অলিভিয়ের জিরুর পা দুটোই শুধু বিশ্বস্ত নয়, হাতও। তাঁর প্রমাণ এসি মিলানের হয়ে সর্বশেষ ম্যাচে দিয়েছেন ফরাসি ফরোয়ার্ড। নিশ্চয়ই ভাবছেন জিরুর পায়ের পরিবর্তে হাত নিয়ে কেন আলোচনা হচ্ছে। আসলে গতকাল নিজেই এই আলোচনার জন্ম দিয়েছেন জিরু।
স্ট্রাইকার হওয়ায় জিরুর কাজ মূল গোল করা। আর সেটা তিনি ভালোই পারেন। সর্বশেষ বিশ্বকাপে ফ্রান্সকে ফাইনালে তোলার অন্যতম কারিগর ছিলেন তিনি। ৪ গোল করে এবারের মৌসুমে এসি মিলানের হয়েও দায়িত্বটা দুর্দান্তভাবে পালন করছেন ৩৭ বছর বয়সী ফরোয়ার্ড। কিন্তু গতকাল পা কিংবা হেডে নয় দলকে বাঁচিয়েছেন হাত দিয়ে।
গ্লাভস হাতে গোলবার সামলিয়েছেন জিরু। শুধু গোলবারে দাঁড়াননি তিনি ম্যাচের যোগ করা সময়ে দুর্দান্ত এক সেভ করে এসি মিলানকে জয়ও এনে দিয়েছেন। ম্যাচের শেষ দিকে ৮৭ মিনিটে ক্রিশ্চিয়ান পুলিসিচের গোলে এগিয়ে যায় মিলান। মার্কিন যুক্তরাষ্ট্রের তারকার গোলে যখন জয়ের সুবাস পাচ্ছিল দল ঠিক সে সময়ই ফাউল করে বসেন মিলান গোলরক্ষক মাইক মাইগান। ৯৮ মিনিটে বক্সের বাইরে ফাউল করায় ভিএআরের সহায়তায় মাইগানকে লাল কার্ড দেখান রেফারি। সতীর্থর বিদায়ে গোলরক্ষক বনে যান জিরু।
ম্যাচের বাকি ৯ মিনিট গোলবারের দায়িত্ব নেন জিরু। যোগ করা সময়ের ১৫ মিনিটের মাথায় দুর্দান্ত এক আক্রমণ করে জেনোয়া। প্রতিপক্ষের ফরোয়ার্ড জর্জ পুসকাসের আক্রমণকে দারুণ বুদ্ধিমত্তায় নস্যাৎ করে দেন তিনি। গোলবার ছেড়ে এসে প্রথমবার পুসকাসের শট নেওয়ার আগ মুহূর্তে বল পাঞ্চ করেন তিনি। এরপর দ্রুত মাটি থেকে উঠে বলকে তালুবন্দী করেন। তাঁর এই বুদ্ধিমত্তায় জেনোয়ার মাঠ থেকে ১–০ ব্যবধানের জয় পায় মিলান। রেফারি শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে সতীর্থদের কাছে জিরু হয়ে যান ‘হিরো’।
ফরোয়ার্ড হিসেবে জিরুই প্রথম গোলবারের নিচে দাঁড়িয়েছেন এমনটা নয়। ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতার আগে আরও অনেক তারকা গ্লাভস হাতে নিয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে, ইংলিশ অধিনায়ক হ্যারি কেইন, উরুগুয়ের তারকা ফরোয়ার্ড লুইস সুয়ারেজ এমনকি হাল আমলের সেরা ফরোয়ার্ড আর্লিং হালান্ডও কিছু সময়ের জন্য গোলরক্ষকের ভূমিকায় ছিলেন।
অলিভিয়ের জিরুর পা দুটোই শুধু বিশ্বস্ত নয়, হাতও। তাঁর প্রমাণ এসি মিলানের হয়ে সর্বশেষ ম্যাচে দিয়েছেন ফরাসি ফরোয়ার্ড। নিশ্চয়ই ভাবছেন জিরুর পায়ের পরিবর্তে হাত নিয়ে কেন আলোচনা হচ্ছে। আসলে গতকাল নিজেই এই আলোচনার জন্ম দিয়েছেন জিরু।
স্ট্রাইকার হওয়ায় জিরুর কাজ মূল গোল করা। আর সেটা তিনি ভালোই পারেন। সর্বশেষ বিশ্বকাপে ফ্রান্সকে ফাইনালে তোলার অন্যতম কারিগর ছিলেন তিনি। ৪ গোল করে এবারের মৌসুমে এসি মিলানের হয়েও দায়িত্বটা দুর্দান্তভাবে পালন করছেন ৩৭ বছর বয়সী ফরোয়ার্ড। কিন্তু গতকাল পা কিংবা হেডে নয় দলকে বাঁচিয়েছেন হাত দিয়ে।
