Ajker Patrika

‘পাকিস্তানের কেউ এমন করলে তো এতক্ষণে তুলকালাম হয়ে যেত’ 

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২৬ জুন ২০২৪, ১৭: ১৩
Thumbnail image

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান দুই চিরপ্রতিদ্বন্দ্বীর পারফরম্যান্স পুরোপুরি ভিন্ন। ভারত উঠে গেছে সেমিফাইনালে। অন্যদিকে গ্রুপ পর্ব থেকে ছিটকে গেছে পাকিস্তান। তবু আইসিসি ইভেন্টে এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বী কোনো না কোনোভাবে তো জড়িয়ে যাবেই। 

সেন্ট লুসিয়ায় গত পরশু ভারতের কাছে ২৪ রানে হেরে সুপার এইট থেকে বিদায় নেয় অস্ট্রেলিয়া। ৪ ওভারে ৩৭ রানে ৩ উইকেট নিয়ে ভারতের সেরা বোলার ছিলেন আর্শদীপ সিং। ৯.২৫ ইকোনমি হলেও গুরুত্বপূর্ণ সময়ে রান আটকে দেন তিনি। শেষ পাঁচ ওভারে যখন অস্ট্রেলিয়ার ৬৫ রান দরকার, ১৬তম ওভারে আর্শদীপের থেকে অস্ট্রেলিয়া নেয় ৭ রান। যার মধ্যে ৪ রান বাই। আর্শদীপের রিভার্স সুইয়ে ভালোই ভুগেছেন ট্রাভিস হেড ও টিম ডেভিড। 

সরাসরি বল টেম্পারিংয়ের কথা না বললেও ইনজামাম উল হকের কথায় যেন তেমন ইঙ্গিত পাওয়া গেছে। পাকিস্তানের টোয়েন্টি ফোর নিউজ চ্যানেলের ওয়ার্ল্ড কাপ হাঙ্গামা অনুষ্ঠানে সেলিম মালিক ও ইনজামাম আলোচনা করেছেন আর্শদীপের রিভার্স সুইং নিয়ে। ইনজামাম বলেন, ‘আমি বলতে চাচ্ছি যে এমনটা যদি কোনো পাকিস্তানের কোনো বোলার করত, তাহলে তুলকালাম হয়ে যেত। রিভার্স সুইংয়ের ব্যাপারটা তো আমি জানি। যদি আর্শদীপ ১৫তম ওভারে রিভার্স সুইং করতে পারে, তাহলে বলের ওপর নিশ্চয়ই কোনো কারুকাজ করা হয়েছে।’ 

আম্পায়ারদের সতর্ক হয়ে ম্যাচ পরিচালনা করার পরামর্শ ইনজামামের। পাকিস্তানের তারকা ক্রিকেটার বলেন, ‘আপনি ব্যাপারটা এড়িয়ে যেতে পারবেন না, যখন ১৫তম ওভারে আর্শদীপ বোলিং করছিল। এটা কি একটু বেশি আগে হয়ে যায় না রিভার্স সুইংয়ের জন্য? বলটা ১২-১৩ নম্বর ওভারে রিভার্স সুইং পাওয়ার মতো অবস্থায় ছিল তাহলে। আম্পায়ারদের এখানে চোখ-কান খোলা রাখা উচিত।’ 

সেন্ট ভিনসেন্টে গতকাল বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ দিয়ে শেষ হয়েছে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্ব। আফগানিস্তান-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে আগামীকাল শুরু হচ্ছে সেমিফাইনাল পর্ব। ত্রিনিদাদে বাংলাদেশ সময় সকাল ৬টা ৩০ মিনিটে মুখোমুখি হচ্ছে দল দুটি। একই দিনে গায়ানায় দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত-ইংল্যান্ড। বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে দ্বিতীয় সেমিফাইনাল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত