ক্রীড়া ডেস্ক
এজবাস্টন টেস্টে ইংল্যান্ডকে ৩৭৮ রানের কঠিন লক্ষ্য দিয়েছে ভারত। লক্ষ্য তাড়া করতে নেমে এরই মধ্যে ৩ উইকেট হারিয়েছে ইংলিশরা।
মূলত প্রথম ইনিংসে ঋষভ পন্ত ও রবীন্দ্র জাদেজার ২২২ রানের জুটিতে দিশেহারা ভারত এখন জয়ের স্বপ্ন বুনছে। ষষ্ঠ উইকেটে সেই মহাকাব্যিক জুটিকে প্রশংসায় ভাসাচ্ছেন সাবেক তারকারা। এবি ডি ভিলিয়ার্সের চোখে তো পন্ত-জাদেজার পাল্টা আক্রমণ টেস্ট ক্রিকেট ইতিহাসে সেরা।
দারুণ ছন্দে থাকতেই ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ডি ভিলিয়ার্স। দক্ষিণ আফ্রিকার বহু ম্যাচ জয়ে আছে তাঁর রয়েছে বিশেষ অবদান। ক্রিকেটের সঙ্গে তিনি এ মুহূর্তে সরাসরি যুক্ত না থাকলেও বিশ্ব ক্রিকেটে চোখ রাখছেন নিয়মিত।
ইংল্যান্ড-ভারত টেস্ট সিরিজ সরাসরি দেখার সুযোগ পাননি ডি ভিলিয়ার্স। তবে হাইলাইটস দেখে প্রশংসা করেছেন পন্ত-জাদেজা জুটির। সামাজিক যোগাযোগমাধ্যমে আজ দক্ষিণ আফ্রিকান ব্যাটার লিখেছেন, ‘বাড়িতে না থাকায় এ টেস্টের অনেক কিছু মিস করেছি। তবে এইমাত্র হাইলাইটস দেখা শেষ করলাম। পন্ত-জাদেজার পাল্টা আক্রমণাত্মক জুটি ছিল অসাধারণ। এখন পর্যন্ত আমার চোখে টেস্ট ক্রিকেটের সেরা জুটি।’
পন্ত-জাদেজা জুটির শুরুটা যখন হয়েছিল, ভারত তখন ধ্বংসস্তূপে দাঁড়িয়ে। ১০০ রানের আগেই পাঁচ উইকেট হারিয়েছিল সফরকারীরা। তাঁরা দুজন ছিলেন দলের শেষ স্বীকৃত ব্যাটার।
জাদেজা দেখে শুনে খেললেও পন্ত ছিলেন আক্রমণাত্মক। এতটাই আক্রমণাত্মক ছিলেন যে, সেঞ্চুরি করতে লেগেছে ৮৯ বল। ভারতীয় উইকেটরক্ষকদের মধ্যে এটি দ্রুততম টেস্ট সেঞ্চুরি। আগের রেকর্ডটি ছিল মাহেন্দ্র সিং ধোনির (৯৩ বলে)।
পন্ত ১১১ বলে ১৪৬ রানের চোখ ধাঁধানো ইনিংস খেলেছেন। তাঁর আউটে ভাঙে জাদেজার সঙ্গে ২২২ রানের জুটি। পরে জাদেজাও সেঞ্চুরি করেছেন। তাঁর টেস্ট সেঞ্চুরিটি ভারতের বাইরে প্রথম।
এজবাস্টন টেস্টে ইংল্যান্ডকে ৩৭৮ রানের কঠিন লক্ষ্য দিয়েছে ভারত। লক্ষ্য তাড়া করতে নেমে এরই মধ্যে ৩ উইকেট হারিয়েছে ইংলিশরা।
মূলত প্রথম ইনিংসে ঋষভ পন্ত ও রবীন্দ্র জাদেজার ২২২ রানের জুটিতে দিশেহারা ভারত এখন জয়ের স্বপ্ন বুনছে। ষষ্ঠ উইকেটে সেই মহাকাব্যিক জুটিকে প্রশংসায় ভাসাচ্ছেন সাবেক তারকারা। এবি ডি ভিলিয়ার্সের চোখে তো পন্ত-জাদেজার পাল্টা আক্রমণ টেস্ট ক্রিকেট ইতিহাসে সেরা।
দারুণ ছন্দে থাকতেই ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ডি ভিলিয়ার্স। দক্ষিণ আফ্রিকার বহু ম্যাচ জয়ে আছে তাঁর রয়েছে বিশেষ অবদান। ক্রিকেটের সঙ্গে তিনি এ মুহূর্তে সরাসরি যুক্ত না থাকলেও বিশ্ব ক্রিকেটে চোখ রাখছেন নিয়মিত।
