Ajker Patrika

যাঁদের নিয়ে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া

আপডেট : ১৬ জুন ২০২১, ১৫: ৫৪
যাঁদের নিয়ে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া

ঢাকা: আগস্টে বাংলাদেশ সফরকে সামনে রেখে ১৮ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ করে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া। কনুইয়ের চোটে পড়ে সফরে থাকছেন না স্টিভ স্মিথ।

ব্যক্তিগত কারণ দেখিয়ে নাম সরিয়ে নিয়েছেন ডেভিড ওয়ার্নার, প্যাট কামিন্স, গ্লেন ম্যাক্সওয়েল ছাড়াও মার্কাস স্টয়নিস, কেন রিচার্ডসন, ঝাই রিচার্ডসনদের মতো ক্রিকেটাররা। চূড়ান্ত স্কোয়াডে প্রথমবার সুযোগ পেয়েছেন ১৮ বছর বয়সী সাউথ অস্ট্রেলিয়ান দলের পেসার ওয়েস অ্যাগার। করোনার কথা মাথায় রেখে চূড়ান্ত স্কোয়াডের বাইরে অতিরিক্ত হিসেবে আরও দুজনকে নিচ্ছে তারা। তাসমানিয়ার পেসার নাথান এলিস আর লেগ স্পিনার তানভির সাংঘা।

সফর থেকে খেলোয়াড়দের সরে যাওয়ার সিদ্ধান্তে অবশ্য কিছুটা হতাশ অস্ট্রেলিয়ান প্রধান নির্বাচক ট্রেভর হানস, ‘স্বাভাবিকভাবেই কিছুটা হতাশ যে এমন সব খেলোয়াড়দের ছাড়াই সফর দুটিতে যেতে হবে আমাদের। তবে আমরা খেলোয়াড়দের সিদ্ধান্ত কে সম্মান জানাই। করোনার এই সময় যেকোনো সফর স্বাভাবিকভাবেই খেলোয়াড়দের ওপর বাড়তি চ্যালেঞ্জ হয়ে আসে।’

প্রাথমিকভাবে ২৩ জনের নাম দিয়েছিল সিএ। জৈব সুরক্ষাবলয়ের দুশ্চিন্তা থাকায় নতুন করে আরও ছয়জনকে অন্তর্ভুক্ত করেছিলেন নির্বাচকেরা। সেটা এবার কমে এসেছে ১৮ জনে। ক্যারিবিয়ানদের বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি আর তিনটি ওয়ানডে খেলবেন অ্যারন ফিঞ্চরা। ২৮ জুন ওয়েস্ট ইন্ডিজের পথে রওনা দেবে অস্ট্রেলিয়া দল। পুরো জুলাই মাসটা স্মিথদের কাটবে ক্যারিবীয় অঞ্চলে। ক্যারিবীয় সফর শেষ করে তাঁরা আসবেন বাংলাদেশে। সাকিব-মুশফিকদের সঙ্গে পাঁচটি টি-টোয়েন্টি খেলবে অজিরা।

অস্ট্রেলিয়া দল: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), অ্যাশটন অ্যাগার, ওয়েস অ্যাগার, জ্যাসন বেহেরেনডর্ফ, অ্যালেক্স ক্যারি, ড্যান ক্রিস্টিয়ান, জশ হ্যাজলউড, ময়সেস হেনরিকস, মিচেল মার্শ, বেন ম্যাকডারমট, রিলে মেরেডিথ, জশ ফিলিপ, মিচেল স্টার্ক, মিচেল সুইপসন, অ্যাশটন টার্নার, অ্যান্ড্রু টাই, ম্যাথু ওয়েড, অ্যাডাম জাম্পা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত