড-জিম্বাবুয়ে টেস্টে নিয়ম করেই হানা দিয়েছে বেরসিক বৃষ্টি। একই সঙ্গে চলতে থাকে ‘উইকেট বৃষ্টি’ও। জিম্বাবুয়ের দেওয়া ১৫৮ রান তাড়া করতে নেমে ৩৩ রানেই ৫ উইকেট হারিয়ে বসে আইরিশরা। অ্যান্ডি ম্যাকব্রাইনের বীরত্বে ৪ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে আয়ারল্যান্ড। অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচ-সেরার পুরস্কারও পেয়েছেন তিনি। টেস্টে ছয় বছরের পথচলায় এটা আইরিশদের দ্বিতীয় জয়।
আরও পড়ুন–
জিম্বাবুয়ের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট আয়ারল্যান্ড পরশু জিতেছে বেলফাস্টে। ঐতিহাসিক জয়ের পর দুঃসংবাদ শুনেছেন হ্যারি টেক্টর। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) কঠোর শাস্তি দিয়েছে আয়ারল্যান্ডের এই মিডল অর্ডার ব্যাটারকে।
আইসিসির আচরণবিধির এক নম্বর ধারা ভঙ্গের দায়ে টেক্টরকে গতকাল ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি তাঁর নামের পাশে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। গত ২৪ মাস সময়ে এটা তাঁর প্রথম অপরাধ। মাঠের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত, রিচার্ড কেটেলবোরো, তৃতীয় আম্পায়ার মার্ক হথোর্ন ও চতুর্থ আম্পায়ার জনাথন কেনেডি অভিযোগ এনেছেন টেক্টরের বিরুদ্ধে। আইসিসির এলিট প্যানেল ম্যাচ রেফারি জেফ ক্রো এমন শাস্তি দিয়েছেন। টেক্টর দোষ স্বীকার করে নেওয়ায় শুনানির প্রয়োজন হয়নি।
আইসিরির এক নম্বর ধারা ভঙ্গ করলে সর্বনিম্ন শাস্তি আনুষ্ঠানিক তিরস্কার। সর্বোচ্চ শাস্তি হিসেবে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়। একই সঙ্গে সেই খেলোয়াড়কে এক অথবা দুই ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়। টেক্টরকে এমন কড়া শাস্তি দেওয়া হয়েছে আইসিসির খেলোয়াড়দের আচরণবিধির ২.৮ অনুচ্ছেদ অনুসারে। আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশের জন্য দোষী সাব্যস্ত হয়েছেন আইরিশ এই মিডল অর্ডার ব্যাটার।
টেক্টরের অসদাচরণের ঘটনা ঘটেছে শনিবার ঐতিহাসিক টেস্টের তৃতীয় দিনে। আইরিশদের দ্বিতীয় ইনিংসের ষষ্ঠ ওভারের প্রথম বলে টেক্টর কাভার ড্রাইভ করতে যান রিচার্ড এনগ্রাভাকে। এরপর জিম্বাবুয়ের উইকেটরক্ষক ক্লাইভ মাদান্দে ক্যাচ ধরলে কট বিহাইন্ডের আউট দেওয়া হয়। টেক্টর আউট নিয়ে বেশ সন্দিহান ছিলেন। তৎক্ষণাৎ ক্ষোভ ঝারা শুরু করেন আইরিশ এই মিডল অর্ডার ব্যাটার। আম্পায়ারের দিকে বাজে ইঙ্গিত করেন। এমনকি মাঠ ছাড়ার সময় ব্যাট, গ্লাভস ছুড়ে মেরেছেন আইরিশ টেক্টর।
২৫ জুলাই বেলফাস্টে শুরু হওয়া আয়ারল্যান্ড-জিম্বাবুয়ে টেস্টে নিয়ম করেই হানা দিয়েছে বেরসিক বৃষ্টি। একই সঙ্গে চলতে থাকে ‘উইকেট বৃষ্টি’ও। জিম্বাবুয়ের দেওয়া ১৫৮ রান তাড়া করতে নেমে ৩৩ রানেই ৫ উইকেট হারিয়ে বসে আইরিশরা। অ্যান্ডি ম্যাকব্রাইনের বীরত্বে ৪ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে আয়ারল্যান্ড। অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচ-সেরার পুরস্কারও পেয়েছেন তিনি। টেস্টে ছয় বছরের পথচলায় এটা আইরিশদের দ্বিতীয় জয়।
আরও পড়ুন–
প্রবাসী ফুটবলারদের নিয়ে উন্মাদনার মাত্রা ধীরে ধীরে বাড়ছেই। বিশেষ করে হামজা চৌধুরীর অভিষেকের পর অনেক প্রবাসী ফুটবলার এখন আলোচনায়। কানাডা প্রবাসী সমিত সোমের পাশাপাশি এবার কিউবা মিচেলকে খেলানোর চেষ্টায় রয়েছে বাফুফে।
৯ ঘণ্টা আগেআগামীকাল (২০ এপ্রিল) সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ের টেস্ট সিরিজের প্রথম টেস্ট। সিরিজের সম্প্রচার স্বত্ব নিয়ে বেশ ভোগান্তির মধ্যে ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এ ভোগান্তির অবসান ঘটিয়েছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। গতকাল শুক্রবার এক বিবৃতিতে বাংলাদেশ-জিম্বাবুয়ের ম্যাচ সরাসরি দেখানোর
১০ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শ্রীলঙ্কা সফরের জন্য ১৫ সদস্যের বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করেছে। আগামীকাল ঢাকা থেকে কলম্বোর উদ্দেশে রওনা দেবেন যুবারা। সফরে স্বাগতিক শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ছয় ম্যাচের যুব ওয়ানডে সিরিজ খেলবে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন দল।
১০ ঘণ্টা আগেহামজা চৌধুরীর বাংলাদেশের জার্সিতে খেলার পর থেকে আগ্রহ বেড়েছে ফুটবল নিয়ে। প্রবাসী ফুটবলারদের ঘিরে অন্যরকম উন্মাদনা কাজ করছে সমর্থকদের। হামজার প্রভাব শুধু ফুটবলেই নয় পড়েছে অন্যান্য খেলাতেও। দেশের বাইরে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসী ক্রীড়াবিদদের বাংলাদেশের হয়ে খেলানোর উদ্যোগ নিতে সকল ফেডারেশনকে চিঠি দিয়েছে
১১ ঘণ্টা আগে