গ্লাভস হাতে গোলবার সামলিয়েছেন জিরু। শুধু গোলবারে দাঁড়াননি তিনি ম্যাচের যোগ করা সময়ে দুর্দান্ত এক সেভ করে এসি মিলানকে জয়ও এনে দিয়েছেন। ম্যাচের শেষ দিকে ৮৭ মিনিটে ক্রিশ্চিয়ান পুলিসিচের গোলে এগিয়ে যায় মিলান। মার্কিন যুক্তরাষ্ট্রের তারকার গোলে যখন জয়ের সুবাস পাচ্ছিল দল ঠিক সে সময়ই ফাউল করে বসেন মিলান গোলরক্ষক মাইক মাইগান। ৯৮ মিনিটে বক্সের বাইরে ফাউল করায় ভিএআরের সহায়তায় মাইগানকে লাল কার্ড দেখান রেফারি। সতীর্থর বিদায়ে গোলরক্ষক বনে যান জিরু।
ম্যাচের বাকি ৯ মিনিট গোলবারের দায়িত্ব নেন জিরু। যোগ করা সময়ের ১৫ মিনিটের মাথায় দুর্দান্ত এক আক্রমণ করে জেনোয়া। প্রতিপক্ষের ফরোয়ার্ড জর্জ পুসকাসের আক্রমণকে দারুণ বুদ্ধিমত্তায় নস্যাৎ করে দেন তিনি। গোলবার ছেড়ে এসে প্রথমবার পুসকাসের শট নেওয়ার আগ মুহূর্তে বল পাঞ্চ করেন তিনি। এরপর দ্রুত মাটি থেকে উঠে বলকে তালুবন্দী করেন। তাঁর এই বুদ্ধিমত্তায় জেনোয়ার মাঠ থেকে ১–০ ব্যবধানের জয় পায় মিলান। রেফারি শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে সতীর্থদের কাছে জিরু হয়ে যান ‘হিরো’।
ফরোয়ার্ড হিসেবে জিরুই প্রথম গোলবারের নিচে দাঁড়িয়েছেন এমনটা নয়। ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতার আগে আরও অনেক তারকা গ্লাভস হাতে নিয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে, ইংলিশ অধিনায়ক হ্যারি কেইন, উরুগুয়ের তারকা ফরোয়ার্ড লুইস সুয়ারেজ এমনকি হাল আমলের সেরা ফরোয়ার্ড আর্লিং হালান্ডও কিছু সময়ের জন্য গোলরক্ষকের ভূমিকায় ছিলেন।
মেঘলা আবহাওয়ার মধ্যে ঝলমলে রোদ্দুর—সিলেটে আজ শুরু হওয়া বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্টের প্রথম সেশন ছিল এমনই। লাঞ্চ বিরতির আগে কোনো বৃষ্টি হয়নি। তবে প্রথম সেশনের খেলা শেষ হওয়ার পরই আবহাওয়ার পূর্বাভাস সত্য করে নেমেছে বৃষ্টি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পিচ কাভারে ঢাকা রয়েছে। এই প্রতিবেদন
১৩ মিনিট আগেঘরের মাঠের চেনা কন্ডিশন হলেও বাংলাদেশের শুরুটা ভালো হয়নি জিম্বাবুয়ের বিপক্ষে। সিলেটে আজ শুরু হওয়া সিরিজের প্রথম টেস্টে জিম্বাবুয়ের নিয়ন্ত্রিত বোলিংয়ে চোখে সর্ষেফুল দেখতে থাকে বাংলাদেশ। স্কোরবোর্ডে ৫০ রান ওঠার আগেই দুই ওপেনারকে হারায় স্বাগতিকেরা।
৪১ মিনিট আগেবাংলাদেশের ‘দুঃসময়ের বন্ধু’ তকমা জিম্বাবুয়ে পেয়ে গেছে অনেক আগেই। মাঠের পারফরম্যান্সে বাংলাদেশ যখন কোনো সুখবর দিতে পারে না, তখন জিম্বাবুয়ের বিপক্ষেই দুঃখ ঘোচানোর সুযোগ পায় বাংলাদেশ। এবার সেই জিম্বাবুয়েই কাঁপিয়ে দিচ্ছে বাংলাদেশকে।
১ ঘণ্টা আগেবয়স মাত্র ১৪ বছর। এই ১৪ বছর বয়সে আইপিএল অভিষেকে রেকর্ড বই ওলটপালট করলেন বৈভব সূর্যবংশী। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে দুর্দান্ত এক শুরুর রাতে তাঁর দুচোখ বেয়ে পড়েছে অশ্রু।
২ ঘণ্টা আগে