ক্যারিয়ারের সেরা সময় পার করছেন বাবার আজম। তিন সংস্করণেই খেলে যাচ্ছেন দাপটের সঙ্গে। পাকিস্তান অধিনায়ক এবার জানালেন, এই সেরা সময় কাজে লাগিয়ে ইতিহাস গড়তে চান তিনি। দেশের হয়ে আগামী দেড় বছরে আইসিসির দুটি (টি-টোয়েন্টি ও ওয়ানডে) বিশ্বকাপ জিততে চান।
বাবর মনে করেন, দুই বিশ্বকাপ জিততে পারলে ‘সেরা সময়’কে আরও বেশি স্মরণীয় করে রাখা যাবে। সাম্প্রতিক সময়ে ব্যাটিংয়ে নামলেই রানের ফোয়ারা ছোটাচ্ছেন বাবর। এমন ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবে সীমিত ওভারের দুটি সংস্করণেই তিনি এখন আইসিসি র্যাঙ্কিংয়ে এক নম্বর ব্যাটার। টেস্ট র্যাঙ্কিংয়েও আছেন চতুর্থ স্থানে। নিজের সেরা সময়টা আরও উপভোগ্য করতে দেশকে শিরোপা জেতাতে চান বাবর। ইতিহাসে জায়গা পেতে এখন তাঁর লক্ষ্য আগামী দেড় বছরে সাদা বলের দুই সংস্করণে বিশ্বকাপ জেতা।
এ বছরের শেষ দিকে অস্ট্রেলিয়ায় বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এরপর আগামী বছর, অর্থাৎ ২০২৩ সালে ভারতে হবে ওয়ানডে বিশ্বকাপ। সেই টুর্নামেন্টও হবে অক্টোবর-নভেম্বর মাসে। নিজের সেরা সময়টা তত দিন পর্যন্ত টেনে নিতে চান পাকিস্তান অধিনায়ক, ‘অবশ্যই আমি এই ছন্দটা উপভোগ করছি। ফর্ম নিয়ে মূল লক্ষ্য, আগামী দেড় বছরে পাকিস্তানকে দুটি বিশ্বকাপ জেতানো। সেটা যদি করতে পারি, আমার রানগুলো সার্থক হবে।’
জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত দুটি বিশ্বকাপ খেলেছেন বাবর। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ ও ২০২১-এর টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁর শিরোপা স্বপ্ন অধরাই থেকে গিয়েছিল। এর আগে বয়সভিত্তিক দলের হয়েও দুটি বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা আছে বাবরের। ২০১০ ও ২০১২ দুই বিশ্বকাপেই পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। তবে বিশ্বকাপ জেতার স্বাদ পাননি। সেই আক্ষেপ এবার ঘোচাতে চান।
ক্যারিয়ারের সেরা সময় পার করছেন বাবার আজম। তিন সংস্করণেই খেলে যাচ্ছেন দাপটের সঙ্গে। পাকিস্তান অধিনায়ক এবার জানালেন, এই সেরা সময় কাজে লাগিয়ে ইতিহাস গড়তে চান তিনি। দেশের হয়ে আগামী দেড় বছরে আইসিসির দুটি (টি-টোয়েন্টি ও ওয়ানডে) বিশ্বকাপ জিততে চান।
বাবর মনে করেন, দুই বিশ্বকাপ জিততে পারলে ‘সেরা সময়’কে আরও বেশি স্মরণীয় করে রাখা যাবে। সাম্প্রতিক সময়ে ব্যাটিংয়ে নামলেই রানের ফোয়ারা ছোটাচ্ছেন বাবর। এমন ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবে সীমিত ওভারের দুটি সংস্করণেই তিনি এখন আইসিসি র্যাঙ্কিংয়ে এক নম্বর ব্যাটার। টেস্ট র্যাঙ্কিংয়েও আছেন চতুর্থ স্থানে। নিজের সেরা সময়টা আরও উপভোগ্য করতে দেশকে শিরোপা জেতাতে চান বাবর। ইতিহাসে জায়গা পেতে এখন তাঁর লক্ষ্য আগামী দেড় বছরে সাদা বলের দুই সংস্করণে বিশ্বকাপ জেতা।
