Ajker Patrika

বাবর-শাহিন-নাসিমকে বাদ দিয়ে পাকিস্তানের দল

বাবর-শাহিন-নাসিমকে বাদ দিয়ে পাকিস্তানের দল

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টেস্টের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ১৬ সদস্যের দলে রয়েছে বেশ চমকও। বাদ পড়েছেন প্রথম টেস্টের দলে থাকা বাবর আজম, সরফরাজ আহমেদ, আবরার আহমেদ, নাসিম শাহ ও শাহিন শাহ আফ্রিদি।

ছন্দ হারানো বাবর, নাসিম ও শাহিনকে দেওয়া হয়েছে বিশ্রাম। আগের টেস্টে একাদশে সুযোগ না পেলেও সরফরাজকে দেওয়া হয়েছে বিশ্রাম। ডেঙ্গু আক্রান্ত আবরার প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং করতে পারেননি। সুস্থ না হওয়ায় এই স্পিনার বাদ পড়েছেন পরের দুই টেস্ট থেকে।

আলিম দার-আকিব জাবেদদের নতুন নির্বাচক কমিটির এটাই প্রথম দল ঘোষণা। তিন অনিভিষিক্ত ক্রিকেটার সুযোগ পেয়েছেন দলে—হাসিবউল্লাহ, মেহরান মমতাজ ও কামরান গুলাম। দলে ফিরেছেন পেসার মোহাম্মদ আলী এবং দুই স্পিনার জাহিদ মাহমুদ ও সাজিদ খান।

মুলতানে প্রথম টেস্টে ইংল্যান্ডের কাছে ইনিংস ও ৪৭ রানের বড় ব্যবধানে হেরেছে পাকিস্তান। আগামী পরশু মুলতানে শুরু হবে দ্বিতীয় টেস্ট। আগামী ১৪ অক্টোবর রাওয়ালপিন্ডিতে শুরু হবে তৃতীয় ও শেষ টেস্ট।

পাকিস্তানের দ্বিতীয় ও তৃতীয় টেস্টের দল: শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল (সহ-অধিনায়ক), আমের জামাল, আবদুল্লাহ শফিক, মীর হামজা, মোহাম্মদ হুরাইরা, মোহাম্মদ রিজওয়ান, নোমান আলী, সাইম আইয়ুব, সালমান আলী আঘা, হাসিবউল্লাহ, মেহরান মমতাজ, কামরান গুলাম, মোহাম্মদ আলী, জাহিদ মাহমুদ ও সাজিদ খান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত