টি-টোয়েন্টির নিয়মিত মুখ—মঈন আলী, হ্যারি ব্রুক, জনি বেয়ারস্টো, মার্ক উডদের মতো সিনিয়র ক্রিকেটাররা নেই ইংল্যান্ড দলে। তাঁদের ছাড়াই সাউদাম্পটনে কাল অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি খেলতে নামবে ইংল্যান্ড। বেশ কয়েক তারকা ক্রিকেটারকে ছাড়া ইংলিশরা মাঠে নামবে, কিছুটা স্বস্তি হয়তো অজি শিবিরে বিরাজ করার কথা।
ইংল্যান্ডের মাঠে টেস্ট ও ওয়ানডে সিরিজ জিতলেও কখনো টি-টোয়েন্টি সিরিজ জেতা হয়নি অস্ট্রেলিয়ার। তারুণ্য নির্ভর ইংলিশদের বিপক্ষে সেই গেরো কাটার এবার দারুণ সুযোগ অভিজ্ঞ অজিদের সামনে।
ইংল্যান্ড সফরে সর্বশেষ ২০২০ সালে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ হারে অস্ট্রেলিয়া। তার আগে ২০১৮ সালে ১-০,২০১৫ সালে ১-০,২০১৩ সালে ১-১ সমতা এবং ২০০৫ সালে ১-০ ব্যবধানে হেরেছিল তারা। নিজেদের দুর্গ সব সময়ই শক্তিশালী স্বাগতিকেরা। টি-টোয়েন্টির অতীত পরিসংখ্যান অবশ্য এগিয়ে রাখছে না কোনো দলকেই। ২৪ বারের দেখায় ১১টি করে জয় ও হার দুই দলেরই। দুটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত।
অস্ট্রেলিয়া দলে নেই বোলিং আক্রমণের নেতা মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স। তবে মার্শ, মার্কাস স্টয়নিস, জশ হেজলউড, ট্রাভিস হেড, টিম ডেভিডদের নিয়ে বেশ শক্তিশালী দল তারা। বিপরীতে জর্ডান কক্স, জশ হুল, উইল জ্যাকসদের মতো তরুণদের সঙ্গে জস বাটলার, জফরা আর্চার, লিয়াম লিভিংস্টোনরা রয়েছেন ইংল্যান্ড দলে।
টি-টোয়েন্টির নিয়মিত মুখ—মঈন আলী, হ্যারি ব্রুক, জনি বেয়ারস্টো, মার্ক উডদের মতো সিনিয়র ক্রিকেটাররা নেই ইংল্যান্ড দলে। তাঁদের ছাড়াই সাউদাম্পটনে কাল অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি খেলতে নামবে ইংল্যান্ড। বেশ কয়েক তারকা ক্রিকেটারকে ছাড়া ইংলিশরা মাঠে নামবে, কিছুটা স্বস্তি হয়তো অজি শিবিরে বিরাজ করার কথা।
ইংল্যান্ডের মাঠে টেস্ট ও ওয়ানডে সিরিজ জিতলেও কখনো টি-টোয়েন্টি সিরিজ জেতা হয়নি অস্ট্রেলিয়ার। তারুণ্য নির্ভর ইংলিশদের বিপক্ষে সেই গেরো কাটার এবার দারুণ সুযোগ অভিজ্ঞ অজিদের সামনে।
ইংল্যান্ড সফরে সর্বশেষ ২০২০ সালে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ হারে অস্ট্রেলিয়া। তার আগে ২০১৮ সালে ১-০,২০১৫ সালে ১-০,২০১৩ সালে ১-১ সমতা এবং ২০০৫ সালে ১-০ ব্যবধানে হেরেছিল তারা। নিজেদের দুর্গ সব সময়ই শক্তিশালী স্বাগতিকেরা। টি-টোয়েন্টির অতীত পরিসংখ্যান অবশ্য এগিয়ে রাখছে না কোনো দলকেই। ২৪ বারের দেখায় ১১টি করে জয় ও হার দুই দলেরই। দুটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত।
অস্ট্রেলিয়া দলে নেই বোলিং আক্রমণের নেতা মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স। তবে মার্শ, মার্কাস স্টয়নিস, জশ হেজলউড, ট্রাভিস হেড, টিম ডেভিডদের নিয়ে বেশ শক্তিশালী দল তারা। বিপরীতে জর্ডান কক্স, জশ হুল, উইল জ্যাকসদের মতো তরুণদের সঙ্গে জস বাটলার, জফরা আর্চার, লিয়াম লিভিংস্টোনরা রয়েছেন ইংল্যান্ড দলে।
বাংলাদেশ দলের হয়ে প্রথম খেলতে এসে হামজা চৌধুরী দেখেছিলেন জনস্রোত। শুধু জনস্রোত বললে ভুল হবে, ভক্ত-সমর্থকদের সঙ্গে ভালোবাসার স্রোত তো ছিলই। বাংলাদেশের মানুষদের এমন বাঁধহীন ভালোবাসা মুগ্ধ করেছে হামজাকে। তাঁর ক্লাব লেস্টার সিটিকে দেওয়া সাক্ষাৎকারে এই মিডফিল্ডার জানিয়েছেন, হৃদয়ের অনেকটা অংশ বাংলাদেশেই।
৩ ঘণ্টা আগেবাংলাদেশের জার্সিতে কিউবা মিচেলের অভিষেক হয়নি এখনো। এর আগেই বাংলাদেশের একটি ক্লাবে নাম লিখিয়েছেন তিনি। নতুন মৌসুমের জন্য তাঁকে দলে ভিড়িয়েছে বসুন্ধরা কিংস। বিষয়টি নিশ্চিত করেছে একটি সূত্র।
৩ ঘণ্টা আগে২০২৪-২৫ মৌসুমে লিগ শিরোপা হাতছাড়া হয় বসুন্ধরা কিংসের। মৌসুম শেষ হওয়ার পরপরই কোচ ভ্যালিরিউ তিতাকে বিদায় করে তারা। আগামী মৌসুমে দলটির ডাগআউটে কে দাঁড়াবেন, সেটি ছিল দেখার অপেক্ষা। অবশেষে আজ নতুন কোচের নামও ঘোষণা করল বসুন্ধরা কিংস। ব্রাজিল অনূর্ধ্ব-২০ দলের সাবেক কোচ সার্জিও ফারিয়াসকে নিয়োগ দিয়েছে...
৪ ঘণ্টা আগেপ্রথমবারের মতো নারী এশিয়ান কাপে খেলবে বাংলাদেশ। কাল সিডনির বিখ্যাত টাউন হলে হবে টুর্নামেন্টের ড্র। যেখানে নির্ধারণ হবে বাংলাদেশ কোন গ্রুপে খেলবে। কিন্তু ড্রয়ের সময় উপস্থিত থাকবে না বাফুফের কোনো প্রতিনিধি।
৪ ঘণ্টা আগে