এ বছরের শেষ দিকে অস্ট্রেলিয়ায় বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এরপর আগামী বছর, অর্থাৎ ২০২৩ সালে ভারতে হবে ওয়ানডে বিশ্বকাপ। সেই টুর্নামেন্টও হবে অক্টোবর-নভেম্বর মাসে। নিজের সেরা সময়টা তত দিন পর্যন্ত টেনে নিতে চান পাকিস্তান অধিনায়ক, ‘অবশ্যই আমি এই ছন্দটা উপভোগ করছি। ফর্ম নিয়ে মূল লক্ষ্য, আগামী দেড় বছরে পাকিস্তানকে দুটি বিশ্বকাপ জেতানো। সেটা যদি করতে পারি, আমার রানগুলো সার্থক হবে।’
জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত দুটি বিশ্বকাপ খেলেছেন বাবর। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ ও ২০২১-এর টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁর শিরোপা স্বপ্ন অধরাই থেকে গিয়েছিল। এর আগে বয়সভিত্তিক দলের হয়েও দুটি বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা আছে বাবরের। ২০১০ ও ২০১২ দুই বিশ্বকাপেই পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। তবে বিশ্বকাপ জেতার স্বাদ পাননি। সেই আক্ষেপ এবার ঘোচাতে চান।
তৃতীয় দিন শেষে সিলেট টেস্ট বেশ জমেই উঠেছে। প্রথম ইনিংসে বাংলাদেশকে ১৯১ রানে গুটিয়ে ২৭৩ রান করে ৮২ রানের লিড নিয়ে নিয়েছিল জিম্বাবুয়ে। তবে দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়িয়ে ৪ উইকেটে ১৯৪ তুলে এরই মধ্যে ১১২ রানের লিড নিয়েছে বাংলাদেশ। হাতে এখনো ৬ উইকেট। একটা চ্যালেঞ্জিং লক্ষ্য দেওয়ার সম্ভাবনা জাগিয়ে রেখেছে
২ ঘণ্টা আগেঅতিরিক্ত সময়ের প্রথমার্ধ শেষ হওয়ার বাঁশি বাজালেন রেফারি। ১০ জনের দলে পরিণত হওয়া বসুন্ধরা কিংসের কোচ ভালেরিউ তিতাকে তখন বেশ উত্তপ্ত দেখা যায়। সে জন্য হলুদ কার্ডও হজম করতে হয় তাঁকে। তারপর রেফারি বাকি অংশের খেলা চালানোর সিদ্ধান্ত নেবেন বলেই মনে হচ্ছিল। কিন্তু দুই দলের সঙ্গে আলোচনা করে আলোকস্বল্পতার কার
৪ ঘণ্টা আগেটেস্টে টানা ১২ ইনিংসে ফিফটিতে পৌঁছাতে পারেননি মুশফিকুর রহিম। বাংলাদেশ দলের সবচেয়ে অভিজ্ঞ এ ব্যাটারের শেষ ৪ টেস্ট ইনিংস এক অঙ্কের ঘরে। ওয়ানডে ও টি-টোয়েন্টি সংস্করণকে বিদায় বলা মুশফিকের ফোকাস শুধু এখন টেস্টে। তাঁর সিরিয়াসনেস ও প্রস্তুতি নিয়ে কোনো প্রশ্ন থাকে না। কিন্তু বেশ লম্বা সময় ছন্দহীন
৪ ঘণ্টা আগেকালবৈশাখীর পর শঙ্কা নিয়েই শুরু হয় দ্বিতীয়ার্ধের খেলা। ম্যাচ অতিরিক্ত সময়ে গেলে খেলা চালাতে পারবেন তো রেফারি। সেই শঙ্কাই সত্যি হলো শেষ পর্যন্ত। অতিরিক্ত সময়ের ১০৫ মিনিটের পর আলোকস্বল্পতার কারণে আর খেলা মাঠে গড়াতে পারেনি। স্থগিত ঘোষণা করা হয় ফেডারেশন কাপের ফাইনালে বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেডের
৫ ঘণ্টা আগে