ইংল্যান্ড-ভারত টেস্ট সিরিজ সরাসরি দেখার সুযোগ পাননি ডি ভিলিয়ার্স। তবে হাইলাইটস দেখে প্রশংসা করেছেন পন্ত-জাদেজা জুটির। সামাজিক যোগাযোগমাধ্যমে আজ দক্ষিণ আফ্রিকান ব্যাটার লিখেছেন, ‘বাড়িতে না থাকায় এ টেস্টের অনেক কিছু মিস করেছি। তবে এইমাত্র হাইলাইটস দেখা শেষ করলাম। পন্ত-জাদেজার পাল্টা আক্রমণাত্মক জুটি ছিল অসাধারণ। এখন পর্যন্ত আমার চোখে টেস্ট ক্রিকেটের সেরা জুটি।’
পন্ত-জাদেজা জুটির শুরুটা যখন হয়েছিল, ভারত তখন ধ্বংসস্তূপে দাঁড়িয়ে। ১০০ রানের আগেই পাঁচ উইকেট হারিয়েছিল সফরকারীরা। তাঁরা দুজন ছিলেন দলের শেষ স্বীকৃত ব্যাটার।
জাদেজা দেখে শুনে খেললেও পন্ত ছিলেন আক্রমণাত্মক। এতটাই আক্রমণাত্মক ছিলেন যে, সেঞ্চুরি করতে লেগেছে ৮৯ বল। ভারতীয় উইকেটরক্ষকদের মধ্যে এটি দ্রুততম টেস্ট সেঞ্চুরি। আগের রেকর্ডটি ছিল মাহেন্দ্র সিং ধোনির (৯৩ বলে)।
পন্ত ১১১ বলে ১৪৬ রানের চোখ ধাঁধানো ইনিংস খেলেছেন। তাঁর আউটে ভাঙে জাদেজার সঙ্গে ২২২ রানের জুটি। পরে জাদেজাও সেঞ্চুরি করেছেন। তাঁর টেস্ট সেঞ্চুরিটি ভারতের বাইরে প্রথম।
সিরিজ আগেই হেরেছে। শেষ ম্যাচে বাংলাদেশের প্রত্যাশা ছিল সান্ত্বনার জয়। সঙ্গে ধবলধোলাই এড়ানো। তবে পরিচিত সেই ব্যাটিং ব্যর্থতায় সেভাবে লড়াইটুকুও করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। সেন্ট কিটসে ওয়েস্ট ইন্ডিজের কাছে আরও একটি বড় ব্যবধানের হারে ধবলধোলাইয়ের তিক্ত অভিজ্ঞতা হলো নিগার সুলতানা জ্যোতির দলের।
১ ঘণ্টা আগেএবারসহ টানা তিনটি বিপিএলে জাকির হাসান খেলছেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে। তাঁর দল এবার নিষ্প্রভ; লিগ পর্বেই বিদায় নিয়েছে। তবু ব্যাট হাতে দ্যুতি ছড়িয়েছেন জাতীয় দলের এই ব্যাটার। ১৪০.৪৩ স্ট্রাইকরেটে ১২ ইনিংসে করেছেন ৩৮৯ রান; যা টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ। এই ফর্মটাকে আন্তর্জাতিক ক্রিকেটেও ধরে রাখতে...
৩ ঘণ্টা আগেগল টেস্টে গতকাল তৃতীয় দিন শেষে ৫ উইকেটে ১৩৬ রান করেছিল শ্রীলঙ্কা। আজ চতুর্থ দিন আর ২৯ রান তুলতেই বাকি ৫ উইকেট হারিয়ে তারা। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে আবারও ব্যাটিংয়ে নেমেছে স্বাগতিকেরা। এদিকে বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে খুলনা টাইগার্সের জয় ও হারের ওপর নির্ভর করছে দুর্বার রাজশাহীর প্লে-অফ...
৩ ঘণ্টা আগেএক মাস ধরে চলা বহুল আলোচিত ও সমালোচিত এবারের বিপিএল চলে এসেছে লিগ পর্বের শেষ ধাপে। ৪০ ম্যাচ শেষে এখন প্লে-অফের শেষ স্থানের জন্য লড়াই। যে লড়াইয়ে টিকে রয়েছে খুলনা টাইগার্স ও দুর্বার রাজশাহী।
৩ ঘণ্টা আগে